ঢাকা ০২:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সপরিবারে ক্লিনিক মালিক করোনায় আক্রান্ত

আকাশ জাতীয় ডেস্ক:

নারায়ণগঞ্জ বেসরকারি ক্লিনিক মালিক সমিতির সভাপতি এবং বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) নারায়ণগঞ্জ জেলার সাবেক সভাপতি ডা. শাহনেওয়াজ চৌধুরী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

তিনি একাই নন; মহামারীতে আক্রান্ত হয়েছেন তার স্ত্রী, ছোট মেয়ে ডা. ইসক্লেরা, জামাতা ডা. মুন্নাও ।

এছাড়া তার ক্লিনিকের (পলি ক্লিনিক) বেশ কয়েকজন নার্স ও অফিস সহকারীর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ডা. শাহনেওয়াজ চৌধুরী নিজেই।

তিনি জানিয়েছেন, আমি, আমার মেয়ে, জামাতাসহ আমার ক্লিনিকের বেশ কয়েকজন নার্স ও এসিস্ট্যান্ট করোনায় আক্রান্ত হয়েছে। তাদের ঢাকার কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাচ্ছি।

করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা দিতে গিয়ে তারা সবাই আক্রান্ত হয়ে থাকতে পারেন বলে ধারণা করছেন তিনি।

এদিকে রোববার পর্যন্ত প্রাপ্ত তথ্যানুযায়ী, করোনাভাইরাস সংক্রমণের রেডজোন নারায়ণগঞ্জে আক্রান্তের সংখ্যা ১০০ ছাড়িয়েছে।

সরকারি হিসাবে গত ২৪ ঘন্টায় নারায়ণগঞ্জে নতুন করে আক্রান্ত হয়েছেন ২৪ জন।

সব মিলিয়ে এ পর্যন্ত নারায়ণগঞ্জে করোনায় মোট আক্রান্ত হয়েছে ১০৭ জন। মারা গেছেন ৯ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ জন।

আক্রান্তের সংখ্যায় ঢাকা মহানগরীর পরই নারায়ণগঞ্জের অবস্থান। রোববার পর্যন্ত প্রাপ্ত মোট আক্রান্তের ১৭.২২ শতাংশ নারায়ণগঞ্জের।

প্রসঙ্গত, রোববার জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) তথ্যানুযায়ী, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন করে শনাক্ত হয়েছেন আরও ১৩৯ জন। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যু হলো ৩৪ জনের। আর মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৬২১ জনে। সুস্থ হয়েছেন ৩ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ৩৯ জন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পোস্টাল ভোটে অনিয়ম করলে প্রবাসীদের দেশে ফেরত আনার হুঁশিয়ারি ইসির

সপরিবারে ক্লিনিক মালিক করোনায় আক্রান্ত

আপডেট সময় ০১:০৫:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২০

আকাশ জাতীয় ডেস্ক:

নারায়ণগঞ্জ বেসরকারি ক্লিনিক মালিক সমিতির সভাপতি এবং বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) নারায়ণগঞ্জ জেলার সাবেক সভাপতি ডা. শাহনেওয়াজ চৌধুরী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

তিনি একাই নন; মহামারীতে আক্রান্ত হয়েছেন তার স্ত্রী, ছোট মেয়ে ডা. ইসক্লেরা, জামাতা ডা. মুন্নাও ।

এছাড়া তার ক্লিনিকের (পলি ক্লিনিক) বেশ কয়েকজন নার্স ও অফিস সহকারীর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ডা. শাহনেওয়াজ চৌধুরী নিজেই।

তিনি জানিয়েছেন, আমি, আমার মেয়ে, জামাতাসহ আমার ক্লিনিকের বেশ কয়েকজন নার্স ও এসিস্ট্যান্ট করোনায় আক্রান্ত হয়েছে। তাদের ঢাকার কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাচ্ছি।

করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা দিতে গিয়ে তারা সবাই আক্রান্ত হয়ে থাকতে পারেন বলে ধারণা করছেন তিনি।

এদিকে রোববার পর্যন্ত প্রাপ্ত তথ্যানুযায়ী, করোনাভাইরাস সংক্রমণের রেডজোন নারায়ণগঞ্জে আক্রান্তের সংখ্যা ১০০ ছাড়িয়েছে।

সরকারি হিসাবে গত ২৪ ঘন্টায় নারায়ণগঞ্জে নতুন করে আক্রান্ত হয়েছেন ২৪ জন।

সব মিলিয়ে এ পর্যন্ত নারায়ণগঞ্জে করোনায় মোট আক্রান্ত হয়েছে ১০৭ জন। মারা গেছেন ৯ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ জন।

আক্রান্তের সংখ্যায় ঢাকা মহানগরীর পরই নারায়ণগঞ্জের অবস্থান। রোববার পর্যন্ত প্রাপ্ত মোট আক্রান্তের ১৭.২২ শতাংশ নারায়ণগঞ্জের।

প্রসঙ্গত, রোববার জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) তথ্যানুযায়ী, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন করে শনাক্ত হয়েছেন আরও ১৩৯ জন। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যু হলো ৩৪ জনের। আর মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৬২১ জনে। সুস্থ হয়েছেন ৩ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ৩৯ জন।