ঢাকা ১২:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নাজমুল পদত্যাগ না করলে খেলা বর্জনের হুমকি ক্রিকেটারদের চাঁদাবাজি-মাস্তানি করলে এখনই বিএনপি থেকে বের হয়ে যান: আমীর খসরু আগামী সপ্তাহ থেকে বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য মার্কিন ভিসা কার্যক্রম স্থগিত একটি দল বাড়ি বাড়ি গিয়ে এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করছে: নজরুল ইসলাম খান স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করায় বিএনপি নেতা সাজুকে বহিষ্কার গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে তরুণরা বৈষম্যহীন বাংলাদেশ পাবে: আলী রীয়াজ গণভোটে ‘হ্যাঁ’কে বিজয়ী করতে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা ডাকসুর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে রিট অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতেই অন-অ্যারাইভাল ভিসা বন্ধ : পররাষ্ট্র উপদেষ্টা মবোক্রেসি সব জায়গায় চলে না, আমি ঢাকায় ভেসে আসি নাই : মির্জা আব্বাস

রোহিঙ্গাদের ওপর প্রতিহিংসা না চালাতে মিয়ানমারকে যুক্তরাষ্ট্রের আহবান

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মার্কিন যুক্তরাষ্ট্র মিয়ানমারকে রোহিঙ্গা মুসলমানদের ওপর প্রতিহিংসামূলক কার্যকলাপ না চালানোর আহবান জানিয়েছে। মিয়ানমারের রাখাইন অঞ্চলে দেশটির সেনাবাহিনীর সার্জিক্যাল অপারেশন শুরুর পর ১২ জন পুলিশ ও ৭৭ জন রোহিঙ্গা মারা যাওয়ার পর যুক্তরাষ্ট্র এ আহবান জানাল। নতুন করে রোহিঙ্গাদের ওপর হামলার ব্যাপারে যুক্তরাষ্ট্র বলেছে, এধরনের হত্যা ও নির্যাতনের কোনো কারণ নেই, এটি সমর্থনযোগ্য নয়। একই সঙ্গে যুক্তরাষ্ট্র মিয়ানমারকে নির্দোষ রোহিঙ্গাদের রক্ষায় ভূমিকা রাখারও আহবান জানিয়েছে।

এদিকে মিয়ানমারের নেত্রী অং সাং সুচি পুলিশর হতাহতের ঘটনার নিন্দা জানিয়ে বলেছেন, শুক্রবার তার দেশের সেনাবাহিনী ও সীমান্ত পুলিশ সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালায় এবং এতে হতাহতের ঘটনা ঘটে। মিয়ানমার সরকার বলছে শতাধিক রোহিঙ্গা হামলাকারী বন্দুক ও ঘরে তৈরি গ্রেনেড নিয়ে পুলিশের ওপর হামলা চালায়।

রাখাইন অঞ্চলের মংগদু শহরের এক প্রত্যক্ষদর্শী জানান, সেনারা শুক্রবার সকাল দশটার দিকে গ্রামে ঢুকে পড়ে বাড়ি ঘরে অগ্নিসংযোগ করতে থাকে। এসময় তারা ১০ রোহিঙ্গা মুসলমানকে বিনা উস্কানিতে গুলি করে হত্যা করে।

এদিকে আরাকান রোহিঙ্গা স্যালভ্যাশন আর্মি গত বৃহস্পতিবার অন্তত ২৫টি স্থানে হামলার কথা স্বীকার করে বলেছে তারা রোহিঙ্গাদের ওপর নির্যাতন, হত্যাযজ্ঞ, ধর্ষণ ও লুটপাটের মত ঘটনার প্রতিবাদে এধরনের হামলা চালিয়েছে। টুইটারে দেওয়া এ বার্তায় তারা আরো জানান, রোহিঙ্গাদের অধিকার আদায়ে এধরনের হামলা বৈধ।

তবে অং সাং সুচি বলেছেন রোহিঙ্গাদের হামলা পরিকল্পিত ও রাখাইন অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ বিনষ্ট করার জন্যেই এধরনের হামলা করা হয়েছে।

ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের মুখপাত্র হিদার নুরেট এক বিবৃতিতে বলেন, মিয়ানমারের আইন শৃঙ্খলা বাহিনীর উচিত আইনের প্রতি শ্রদ্ধা জানানো ও তা মেনে চলা। রোহিঙ্গাদের মৌলিক স্বাধীনতা ও মানবাধিকার যাতে লঙ্ঘন না হয় সেদিকেও খেয়াল রাখার জন্যে মিয়ানমার সেনাবাহিনীর প্রতি আহবান জানিয়ে হিদার নুরেট বলেন, মিয়ানমারের আইন শৃঙখলা বাহিনীর উচিত কোনো সহিংসতা যাতে ছড়িয়ে না পড়ে এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া।

হিদার নুরেট বলেন, বৌদ্ধ ও রোহিঙ্গাদের মধ্যে সহিংসতা নিরসনে রাখাইন অঞ্চলে অর্থনৈতিক উন্নয়ন ছাড়াও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা করা জরুরি। এর আগে এধরনের আহবান জানান, জাতিসংঘের একটি কমিশন। ওই কমিশনের নেতৃত্ব দেন জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান। সুচির অফিস থেকে ফেসবুকে এক বার্তায় বলা হয়েছে, রাখাইন অঞ্চলে কফি আনানের দেওয়া সুপারিশ বাস্তবায়ন বাঞ্চাল করার জন্যেই পুলিশের ওপর এধরনের হামলা করা হয়েছে।

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, গত অক্টোবর পুলিশের ওপর হামলার পর রোহিঙ্গাদের ওপর মিয়ানমার আইন শৃঙ্খলা বাহিনীর অকথ্য নির্যাতন অব্যাহত রয়েছে। একই সঙ্গে মিয়ানমার সেনাবাহিনী রাখাইনে রোহিঙ্গা নারীদের ধর্ষণ, হত্যা, ঘরবাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাট চালিয়ে আসছে। অন্তত ১ হাজার বাড়ি ঘর সহ অনেক গুরুত্বপূর্ণ ভবনে অগ্নিসংযোগ করা হয়েছে। এর ফলে আরাকান স্যালভ্যাশন আর্মির মত সংগঠন এধরনের নির্যাতনের বিরুদ্ধে রোহিঙ্গাদের সশস্ত্র সংগামে উদ্বুদ্ধ করার সুযোগ পেয়েছে ও হামলার ঘটনা ঘটছে।

দীর্ঘদিন ধরে রোহিঙ্গারা নাগরিকত্ব ও ভোটাধিকার হারিয়ে নির্যাতনের কবলে পড়েছে। ২০১২ সালের পর থেকে শত শত রোহিঙ্গা নারী পুরষকে হত্যা করা হয়েছে। অন্তত ১ লাখ ৪০ হাজার রোহিঙ্গা ঘর বাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে খোঁজে অজানা গন্তব্যে পাড়ি জমিয়েছে। জাতিসংঘের হিসেবে অন্তত ৮০ হাজার রোহিঙ্গা গত অক্টোবরের পর পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কিশোরগঞ্জে মসজিদের বাক্সে ৯ লাখ টাকা

রোহিঙ্গাদের ওপর প্রতিহিংসা না চালাতে মিয়ানমারকে যুক্তরাষ্ট্রের আহবান

আপডেট সময় ০৮:০৯:৩২ অপরাহ্ন, শনিবার, ২৬ অগাস্ট ২০১৭

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মার্কিন যুক্তরাষ্ট্র মিয়ানমারকে রোহিঙ্গা মুসলমানদের ওপর প্রতিহিংসামূলক কার্যকলাপ না চালানোর আহবান জানিয়েছে। মিয়ানমারের রাখাইন অঞ্চলে দেশটির সেনাবাহিনীর সার্জিক্যাল অপারেশন শুরুর পর ১২ জন পুলিশ ও ৭৭ জন রোহিঙ্গা মারা যাওয়ার পর যুক্তরাষ্ট্র এ আহবান জানাল। নতুন করে রোহিঙ্গাদের ওপর হামলার ব্যাপারে যুক্তরাষ্ট্র বলেছে, এধরনের হত্যা ও নির্যাতনের কোনো কারণ নেই, এটি সমর্থনযোগ্য নয়। একই সঙ্গে যুক্তরাষ্ট্র মিয়ানমারকে নির্দোষ রোহিঙ্গাদের রক্ষায় ভূমিকা রাখারও আহবান জানিয়েছে।

এদিকে মিয়ানমারের নেত্রী অং সাং সুচি পুলিশর হতাহতের ঘটনার নিন্দা জানিয়ে বলেছেন, শুক্রবার তার দেশের সেনাবাহিনী ও সীমান্ত পুলিশ সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালায় এবং এতে হতাহতের ঘটনা ঘটে। মিয়ানমার সরকার বলছে শতাধিক রোহিঙ্গা হামলাকারী বন্দুক ও ঘরে তৈরি গ্রেনেড নিয়ে পুলিশের ওপর হামলা চালায়।

রাখাইন অঞ্চলের মংগদু শহরের এক প্রত্যক্ষদর্শী জানান, সেনারা শুক্রবার সকাল দশটার দিকে গ্রামে ঢুকে পড়ে বাড়ি ঘরে অগ্নিসংযোগ করতে থাকে। এসময় তারা ১০ রোহিঙ্গা মুসলমানকে বিনা উস্কানিতে গুলি করে হত্যা করে।

এদিকে আরাকান রোহিঙ্গা স্যালভ্যাশন আর্মি গত বৃহস্পতিবার অন্তত ২৫টি স্থানে হামলার কথা স্বীকার করে বলেছে তারা রোহিঙ্গাদের ওপর নির্যাতন, হত্যাযজ্ঞ, ধর্ষণ ও লুটপাটের মত ঘটনার প্রতিবাদে এধরনের হামলা চালিয়েছে। টুইটারে দেওয়া এ বার্তায় তারা আরো জানান, রোহিঙ্গাদের অধিকার আদায়ে এধরনের হামলা বৈধ।

তবে অং সাং সুচি বলেছেন রোহিঙ্গাদের হামলা পরিকল্পিত ও রাখাইন অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ বিনষ্ট করার জন্যেই এধরনের হামলা করা হয়েছে।

ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের মুখপাত্র হিদার নুরেট এক বিবৃতিতে বলেন, মিয়ানমারের আইন শৃঙ্খলা বাহিনীর উচিত আইনের প্রতি শ্রদ্ধা জানানো ও তা মেনে চলা। রোহিঙ্গাদের মৌলিক স্বাধীনতা ও মানবাধিকার যাতে লঙ্ঘন না হয় সেদিকেও খেয়াল রাখার জন্যে মিয়ানমার সেনাবাহিনীর প্রতি আহবান জানিয়ে হিদার নুরেট বলেন, মিয়ানমারের আইন শৃঙখলা বাহিনীর উচিত কোনো সহিংসতা যাতে ছড়িয়ে না পড়ে এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া।

হিদার নুরেট বলেন, বৌদ্ধ ও রোহিঙ্গাদের মধ্যে সহিংসতা নিরসনে রাখাইন অঞ্চলে অর্থনৈতিক উন্নয়ন ছাড়াও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা করা জরুরি। এর আগে এধরনের আহবান জানান, জাতিসংঘের একটি কমিশন। ওই কমিশনের নেতৃত্ব দেন জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান। সুচির অফিস থেকে ফেসবুকে এক বার্তায় বলা হয়েছে, রাখাইন অঞ্চলে কফি আনানের দেওয়া সুপারিশ বাস্তবায়ন বাঞ্চাল করার জন্যেই পুলিশের ওপর এধরনের হামলা করা হয়েছে।

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, গত অক্টোবর পুলিশের ওপর হামলার পর রোহিঙ্গাদের ওপর মিয়ানমার আইন শৃঙ্খলা বাহিনীর অকথ্য নির্যাতন অব্যাহত রয়েছে। একই সঙ্গে মিয়ানমার সেনাবাহিনী রাখাইনে রোহিঙ্গা নারীদের ধর্ষণ, হত্যা, ঘরবাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাট চালিয়ে আসছে। অন্তত ১ হাজার বাড়ি ঘর সহ অনেক গুরুত্বপূর্ণ ভবনে অগ্নিসংযোগ করা হয়েছে। এর ফলে আরাকান স্যালভ্যাশন আর্মির মত সংগঠন এধরনের নির্যাতনের বিরুদ্ধে রোহিঙ্গাদের সশস্ত্র সংগামে উদ্বুদ্ধ করার সুযোগ পেয়েছে ও হামলার ঘটনা ঘটছে।

দীর্ঘদিন ধরে রোহিঙ্গারা নাগরিকত্ব ও ভোটাধিকার হারিয়ে নির্যাতনের কবলে পড়েছে। ২০১২ সালের পর থেকে শত শত রোহিঙ্গা নারী পুরষকে হত্যা করা হয়েছে। অন্তত ১ লাখ ৪০ হাজার রোহিঙ্গা ঘর বাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে খোঁজে অজানা গন্তব্যে পাড়ি জমিয়েছে। জাতিসংঘের হিসেবে অন্তত ৮০ হাজার রোহিঙ্গা গত অক্টোবরের পর পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে।