ঢাকা ০৭:২০ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের শান্তিতে নির্বাচন করতে দেব না: আসিফ মাহমুদ ‘আমি রুমিন ফারহানা, আমার কোনো দল লাগে না’ গুম হওয়া পরিবারের আর্তনাদ শুনে কাঁদলেন তারেক রহমান কালি নয়, জুলাই জাতীয় সনদ ‘রক্ত ও প্রাণের বিনিময়ে’ লেখা হয়েছে : আলী রীয়াজ প্রার্থিতা প্রত্যাহার করলেন লুৎফুজ্জামান বাবরের স্ত্রী ওসমানী মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলা, চলছে কর্মবিরতি নির্বাচন ব্যর্থ হলে শুধু সরকার নয়, পুরো দেশবাসীকেই এর ভয়াবহ খেসারত দিতে হবে : দুদু আন্দোলনের সুফল একটি দলের ঘরে নেওয়ার চেষ্টা বিফলে যাবে : ডা. জাহিদ ঢাকাকে হারিয়ে প্লে-অফ নিশ্চিত করল রংপুর রাইডার্স খালেদা জিয়ার আদর্শই হবে আগামীর চালিকাশক্তি : খন্দকার মোশাররফ

টেলিভিশনে আসছে ‘কফি আড্ডা উইথ পিয়াল’

আকাশ বিনোদন ডেস্ক : 

দেশের জনপ্রিয় সব শোবিজ তারকাদের এক করে নতুন একটি শো নিয়ে হাজির হচ্ছেন ফ্যাশন ডিজাইনার ও চলচ্চিত্র প্রযোজক পিয়াল হোসাইন।শো’য়ের নাম ‘কফি আড্ডা উইথ পিয়াল’।

২০ মিনিট এর এ শো’তে প্রতি পর্বে দুজন করে অতিথি দেখা যাবে।সাম্প্রতি শুটিং সম্পূর্ণ হওয়া পর্বগুলোতে পিয়ালের অতিথি হয়ে এসেছেন ইমন-নিরব,এভ্রিল-জেসিয়া,সাঞ্জু জন-আচঁল,ইভান শাহরিয়ার সোহাগ-বুলবুল টুম্পা এবং আরজে নিরব ও শান্তা জাহান।

বাবলু আক্তার বাবুর পরিচালনা এবং আসিফ খানের প্রযোজনায় ‘কফি আড্ডা উইথ পিয়াল’ শো’টি আগস্ট থেকে একটি বেসরকারি চ্যানেলে প্রচারিত হবে।পাশাপাশি পিয়াল হোসাইনের ইউটিউব চ্যানেলেও দেখা যাবে শো’টির প্রতি পর্ব।

পিয়াল হোসাইন বলেন,’শো’টির মধ্যে দিয়ে প্রথমবারের মতো উপস্থাপনায় নাম লেখালাম।করোনায় গৃহবন্দী অবস্থায় ব্যাপারটা আমার মাথায় ঘুরপাক খাচ্ছিলো।শো’তে যারা অতিথি হচ্ছেন সবার কাছে আমি কৃতজ্ঞ।করোনাময় এই সময়ে তারা আমার ডাকে সাড়া দিয়েছেন।’

তিনি আরো বলেন,’কফি আড্ডা উইথ পিয়াল’ শো’টি গতানুগতিক শো’গুলো থেকে ভিন্ন ধাচের।এখানে যেসব সেলেব্রেটিরা অতিথি হয়ে আসেন তারা কেউ নিজেদের কাজ নিয়ে আলাপ করেন না।ব্যক্তিগত জীবন ও নানা অভিজ্ঞতা নিয়ে কথাবার্তা বলবেন।

উল্লেখ্য, ফ্যাশন ডিজাইনার হিসেবে প্রতিষ্ঠিত পিয়াল হোসাইন এরই মধ্যে চলচ্চিত্র প্রযোজনাতেও নাম লিখিয়েছেন। তার প্রযোজিত ছবি স্বপ্নবাজি’।দেশের মডেলিং ইন্ডাস্ট্রির মডেলদের নানা চড়াই উৎরাই নিয়ে এগিয়েছে ছবিটির। রায়হান রাফির পরিচালনায় ছবিতে অভিনয় করছেন সিয়াম, মাহি, পিয়া জান্নাতুল, প্রিয়ন্তি উর্বী প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের শান্তিতে নির্বাচন করতে দেব না: আসিফ মাহমুদ

টেলিভিশনে আসছে ‘কফি আড্ডা উইথ পিয়াল’

আপডেট সময় ১১:৫৩:০১ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২০

আকাশ বিনোদন ডেস্ক : 

দেশের জনপ্রিয় সব শোবিজ তারকাদের এক করে নতুন একটি শো নিয়ে হাজির হচ্ছেন ফ্যাশন ডিজাইনার ও চলচ্চিত্র প্রযোজক পিয়াল হোসাইন।শো’য়ের নাম ‘কফি আড্ডা উইথ পিয়াল’।

২০ মিনিট এর এ শো’তে প্রতি পর্বে দুজন করে অতিথি দেখা যাবে।সাম্প্রতি শুটিং সম্পূর্ণ হওয়া পর্বগুলোতে পিয়ালের অতিথি হয়ে এসেছেন ইমন-নিরব,এভ্রিল-জেসিয়া,সাঞ্জু জন-আচঁল,ইভান শাহরিয়ার সোহাগ-বুলবুল টুম্পা এবং আরজে নিরব ও শান্তা জাহান।

বাবলু আক্তার বাবুর পরিচালনা এবং আসিফ খানের প্রযোজনায় ‘কফি আড্ডা উইথ পিয়াল’ শো’টি আগস্ট থেকে একটি বেসরকারি চ্যানেলে প্রচারিত হবে।পাশাপাশি পিয়াল হোসাইনের ইউটিউব চ্যানেলেও দেখা যাবে শো’টির প্রতি পর্ব।

পিয়াল হোসাইন বলেন,’শো’টির মধ্যে দিয়ে প্রথমবারের মতো উপস্থাপনায় নাম লেখালাম।করোনায় গৃহবন্দী অবস্থায় ব্যাপারটা আমার মাথায় ঘুরপাক খাচ্ছিলো।শো’তে যারা অতিথি হচ্ছেন সবার কাছে আমি কৃতজ্ঞ।করোনাময় এই সময়ে তারা আমার ডাকে সাড়া দিয়েছেন।’

তিনি আরো বলেন,’কফি আড্ডা উইথ পিয়াল’ শো’টি গতানুগতিক শো’গুলো থেকে ভিন্ন ধাচের।এখানে যেসব সেলেব্রেটিরা অতিথি হয়ে আসেন তারা কেউ নিজেদের কাজ নিয়ে আলাপ করেন না।ব্যক্তিগত জীবন ও নানা অভিজ্ঞতা নিয়ে কথাবার্তা বলবেন।

উল্লেখ্য, ফ্যাশন ডিজাইনার হিসেবে প্রতিষ্ঠিত পিয়াল হোসাইন এরই মধ্যে চলচ্চিত্র প্রযোজনাতেও নাম লিখিয়েছেন। তার প্রযোজিত ছবি স্বপ্নবাজি’।দেশের মডেলিং ইন্ডাস্ট্রির মডেলদের নানা চড়াই উৎরাই নিয়ে এগিয়েছে ছবিটির। রায়হান রাফির পরিচালনায় ছবিতে অভিনয় করছেন সিয়াম, মাহি, পিয়া জান্নাতুল, প্রিয়ন্তি উর্বী প্রমুখ।