ঢাকা ০৮:২১ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন কিউবার প্রেসিডেন্ট বনশ্রীতে স্কুলছাত্রী খুন,পুলিশের সন্দেহের তালিকায় পলাতক রেস্তোরাঁ কর্মী স্বৈরাচারের লোকেরা নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করবে: ড. মুহাম্মদ ইউনূস গাজীপুরে নবজাতকের লাশ নিয়ে কুকুরের টানাহ্যাঁচড়া, উদ্ধার করল পুলিশ ধর্মকে পুঁজি করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, ধোঁকা দেওয়া হচ্ছে : খায়রুল কবির খোকন দলে বড় নাম থাকলেও জেতার জন্য সবাইকে আরও দায়িত্ব নিতে হবে: সোহান ২৫ জন বাংলাদেশিকে ক্ষমা করল আমিরাত দেশের ভবিষ্যত গড়ার জন্য গণভোটে ‘হ্যাঁ’ জয় নিশ্চিত করতে হবে : চরমোনাই পীর ব্যালটবাক্স ভরে কোনো নির্দিষ্ট প্রতীকের জয়ের সুযোগ নেই: রুমিন ফারহানা এইচএসসি পাসে নিউরো মেডিসিন বিশেষজ্ঞ , রোগী দেখেন দুই জেলায়

ফেনীতে টেলিমেডিসিন সেবা চালু করেছেন নাসিম চৌধুরী

আকাশ জাতীয় ডেস্ক: 

করোনা ভাইরাস সংকটজনিত পরিস্থিতিতে জরুরি চিকিৎসাসেবা প্রদানের লক্ষ্যে ফেনীতে টেলিমেডিসিন চিকিৎসা সেবা চালু করছেন প্রধানমন্ত্রীর সাবেক প্রটোকল অফিসার ও ফেনী ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম। তার বাবা সালেহ উদ্দিন চৌধুরী ও মা হোসনে আরা চৌধুরীর নামে প্রতিষ্ঠিত ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় প্রতিদিন সকাল ও রাতে সেবা দিতে অভিজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে একটি টিম করা হয়েছে।

শনিবার (০২ মে) বিকেলে এ কার্যক্রমের উদ্বোধন করেন ফেনী-০২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী।

উদ্বোধনের মধ্য দিয়ে হটলাইনে (০১৮৪৪৫৪৫৫৬৩) ফোন করে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ এবং ব্যবস্থাপত্র পাওয়া যাবে।

বিকেলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে টেলিমেডিসিন সেবা কার্যক্রম শুরু হয়। প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা ও রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত কল করলেই সেবা মিলবে।

চিকিৎসক টিমে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল কলেজ বিশ্ববিদ্যালয়ের কার্ডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. জাহানারা আরজু, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের (অর্থপেডিক) সার্জারি বিভাগের ডা. সাইফুদ্দিন আহমেদ, জেনারেল সার্জারি বিভাগের ডা. মুলকিত রায়, মেট্রোপলিটন হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. রায়হান জান্নাত, মেডিক্যাল সেন্টারের মেডিক্যাল অফিসার ডা. ইনজামাম উল হক, সার্জারি বিভাগের প্রশিক্ষণার্থী ডা. মারজাতুজ জোহরা নির্ধারিত সময়ে হটলাইনে সংযুক্ত থাকবেন।

সালেহ উদ্দিন চৌধুরী ও হোসনে আরা চৌধুরী ফাউন্ডেশনের সদস্য সচিব জালাল উদ্দিন আহমেদ চৌধুরী পাপ্পু বলেন, করোনা পরিস্থিতিতে সরকারের নির্দেশনা অনুযায়ী মানুষ ঘরে থেকে চিকিৎসা সেবা গ্রহণ করতে পারবেন। সম্পূর্ণ বিনামূল্যে মানুষের দৌরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া হবে।

হটলাইন সেবা বাস্তবায়নের দায়িত্বে থাকা পরশুরাম পৌরসভার মেয়র নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেল বলেন, চিকিৎসক এবং সেবাপ্রার্থীদের নিরাপদ রেখে চিকিৎসাসেবা নিশ্চিত করতেই সালেহ উদ্দিন চৌধুরী ও হোসনে আরা চৌধুরী ফাউন্ডেশনের পক্ষ থেকে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এজন্য তিনি ফাউন্ডেশনের কর্ণধার আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

এ বিষয়ে জানতে চাইলে সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেন বলেন, বেসরকারিভাবে টেলিমেডিসিন সেবা চালুর এ উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। যে কেউ নির্দিষ্ট নম্বরে কল দিয়ে সেবা নিতে পারবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন কিউবার প্রেসিডেন্ট

ফেনীতে টেলিমেডিসিন সেবা চালু করেছেন নাসিম চৌধুরী

আপডেট সময় ০৭:২৪:১০ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২০

আকাশ জাতীয় ডেস্ক: 

করোনা ভাইরাস সংকটজনিত পরিস্থিতিতে জরুরি চিকিৎসাসেবা প্রদানের লক্ষ্যে ফেনীতে টেলিমেডিসিন চিকিৎসা সেবা চালু করছেন প্রধানমন্ত্রীর সাবেক প্রটোকল অফিসার ও ফেনী ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম। তার বাবা সালেহ উদ্দিন চৌধুরী ও মা হোসনে আরা চৌধুরীর নামে প্রতিষ্ঠিত ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় প্রতিদিন সকাল ও রাতে সেবা দিতে অভিজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে একটি টিম করা হয়েছে।

শনিবার (০২ মে) বিকেলে এ কার্যক্রমের উদ্বোধন করেন ফেনী-০২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী।

উদ্বোধনের মধ্য দিয়ে হটলাইনে (০১৮৪৪৫৪৫৫৬৩) ফোন করে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ এবং ব্যবস্থাপত্র পাওয়া যাবে।

বিকেলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে টেলিমেডিসিন সেবা কার্যক্রম শুরু হয়। প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা ও রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত কল করলেই সেবা মিলবে।

চিকিৎসক টিমে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল কলেজ বিশ্ববিদ্যালয়ের কার্ডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. জাহানারা আরজু, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের (অর্থপেডিক) সার্জারি বিভাগের ডা. সাইফুদ্দিন আহমেদ, জেনারেল সার্জারি বিভাগের ডা. মুলকিত রায়, মেট্রোপলিটন হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. রায়হান জান্নাত, মেডিক্যাল সেন্টারের মেডিক্যাল অফিসার ডা. ইনজামাম উল হক, সার্জারি বিভাগের প্রশিক্ষণার্থী ডা. মারজাতুজ জোহরা নির্ধারিত সময়ে হটলাইনে সংযুক্ত থাকবেন।

সালেহ উদ্দিন চৌধুরী ও হোসনে আরা চৌধুরী ফাউন্ডেশনের সদস্য সচিব জালাল উদ্দিন আহমেদ চৌধুরী পাপ্পু বলেন, করোনা পরিস্থিতিতে সরকারের নির্দেশনা অনুযায়ী মানুষ ঘরে থেকে চিকিৎসা সেবা গ্রহণ করতে পারবেন। সম্পূর্ণ বিনামূল্যে মানুষের দৌরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া হবে।

হটলাইন সেবা বাস্তবায়নের দায়িত্বে থাকা পরশুরাম পৌরসভার মেয়র নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেল বলেন, চিকিৎসক এবং সেবাপ্রার্থীদের নিরাপদ রেখে চিকিৎসাসেবা নিশ্চিত করতেই সালেহ উদ্দিন চৌধুরী ও হোসনে আরা চৌধুরী ফাউন্ডেশনের পক্ষ থেকে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এজন্য তিনি ফাউন্ডেশনের কর্ণধার আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

এ বিষয়ে জানতে চাইলে সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেন বলেন, বেসরকারিভাবে টেলিমেডিসিন সেবা চালুর এ উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। যে কেউ নির্দিষ্ট নম্বরে কল দিয়ে সেবা নিতে পারবে।