আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আত্মহত্যা করেছেন ফরাসি লিগ ওয়ানের ক্লাব রেইমসের চিকিৎসক বের্নাদ গঞ্জালেস। করোনায় আক্রান্ত এই ডাক্তারের চিকিৎসা চলছিল।
রেইমসের মেয়র আর্নাউদ রোবিনেত জানান, ৬০ বছর বয়সী গঞ্জালেসের আত্মহত্যার খবর শুনেছি। সে ক্লাবের হয়ে গত ২০ বছর ধরে কাজ করেছে।
আত্মহত্যার আগে ডাক্তার গঞ্জালেস একটি নোট রেখে গেছেন, যেখানে তিনি লিখেছেন কোভিড-১৯ রোগে আক্রান্ত। দুইদিন আগেও তিনি ভালো অবস্থায় ছিলেন।
এ দিকে রেইমসের ক্লাব প্রেসিডেন্ট জেন-পিয়েরে সায়লট বের্নাদ গঞ্জালেসের এমন খবরে স্তব্ধ। এই মহামারী রেইমসের হৃদয়ে আঘাত করেছে। একজন সেরা ব্যক্তিত্ব ও স্পোর্টসের সেরা পেশাদারিকে আমরা হারালাম।
করোনা ভাইরাসে ফ্রান্সে এখন পর্যন্ত আট হাজারের বেশি মানুষ মারা গেছে।
আকাশ নিউজ ডেস্ক 



















