আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
করোনা ভাইরাসের মহামারি থেকে ইসরাইলকে বাঁচাতে অভিনব এক ‘চুরি’র আশ্রয় নিয়েছে মোসাদ। উপসাগরীয় কিছু দেশ যেগুলোর সঙ্গে ইসরায়েলের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই সেসব দেশ থেকেই মোসাদ করোনা ভাইরাস থেকে সুরক্ষা পাওয়ার প্রয়োজনীয় সরঞ্জামগুলো সংগ্রহ করেছে। খবর আল জাজিরার।
করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য সবচেয়ে প্রয়োজনীয় মেডিকেল সরঞ্জাম বিভিন্ন দেশ থেকে চুরি অথবা জোর খাটিয়ে ইসরায়েলে নিয়েছিলেন দেশটির দুর্ধর্ষ গোয়েন্দা সংস্থা মোসাদ। এবার আবারও একই ধরণের কাজ করেছে কুখ্যাত এই সংস্থাটি। হাহাকারের এই সময়ে বেশি দাম দিয়ে হোক কিংবা প্রতারণার মাধ্যমেই হোক- অন্য দেশের কাছ থেকে ছিনিয়ে মেডিকেল সরঞ্জাম নিয়েছে মোসাদ।
জানা গেছে, মোসাদ ইসরায়েলে আরো বিপুল পরিমাণ করোনভাইরাস সরঞ্জাম সরবরাহ করেছে। নতুন সরবরাহ করা এসব সরঞ্জামের মধ্যে রয়েছে, পিসিআর কিটসসহ আরও এক হাজার করোনাভাইরাস পরীক্ষার সরঞ্জাম। এছাড়া আরো রয়েছে, ভেন্টিলেটর, হ্যান্ড স্যানিটাইজিং জেল তৈরির ফ্লাস্ক, দক্ষিণ কোরিয়ার রিএজেন্টস, টেস্ট করার জন্য ব্যবহৃত একটি মেডিকেল পণ্য এবং ভারত থেকে এইচআইভি ওষুধ যা বর্তমানে করোনভাইরাস রোগীদের পরীক্ষামূলক চিকিৎসা হিসাবে ব্যবহৃত হচ্ছে।
মোসাদ ৪৭টি ভিন্ন ভিন্ন ওষুধ এবং অ্যানেসথেটিকস কেনার বা অন্য যে কোন উপায়ে অর্জন করার বিষয়ে কাজ করছে। বর্তমানে ইসরায়েলে এই ওষুদ ও সরঞ্জামগুলোর অভাব রয়েছে বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। মোসাদকে বিদেশ থেকে চিকিৎসা সরঞ্জাম সংগ্রহ করার দায়িত্ব দিয়েছে ইসরায়েল। মোসাদ পরিচালক ইয়োসি কোহেন জাতীয় সুরক্ষা ইউনিট এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে একটি বিশেষ কমান্ড কেন্দ্রের প্রধান। এই সংস্থাটি এখন পর্যন্ত বিপুল পরিমাণে ভেন্টিলেটর, ১০ লাখ এন-৯৫ মাস্কসহ এক কোটিরও বেশি মেডিক্যাল সরঞ্জাম ইসরায়েলে নিয়েছে।
সূত্র : জেরুজালেম পোস্ট।
আকাশ নিউজ ডেস্ক 



















