আকাশ জাতীয় ডেস্ক:
রাজধানীর বনানী টিএন্ডটি বটতলা এলাকায় র্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ন (র্যাব-১) সদস্যদের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জলিল (৪৫) নামের এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন।
শুক্রবার (১৫ মে) ভোরে একদল মাদক ব্যবসায়ীর সঙ্গে র্যাব সদস্যদের গুলি বিনিময়কালে তিনি নিহত হন। এ সময় র্যাবের একজন সদস্য আহত হয়েছেন।
র্যাব-১ এর স্কোয়াড কমান্ডার (সিপিসি-১) এএসপি মো. কামরুজ্জামান জানান, বনানী থানাধীন টিএন্ডটি বটতলা এলাকায় মাদক ব্যবসয়ীরা অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালনো হয়। এসময় মাদক ব্যবসায়ীদের একটি দল র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে গুলি ছুড়তে শুরু করে। র্যাব সদস্যরাও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়লে সবাই পালিয়ে গেলেও ঘটনাস্থলে গুলবিদ্ধ অবস্থায় মাদক ব্যবসায়ী জলিলকে পড়ে থাকতে দেখা যায়। পরে গুলিবিদ্ধ জলিলকে হাসপাতালে নেওয়ার পর মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
এএসপি কামরুজ্জামান বলেন, ঘটনাস্থল থেকে দুটি বিদেশি পিস্তল, গুলি ও বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 




















