ঢাকা ০১:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নাজমুল পদত্যাগ না করলে খেলা বর্জনের হুমকি ক্রিকেটারদের চাঁদাবাজি-মাস্তানি করলে এখনই বিএনপি থেকে বের হয়ে যান: আমীর খসরু আগামী সপ্তাহ থেকে বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য মার্কিন ভিসা কার্যক্রম স্থগিত একটি দল বাড়ি বাড়ি গিয়ে এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করছে: নজরুল ইসলাম খান স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করায় বিএনপি নেতা সাজুকে বহিষ্কার গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে তরুণরা বৈষম্যহীন বাংলাদেশ পাবে: আলী রীয়াজ গণভোটে ‘হ্যাঁ’কে বিজয়ী করতে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা ডাকসুর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে রিট অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতেই অন-অ্যারাইভাল ভিসা বন্ধ : পররাষ্ট্র উপদেষ্টা মবোক্রেসি সব জায়গায় চলে না, আমি ঢাকায় ভেসে আসি নাই : মির্জা আব্বাস

চ্যানেল আইতে সাত দিনে ১৩ নাটক

 

অাকাশ বিনোদন ডেস্ক:

বরাবরের মতো এবারের ঈদেও চ্যানেল আইতে অন্যান্য আয়োজনের পাশাপাশি থাকছে একগুচ্ছ নাটক। খ্যাতিমান নির্মাতারা বানিয়েছেন এ নাটকগুলো। এর সংখ্যা ১৩। নাটকগুলো প্রচার হবে ঈদের আগের দিন থেকে সপ্তম দিন পর্যন্ত। ঈদের আগের দিন রয়েছে রেজানুর রহমানের নাটক ‘শেষ পর্যন্ত তোমাকে চাই’। অভিনয়ে রওনক হাসানসহ অনেকে। প্রচার হবে রাত ৭টা ৫০ মিনিটে। ঈদের দিন রাত ৭টা ৪০ মিনিটে প্রচার হবে নাটক ‘প্রাণবন্ত পৃথক পুরুষ’। রাবেয়া খাতুনের গল্পে এটি পরিচালনা করেছেন আবুল হায়াত। অভিনয়ে শাহেদ শরীফ খান, ফারহানা মিলি প্রমুখ। ৯টা ৩৫ মিনিটে দেখানো হবে নাটক ‘সোনাবানু’। রচনা কাজী শহিদুল ইসলাম ও পরিচালনা করেছেন সালাউদ্দিন লাভলু।

অভিনয়ে বাঁধন, শশী, শর্মীমালা, মাহমুদুল ইসলাম মিঠু প্রমুখ। ঈদের দ্বিতীয় দিন রয়েছে নাটক ‘মুক্তা ঝরা হাসি’। দয়াল সাহার রচনায় এটি পরিচালনা করেছেন সাজ্জাদ সুমন। অভিনয়ে মেহজাবিন, চঞ্চল চৌধুরী,  মামুনুর রশিদ, আরফান আহমেদ, ফারুক আহমেদ প্রমুখ। প্রচার হবে রাত ৭টা ৪০ মিনিটে।

নাটক ‘আগাছা’ প্রচার হবে রাত ৯টা ৩৫ মিনিটে। রচনা ও পরিচালনা করেছেন ফেরদৌস হাসান। এ নাটকে অভিনয় করেছেন মাহফুজ আহমেদ, সুমাইয়া শিমু, জিয়াউল হাসান কিসলু, আবদুল্লাহ রানা, দিলারা জামান প্রমুখ। ঈদের তৃতীয় দিন রাবেয়া খাতুন রচিত নাটক ‘সোনার মানুষ’ প্রচার হবে রাত ৭টা ৪০ মিনিটে। আবুল হায়াতের পরিচালনায় এ নাটকে জুটিবদ্ধ হয়েছেন মাহফুজ আহমেদ ও সাদিয়া ইসলাম মৌ। রাত ৯টা ৩৫ মিনিটে রয়েছে ‘ছায়া’ নাটকটি। বিপাশা হায়াতের রচনায় এটি পরিচালনা করেছেন তানিয়া আহমেদ। এ নাটকে জুটি হয়েছেন নোবেল ও মম। আরো অভিনয় করেছেন নাঈম, সাবেরী আলম প্রমুখ। ঈদের চতুর্থ দিন রাত ৭টা ৪৫ মিনিটে প্রচার হবে নাটক ‘হৃদ মাঝারে রাখিবো’।

বদরুল আনাম সৌদের পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন সুবর্ণা মুস্তাফা, ইরফান সাজ্জাদ ও নাদিয়া। ‘বেবি সিট’ নাটকটি দেখানো হবে রাত ৯টা ৩০ মিনিটে। পরিচালনা করেছেন নঈম ইমতিয়াজ নেয়ামুল এবং অভিনয়ে রয়েছেন নুশরাত ইমরোজ তিশা ও ইমন। ঈদের পঞ্চম দিন রাত ৭টা ৪৫ মিনিটে প্রচার হবে নাটক ‘বৈরাগীর গান’। রৌম্য খানের পরিচালনায় এ নাটকে অভিনয় করেছেন শবনম ফারিয়া ও ইরেশ যাকের। ৯টা ৩৫ মিনিটে রয়েছে নাটক ‘ত্রিকোণমিতি’। মোস্তফা কামাল রাজ নির্মিত এ নাটকটিতে অভিনয় করেছেন পাভেল, শেহজাদ প্রমুখ।

ঈদের ষষ্ঠ দিন রাত ৭টা ৪৫ মিনিটে প্রচার হবে ‘রূপের ডালি’। রচনা ও পরিচালনা করেছেন মাতিয়া বানু শুকু। অভিনয়ে ইমন, সামিয়া সাঈদ, সোহেল খান, সুষমা সরকার প্রমুখ। ‘গোল্ডেন এ  প্লাস’ নাটকটি দেখানো হবে রাত ৯টা ৩৫ মিনিটে। রচনা ও পরিচালনা করেছেন আবু শাহেদ ইমন। অভিনয়ে মোহাম্মদ ইমনসহ অনেকে।

ঈদের সপ্তম দিন রাত ৭টা ৪৫ মিনিটে প্রচার হবে ‘সেদিনও এসেছিল বসন্ত’। রচনা ফারিয়া হোসেন ও পরিচালনায় চয়নিকা চৌধুরী। অভিনয়ে আফজাল হোসেন, সুইটি, সিয়াম, সোনিয়া প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কিশোরগঞ্জে মসজিদের বাক্সে ৯ লাখ টাকা

চ্যানেল আইতে সাত দিনে ১৩ নাটক

আপডেট সময় ০১:০৪:১৭ পূর্বাহ্ন, বুধবার, ৩০ অগাস্ট ২০১৭

 

অাকাশ বিনোদন ডেস্ক:

বরাবরের মতো এবারের ঈদেও চ্যানেল আইতে অন্যান্য আয়োজনের পাশাপাশি থাকছে একগুচ্ছ নাটক। খ্যাতিমান নির্মাতারা বানিয়েছেন এ নাটকগুলো। এর সংখ্যা ১৩। নাটকগুলো প্রচার হবে ঈদের আগের দিন থেকে সপ্তম দিন পর্যন্ত। ঈদের আগের দিন রয়েছে রেজানুর রহমানের নাটক ‘শেষ পর্যন্ত তোমাকে চাই’। অভিনয়ে রওনক হাসানসহ অনেকে। প্রচার হবে রাত ৭টা ৫০ মিনিটে। ঈদের দিন রাত ৭টা ৪০ মিনিটে প্রচার হবে নাটক ‘প্রাণবন্ত পৃথক পুরুষ’। রাবেয়া খাতুনের গল্পে এটি পরিচালনা করেছেন আবুল হায়াত। অভিনয়ে শাহেদ শরীফ খান, ফারহানা মিলি প্রমুখ। ৯টা ৩৫ মিনিটে দেখানো হবে নাটক ‘সোনাবানু’। রচনা কাজী শহিদুল ইসলাম ও পরিচালনা করেছেন সালাউদ্দিন লাভলু।

অভিনয়ে বাঁধন, শশী, শর্মীমালা, মাহমুদুল ইসলাম মিঠু প্রমুখ। ঈদের দ্বিতীয় দিন রয়েছে নাটক ‘মুক্তা ঝরা হাসি’। দয়াল সাহার রচনায় এটি পরিচালনা করেছেন সাজ্জাদ সুমন। অভিনয়ে মেহজাবিন, চঞ্চল চৌধুরী,  মামুনুর রশিদ, আরফান আহমেদ, ফারুক আহমেদ প্রমুখ। প্রচার হবে রাত ৭টা ৪০ মিনিটে।

নাটক ‘আগাছা’ প্রচার হবে রাত ৯টা ৩৫ মিনিটে। রচনা ও পরিচালনা করেছেন ফেরদৌস হাসান। এ নাটকে অভিনয় করেছেন মাহফুজ আহমেদ, সুমাইয়া শিমু, জিয়াউল হাসান কিসলু, আবদুল্লাহ রানা, দিলারা জামান প্রমুখ। ঈদের তৃতীয় দিন রাবেয়া খাতুন রচিত নাটক ‘সোনার মানুষ’ প্রচার হবে রাত ৭টা ৪০ মিনিটে। আবুল হায়াতের পরিচালনায় এ নাটকে জুটিবদ্ধ হয়েছেন মাহফুজ আহমেদ ও সাদিয়া ইসলাম মৌ। রাত ৯টা ৩৫ মিনিটে রয়েছে ‘ছায়া’ নাটকটি। বিপাশা হায়াতের রচনায় এটি পরিচালনা করেছেন তানিয়া আহমেদ। এ নাটকে জুটি হয়েছেন নোবেল ও মম। আরো অভিনয় করেছেন নাঈম, সাবেরী আলম প্রমুখ। ঈদের চতুর্থ দিন রাত ৭টা ৪৫ মিনিটে প্রচার হবে নাটক ‘হৃদ মাঝারে রাখিবো’।

বদরুল আনাম সৌদের পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন সুবর্ণা মুস্তাফা, ইরফান সাজ্জাদ ও নাদিয়া। ‘বেবি সিট’ নাটকটি দেখানো হবে রাত ৯টা ৩০ মিনিটে। পরিচালনা করেছেন নঈম ইমতিয়াজ নেয়ামুল এবং অভিনয়ে রয়েছেন নুশরাত ইমরোজ তিশা ও ইমন। ঈদের পঞ্চম দিন রাত ৭টা ৪৫ মিনিটে প্রচার হবে নাটক ‘বৈরাগীর গান’। রৌম্য খানের পরিচালনায় এ নাটকে অভিনয় করেছেন শবনম ফারিয়া ও ইরেশ যাকের। ৯টা ৩৫ মিনিটে রয়েছে নাটক ‘ত্রিকোণমিতি’। মোস্তফা কামাল রাজ নির্মিত এ নাটকটিতে অভিনয় করেছেন পাভেল, শেহজাদ প্রমুখ।

ঈদের ষষ্ঠ দিন রাত ৭টা ৪৫ মিনিটে প্রচার হবে ‘রূপের ডালি’। রচনা ও পরিচালনা করেছেন মাতিয়া বানু শুকু। অভিনয়ে ইমন, সামিয়া সাঈদ, সোহেল খান, সুষমা সরকার প্রমুখ। ‘গোল্ডেন এ  প্লাস’ নাটকটি দেখানো হবে রাত ৯টা ৩৫ মিনিটে। রচনা ও পরিচালনা করেছেন আবু শাহেদ ইমন। অভিনয়ে মোহাম্মদ ইমনসহ অনেকে।

ঈদের সপ্তম দিন রাত ৭টা ৪৫ মিনিটে প্রচার হবে ‘সেদিনও এসেছিল বসন্ত’। রচনা ফারিয়া হোসেন ও পরিচালনায় চয়নিকা চৌধুরী। অভিনয়ে আফজাল হোসেন, সুইটি, সিয়াম, সোনিয়া প্রমুখ।