অাকাশ জাতীয় ডেস্ক:
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপি-জামায়াতের পেট্রোল বোমা হামলার শিকার ছয়টি পরিবারের মাঝে ৩০ লাখ টাকার আর্থিক সহায়তা দিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব ইহসানুল করিম জানান, আজ সকালে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে এই চেক বিতরণ করা হয়।
তিনি বিএনপি-জামায়াত জোটের আন্দোলনের নামে দেশব্যাপী নৈরাজ্যকর পরিস্থিতি ও পেট্রোল বোমা হামলায় নিহত ও গুরুতরভাবে আহত ছয় জনের পরিবারের সদস্যদের মাঝে এই সহায়তা চেক বিতরণ করেন।
সহায়তা প্রাপ্তরা হলেন, কুমিল্লা সদর দক্ষিণের নিহত মো. শামসুল হকের স্ত্রী মোসাম্মৎ শামসুন নাহার, কক্সবাজারের চকরিয়ার মো. ইউসুফের স্ত্রী ফরিদা বেগম, একই উপলোর মোহাম্মদ সাইদ আহমেদের স্ত্রী সালমা বেগম, রাশিদুল ইসলামের স্ত্রী সুমি আক্তার, মো. রাশেদুল ইসলামের পিতা আব্দুল্লা আল ইউসুফ রাফি এবং মো. রশিদুল ইসলামের পিতা আব্দুল্লা আল সুয়াইম রাহাত।
আকাশ নিউজ ডেস্ক 




















