ঢাকা ০৫:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ১৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্বাচন সুষ্ঠু হওয়া উচিত, এতেই সবার মঙ্গল: মান্না প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে নিয়ে নাসীরুদ্দীনের ক্রমাগত মিথ্যাচার ভাইরাল হওয়ার কৌশল: মাহদী আমিন আমাদের ব্যবহার করতে চেয়েছিল, বের হয়েছি ইসলামের কল্যাণে: রেজাউল করীম ‘যারা দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছে, তারা বেঈমান’:আজহারুল ইসলাম ১২ ফেব্রুয়ারি রাজনীতির চেহারা পাল্টে দিতে পারে: রুমিন ফারহানা তারেক রহমানের ওপর বিশ্বাসে করে দেখেন ইনশাআল্লাহ বাংলাদেশ ঠকবে না: পার্থ নির্বাচনে দায়িত্বে থাকা কর্মকর্তারা গণভোটের পক্ষে–বিপক্ষে যাবেন না: ইসি আনোয়ারুল রাষ্ট্র পরিচালানার জন্য অভিজ্ঞতার দরকার আছে: নজরুল ইসলাম একটি দল ‘স্বৈরাচারী ভাষায়’ বিএনপির বিরুদ্ধে মিথ্যাচার করছে: তারেক রহমান নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে: আইজিপি

আ.লীগ নানা ফন্দিতে আজীবন ক্ষমতায় থাকার প্রকল্প হাতে নিয়েছে: খসরু

আকাশ জাতীয় ডেস্ক:

আওয়ামী লীগ নানা ফন্দিতে আজীবন ক্ষমতায় থাকার প্রকল্প হাতে নিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সোমবার বিকালে সিলেট জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

আমির খসরু বলেন, ‘ক্ষমতায় টিকে থাকতে স্বৈরাচারী সরকারের মতো গুম-খুন আর নৈরাজ্য চালানো হচ্ছে দেশজুড়ে। বিএনপি নেতাদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে ক্ষমতায় টিকে থাকার প্রকল্পকে পাকাপোক্ত করছে তারা।’

আ.লীগের চেয়ে দুর্বল দল বাংলাদেশে নেই মন্তব্য করে আমির খসরু বলেন, ‘তারা জনগনকে ভয় পায়। মানুষের রায়ে আস্থা নেই তাদের। ভোটের নামে প্রহসন করে তাই রাতে ও ভোটের দিনে বাক্স ভরে ক্ষমতায় গেছে।’

বিএনপি স্থায়ী কমিটির সদস্য বলেন, ‘বিএনপি গণতন্ত্র থেকে সরে দাঁড়ায়নি। দেশের মালিক জনগণ আর মানুষের মালিকানা ফিরিয়ে দিতে চায় জাতীয় ঐক্যফ্রণ্ট। মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে।’

আমির খসরু বলেন,‘আওয়ামী লীগের মন্ত্রীরা বিদেশি চাপে বারবার খালেদার প্যারেল মুক্তির বিষয়টি বলছেন। বিএনপি চাইলে বিষয়টি বিবেচনা করবেন তারা। কিন্তু আমরা তো খালেদা জিয়ার প্যারোলে মুক্তি চাইনি। কেন বারবার তারা একথা বলছেন। এতেই স্পষ্ট হচ্ছে খালেদা জিয়াকে অন্যায়ভাবে কারাগারে রাখা হয়েছে। এখন বিদেশি চাপে প্যারোলে মুক্তির কথা বলছেন।’

অনুষ্ঠানে নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, ‘দেশে প্রহসনের ভোট হয়েছে। সরকার এখন দুর্নীতিতে লিপ্ত। রুখে দাঁড়ানোর সময় এখনো আছে, তাই মানুষকে জাগিয়ে তুলতে হবে।’ পদ্মা সেতু নির্মানে দুর্নীতি হচ্ছে বলেও দাবি করেন মান্না।

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন- বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা, কেন্দ্রীয় বিএনপির সদস্য ও সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন মিলন, শফি আহমদ চৌধুরী, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নির্বাচন সুষ্ঠু হওয়া উচিত, এতেই সবার মঙ্গল: মান্না

আ.লীগ নানা ফন্দিতে আজীবন ক্ষমতায় থাকার প্রকল্প হাতে নিয়েছে: খসরু

আপডেট সময় ১০:০১:০৩ অপরাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০১৯

আকাশ জাতীয় ডেস্ক:

আওয়ামী লীগ নানা ফন্দিতে আজীবন ক্ষমতায় থাকার প্রকল্প হাতে নিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সোমবার বিকালে সিলেট জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

আমির খসরু বলেন, ‘ক্ষমতায় টিকে থাকতে স্বৈরাচারী সরকারের মতো গুম-খুন আর নৈরাজ্য চালানো হচ্ছে দেশজুড়ে। বিএনপি নেতাদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে ক্ষমতায় টিকে থাকার প্রকল্পকে পাকাপোক্ত করছে তারা।’

আ.লীগের চেয়ে দুর্বল দল বাংলাদেশে নেই মন্তব্য করে আমির খসরু বলেন, ‘তারা জনগনকে ভয় পায়। মানুষের রায়ে আস্থা নেই তাদের। ভোটের নামে প্রহসন করে তাই রাতে ও ভোটের দিনে বাক্স ভরে ক্ষমতায় গেছে।’

বিএনপি স্থায়ী কমিটির সদস্য বলেন, ‘বিএনপি গণতন্ত্র থেকে সরে দাঁড়ায়নি। দেশের মালিক জনগণ আর মানুষের মালিকানা ফিরিয়ে দিতে চায় জাতীয় ঐক্যফ্রণ্ট। মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে।’

আমির খসরু বলেন,‘আওয়ামী লীগের মন্ত্রীরা বিদেশি চাপে বারবার খালেদার প্যারেল মুক্তির বিষয়টি বলছেন। বিএনপি চাইলে বিষয়টি বিবেচনা করবেন তারা। কিন্তু আমরা তো খালেদা জিয়ার প্যারোলে মুক্তি চাইনি। কেন বারবার তারা একথা বলছেন। এতেই স্পষ্ট হচ্ছে খালেদা জিয়াকে অন্যায়ভাবে কারাগারে রাখা হয়েছে। এখন বিদেশি চাপে প্যারোলে মুক্তির কথা বলছেন।’

অনুষ্ঠানে নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, ‘দেশে প্রহসনের ভোট হয়েছে। সরকার এখন দুর্নীতিতে লিপ্ত। রুখে দাঁড়ানোর সময় এখনো আছে, তাই মানুষকে জাগিয়ে তুলতে হবে।’ পদ্মা সেতু নির্মানে দুর্নীতি হচ্ছে বলেও দাবি করেন মান্না।

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন- বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা, কেন্দ্রীয় বিএনপির সদস্য ও সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন মিলন, শফি আহমদ চৌধুরী, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ প্রমুখ।