ঢাকা ০১:৫২ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন কিউবার প্রেসিডেন্ট বনশ্রীতে স্কুলছাত্রী খুন,পুলিশের সন্দেহের তালিকায় পলাতক রেস্তোরাঁ কর্মী স্বৈরাচারের লোকেরা নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করবে: ড. মুহাম্মদ ইউনূস গাজীপুরে নবজাতকের লাশ নিয়ে কুকুরের টানাহ্যাঁচড়া, উদ্ধার করল পুলিশ ধর্মকে পুঁজি করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, ধোঁকা দেওয়া হচ্ছে : খায়রুল কবির খোকন দলে বড় নাম থাকলেও জেতার জন্য সবাইকে আরও দায়িত্ব নিতে হবে: সোহান ২৫ জন বাংলাদেশিকে ক্ষমা করল আমিরাত দেশের ভবিষ্যত গড়ার জন্য গণভোটে ‘হ্যাঁ’ জয় নিশ্চিত করতে হবে : চরমোনাই পীর ব্যালটবাক্স ভরে কোনো নির্দিষ্ট প্রতীকের জয়ের সুযোগ নেই: রুমিন ফারহানা এইচএসসি পাসে নিউরো মেডিসিন বিশেষজ্ঞ , রোগী দেখেন দুই জেলায়

কারখানা লে-অফ ও শ্রমিক ছাঁটাই করা যাবে না: শ্রম প্রতিমন্ত্রী

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান

আকাশ জাতীয় ডেস্ক:

করোনা পরিস্থিতির মধ্যে কারখানা লে-অফ ও কোনো শ্রমিক ছাঁটাই করা যাবে না বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান। শিল্প উদ্যোক্তাদের উদ্দেশে তিনি বলেছেন, করোনা পরিস্থিতির মধ্যে কোনো শ্রমিককে ছাঁটাই করা যাবে না। কোনো কারখানা লে-অফ করা যাবে না।

রাজধানীর বিজয়নগরের শ্রম ভবনে আজ শনিবার সরকার, মালিক ও শ্রমিকপক্ষের ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের (টিসিসি) ৬৪তম সভায় এসব কথা বলেন প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান। একই সঙ্গে তিনি ঈদের আগেই শ্রমিকদের বোনাস পরিশোধ করতে শিল্প উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান। শ্রম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

অবশ্য করোনার সংক্রমণ প্রতিরোধে সরকার ঘোষিত ছুটি শুরু হওয়ার পরপরই পোশাক কারখানার অনেক মালিক কারখানা লে-অফ করেন। পরবর্তী সময়ে ছুটি বৃদ্ধি পেলে কারখানা লে-অফের সংখ্যাও বাড়তে থাকে। পোশাক কারখানার মালিকদের দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমই্এর নেতারা ইতিমধ্যে জানিয়েছেন, প্রায় ৯০ শতাংশ কারখানা লে-অফ করেছে। অন্যদিকে বেশ কয়েক হাজার শ্রমিক ছাঁটাইয়ের শিকার হয়েছেন বলে দাবি করেছে একাধিক শ্রমিক সংগঠন।

কারখানা চালু করার বিষয়ে শ্রম প্রতিমন্ত্রী বলেন, অর্থনীতির গতি সচল রাখতে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। সে অনুযায়ী শিল্পমালিকেরা কারখানা চালু করতে চাইলে অবশ্যই কঠোরভাবে স্বাস্থ্য বিধিমালা প্রতিপালন করতে হবে। এ ক্ষেত্রে শিল্প পুলিশ, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর (ডিআইএফই) এবং স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে সমন্বয় করে ব্যবস্থা গ্রহণ করতে হবে।

করোনার এই সময়ে শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতের ওপর গুরুত্বারোপ করে বেগম মন্নুজান সুফিয়ান বলেন, কারখানা চালু রাখার ক্ষেত্রে শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি আগে দেখতে হবে।

সভায় উপস্থিত ছিলেন শ্রমসচিব কে এম আলী আজম, ডিআইএফইর মহাপরিদর্শক শিবনাথ রায়, শ্রম অধিদপ্তরের মহাপরিচালক এ কে এম মিজানুর রহমান ও জাতীয় শ্রমিক লীগের সভাপতি ফজলুল হক।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় অংশ নেন বাংলাদেশ এমপ্লয়্যার্স ফেডারেশনের সভাপতি কামরান টি রহমান, পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি রুবানা হক, বিকেএমইএর প্রথম সহসভাপতি মোহাম্মদ হাতেম, বাংলাদেশে চা সংসদের চেয়ারম্যান শাহ আলম, গ্রামীণফোনের প্রধান মানবসম্পদ কর্মকর্তা তানভির হোসাইন, বাংলাদেশ জাতীয় শ্রমিক জোটের সভাপতি শিরিন আখতার, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক ওয়াজেদুল ইসলাম খান, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি মো. আনোয়ার হোসেন, বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সভাপতি রাজেকুজ্জামান রতন প্রমুখ। সভা সঞ্চালনা করেন শ্রম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রেজাউল হক।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন কিউবার প্রেসিডেন্ট

কারখানা লে-অফ ও শ্রমিক ছাঁটাই করা যাবে না: শ্রম প্রতিমন্ত্রী

আপডেট সময় ১০:২৪:১১ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২০

আকাশ জাতীয় ডেস্ক:

করোনা পরিস্থিতির মধ্যে কারখানা লে-অফ ও কোনো শ্রমিক ছাঁটাই করা যাবে না বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান। শিল্প উদ্যোক্তাদের উদ্দেশে তিনি বলেছেন, করোনা পরিস্থিতির মধ্যে কোনো শ্রমিককে ছাঁটাই করা যাবে না। কোনো কারখানা লে-অফ করা যাবে না।

রাজধানীর বিজয়নগরের শ্রম ভবনে আজ শনিবার সরকার, মালিক ও শ্রমিকপক্ষের ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের (টিসিসি) ৬৪তম সভায় এসব কথা বলেন প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান। একই সঙ্গে তিনি ঈদের আগেই শ্রমিকদের বোনাস পরিশোধ করতে শিল্প উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান। শ্রম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

অবশ্য করোনার সংক্রমণ প্রতিরোধে সরকার ঘোষিত ছুটি শুরু হওয়ার পরপরই পোশাক কারখানার অনেক মালিক কারখানা লে-অফ করেন। পরবর্তী সময়ে ছুটি বৃদ্ধি পেলে কারখানা লে-অফের সংখ্যাও বাড়তে থাকে। পোশাক কারখানার মালিকদের দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমই্এর নেতারা ইতিমধ্যে জানিয়েছেন, প্রায় ৯০ শতাংশ কারখানা লে-অফ করেছে। অন্যদিকে বেশ কয়েক হাজার শ্রমিক ছাঁটাইয়ের শিকার হয়েছেন বলে দাবি করেছে একাধিক শ্রমিক সংগঠন।

কারখানা চালু করার বিষয়ে শ্রম প্রতিমন্ত্রী বলেন, অর্থনীতির গতি সচল রাখতে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। সে অনুযায়ী শিল্পমালিকেরা কারখানা চালু করতে চাইলে অবশ্যই কঠোরভাবে স্বাস্থ্য বিধিমালা প্রতিপালন করতে হবে। এ ক্ষেত্রে শিল্প পুলিশ, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর (ডিআইএফই) এবং স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে সমন্বয় করে ব্যবস্থা গ্রহণ করতে হবে।

করোনার এই সময়ে শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতের ওপর গুরুত্বারোপ করে বেগম মন্নুজান সুফিয়ান বলেন, কারখানা চালু রাখার ক্ষেত্রে শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি আগে দেখতে হবে।

সভায় উপস্থিত ছিলেন শ্রমসচিব কে এম আলী আজম, ডিআইএফইর মহাপরিদর্শক শিবনাথ রায়, শ্রম অধিদপ্তরের মহাপরিচালক এ কে এম মিজানুর রহমান ও জাতীয় শ্রমিক লীগের সভাপতি ফজলুল হক।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় অংশ নেন বাংলাদেশ এমপ্লয়্যার্স ফেডারেশনের সভাপতি কামরান টি রহমান, পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি রুবানা হক, বিকেএমইএর প্রথম সহসভাপতি মোহাম্মদ হাতেম, বাংলাদেশে চা সংসদের চেয়ারম্যান শাহ আলম, গ্রামীণফোনের প্রধান মানবসম্পদ কর্মকর্তা তানভির হোসাইন, বাংলাদেশ জাতীয় শ্রমিক জোটের সভাপতি শিরিন আখতার, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক ওয়াজেদুল ইসলাম খান, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি মো. আনোয়ার হোসেন, বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সভাপতি রাজেকুজ্জামান রতন প্রমুখ। সভা সঞ্চালনা করেন শ্রম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রেজাউল হক।