ঢাকা ০৬:২১ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপিতে যোগ দিলেন সাবেক তথ্যমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ মব সৃষ্টি করে জনমত প্রভাবিত করার দিন এখন আর নেই: জামায়াত আমির সরকারি চাকরিজীবীদের বেতন হচ্ছে সর্বনিম্ন ২০,০০০ টাকা, সর্বোচ্চ ১,৬০,০০০ টাকা বাংলাদেশকে আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধের আবেদন খারিজ দিল্লি হাইকোর্টে সব সাইজ হয়ে যাবে, ঢাকায় কোনো সিট দেব না বলে জামায়াত প্রার্থী হুঙ্কার দিয়েছেন খালিদুজ্জামান ‘গুণ্ডামির কাছে আমরা মাথা নত করি না’: ইমানুয়েল মাক্রোঁ রাষ্ট্রপতিকে ক্ষমতা দেওয়া হলে প্রধানমন্ত্রী স্বৈরাচারী হতো না: উপদেষ্টা সাখাওয়াত জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজোর হত্যাকারীর যাবজ্জীবন কারাদণ্ড বাস্তবতা বিবেচনায় দেশে ১০ থেকে ১৫টি ব্যাংকই যথেষ্ট: আহসান হাবিব মনসুর সোনালী যুগের জনপ্রিয় অভিনেতা জাভেদ আর নেই

বিয়ে গোপন রেখে ‘মিস ইন্ডিয়া’র সঙ্গে প্রেম করেন নওয়াজ

আকাশ বিনোদন ডেস্ক: 

‘নওয়াজউদ্দিন একজন বিষাক্ত মানুষ’, এরকমই বিস্ফোরক মন্তব্য করেন এই অভিনেতার প্রাক্তন প্রেমিকা, অভিনেত্রী ও সাবেক ‘মিস ইন্ডিয়া’ নিহারিকা সিং। নওয়াজের বিরুদ্ধে #মিটু আন্দোলনে সরবও হন তিনি।

গ্রামের বাড়িতে স্ত্রীর কথা গোপন রেখে নওয়াজুদ্দিন সিদ্দিকী প্রেম করেছিলেন নিহারিকা সিংয়ের সঙ্গে। কয়েকমাস টিকে ছিল তাদের প্রেম। প্রথমে না জানলেও পরবর্তীতে ঘটনা ফাঁস হয়। এরপর সম্পর্ক থেকে বেরিয়ে যান নিহারিকা। পরবর্তীতে #মিটু আন্দোলনে নওয়াজুদ্দিনের বিরুদ্ধে সরব হয়েছিলেন এই অভিনেত্রী।

নওয়াজুদ্দিনের স্ত্রী আলিয়ার সঙ্গে যখন তার ঘর ভাঙার খবর বলিউডে সরগরম, তখন ফের তাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন নওয়াজের প্রাক্তন প্রেমিকা নিহারিকা সিং।

ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজকে নিহারিকা জানান, ‘মিস লাভলি’র শুটিংয়ের সময় আচমকা নওয়াজ একদিন তাকে মেসেজ করেন। নওয়াজের ফোন পেয়ে তিনি উলটে তাকে নিজের বাড়িতে আমন্ত্রণ জানান প্রাতঃরাশের জন্য। তার আমন্ত্রণ পেয়ে নওয়াজ যখন বাড়িতে আসেন, তখন অদ্ভুদ ব্যবহার করেন। দরজা খুলতেই নওয়াজ তাকে জাপটে ধরেন। কোনওভাবে নওয়াজের হাত থেকে নিজেকে রক্ষা করেছিলেন বলে দাবি করেন নিহারিকা সিং।

‘হঠাৎ করে সাফল্য পাওয়ার ফলে জ্ঞান হারিয়ে ফেলেছেন নওয়াজউদ্দিন। এ কারণেই তিনি মহিলাদের সঙ্গে ওই ধরণের ব্যবহার করেন’ বলে দাবি করেন প্রাক্তন মিস ইন্ডিয়া।

তার দাবি, ‘মিস লাভলি’র শ্যুটিংয়ের সময় নওয়াজ তাকে জানান, পরেশ রাওয়াল এবং মনোজ বাজপেয়ী যেমন অভিনেত্রীকে স্ত্রী হিসেবে পেয়েছেন, তারও ইচ্ছা ছিল কোনও অভিনেত্রীকেই বিয়ে করবেন কিংবা কোনও মিস ইন্ডিয়া তার বান্ধবী হবেন। নিহারিকাকে পেয়ে, তার সেই ইচ্ছা পূর্ণ হয়েছে।

নিহারিকাকে নিয়ে নওয়াজুদ্দিন তার আত্মজীবনীতে যেসব চিত্র আঁকেন, তার তীব্র সমালোচনা করেন এই অভিনেত্রী। তার দাবি এসবই মিথ্যা এবং কল্পনাপ্রসূত। অবশ্য পরবর্তীতে নওয়াজুদ্দিন তার আত্মজীবনী ‘অ্যান অর্ডিনারি লাইফ: অ্যা মেম্যোর’ বইটি তুলে নেন। কিন্তু সমালোচনা এখনও পিছু ছাড়েনি। তাই স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের এই মুহূর্তে পুরনো ঘটনাগুলো আবারও ঘুরে ফিরছে বিভিন্ন মাধ্যমে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্পেনে ট্রেন দুর্ঘটনায় অলৌকিকভাবে বেঁচে ফিরল ৬ বছরের এক শিশু

বিয়ে গোপন রেখে ‘মিস ইন্ডিয়া’র সঙ্গে প্রেম করেন নওয়াজ

আপডেট সময় ১০:২২:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২০

আকাশ বিনোদন ডেস্ক: 

‘নওয়াজউদ্দিন একজন বিষাক্ত মানুষ’, এরকমই বিস্ফোরক মন্তব্য করেন এই অভিনেতার প্রাক্তন প্রেমিকা, অভিনেত্রী ও সাবেক ‘মিস ইন্ডিয়া’ নিহারিকা সিং। নওয়াজের বিরুদ্ধে #মিটু আন্দোলনে সরবও হন তিনি।

গ্রামের বাড়িতে স্ত্রীর কথা গোপন রেখে নওয়াজুদ্দিন সিদ্দিকী প্রেম করেছিলেন নিহারিকা সিংয়ের সঙ্গে। কয়েকমাস টিকে ছিল তাদের প্রেম। প্রথমে না জানলেও পরবর্তীতে ঘটনা ফাঁস হয়। এরপর সম্পর্ক থেকে বেরিয়ে যান নিহারিকা। পরবর্তীতে #মিটু আন্দোলনে নওয়াজুদ্দিনের বিরুদ্ধে সরব হয়েছিলেন এই অভিনেত্রী।

নওয়াজুদ্দিনের স্ত্রী আলিয়ার সঙ্গে যখন তার ঘর ভাঙার খবর বলিউডে সরগরম, তখন ফের তাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন নওয়াজের প্রাক্তন প্রেমিকা নিহারিকা সিং।

ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজকে নিহারিকা জানান, ‘মিস লাভলি’র শুটিংয়ের সময় আচমকা নওয়াজ একদিন তাকে মেসেজ করেন। নওয়াজের ফোন পেয়ে তিনি উলটে তাকে নিজের বাড়িতে আমন্ত্রণ জানান প্রাতঃরাশের জন্য। তার আমন্ত্রণ পেয়ে নওয়াজ যখন বাড়িতে আসেন, তখন অদ্ভুদ ব্যবহার করেন। দরজা খুলতেই নওয়াজ তাকে জাপটে ধরেন। কোনওভাবে নওয়াজের হাত থেকে নিজেকে রক্ষা করেছিলেন বলে দাবি করেন নিহারিকা সিং।

‘হঠাৎ করে সাফল্য পাওয়ার ফলে জ্ঞান হারিয়ে ফেলেছেন নওয়াজউদ্দিন। এ কারণেই তিনি মহিলাদের সঙ্গে ওই ধরণের ব্যবহার করেন’ বলে দাবি করেন প্রাক্তন মিস ইন্ডিয়া।

তার দাবি, ‘মিস লাভলি’র শ্যুটিংয়ের সময় নওয়াজ তাকে জানান, পরেশ রাওয়াল এবং মনোজ বাজপেয়ী যেমন অভিনেত্রীকে স্ত্রী হিসেবে পেয়েছেন, তারও ইচ্ছা ছিল কোনও অভিনেত্রীকেই বিয়ে করবেন কিংবা কোনও মিস ইন্ডিয়া তার বান্ধবী হবেন। নিহারিকাকে পেয়ে, তার সেই ইচ্ছা পূর্ণ হয়েছে।

নিহারিকাকে নিয়ে নওয়াজুদ্দিন তার আত্মজীবনীতে যেসব চিত্র আঁকেন, তার তীব্র সমালোচনা করেন এই অভিনেত্রী। তার দাবি এসবই মিথ্যা এবং কল্পনাপ্রসূত। অবশ্য পরবর্তীতে নওয়াজুদ্দিন তার আত্মজীবনী ‘অ্যান অর্ডিনারি লাইফ: অ্যা মেম্যোর’ বইটি তুলে নেন। কিন্তু সমালোচনা এখনও পিছু ছাড়েনি। তাই স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের এই মুহূর্তে পুরনো ঘটনাগুলো আবারও ঘুরে ফিরছে বিভিন্ন মাধ্যমে।