ঢাকা ১১:২০ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘ধর্মের নামে ব্যবসা করে যারা নির্বাচনে জিততে চায়, তারা এ দেশে আর কখনো গ্রহণযোগ্যতা পাবে না’:ফারুক পার্থকে ছেড়ে দিলেন বিএনপির প্রার্থী গোলাম নবী গণহত্যার বিচারে ধরনের কম্প্রোমাইজ নয়: প্রসিকিউটর তামিম স্ত্রীর কোনো স্বর্ণ নেই, তাহেরির আছে ৩১ ভরি স্বর্ণ নির্বাচনে ভোট ডাকাতি যেন আর কখনো না ঘটে, সে ব্যবস্থা করতে হবে : প্রধান উপদেষ্টা ইরানে অর্ধশতাধিক মসজিদ-১৮০ অ্যাম্বুলেন্সে আগুন দিয়েছে বিক্ষোভকারীরা নির্বাচনে ৩০ আসনে লড়বে এনসিপি: আসিফ মাহমুদ নির্বাচন বানচালে দেশবিরোধী শক্তি অপচেষ্টা ও সহিংসতা চালাচ্ছে : মির্জা আব্বাস বিজয় আমাদের হয়েই গেছে, ১২ ফেব্রুয়ারি শুধু আনুষ্ঠানিকতা: নুরুল হক নুর জাপানি বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি আরো বাংলাদেশি কর্মী নিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার

রামোসের লালকার্ড-রেকর্ড

অাকাশ স্পোর্টস ডেস্ক:

লালকার্ড দেখায় নেতিবাচক এক রেকর্ড গড়লেন সার্জিও রামোস। স্প্যানিশ লা-লিগায় সর্বোচ্চ ১৮ বার লালকার্ড দেখার রেকর্ড এখন রিয়াল মাদ্রিদের অধিনায়কের। রোববার লা-লিগায় নতদুন মৌসুমে নিজেদের প্রথম ম্যাচেই লালকার্ড দেখে মাঠ ছাড়েন তিনি।

ম্যাচের ৫৩ মিনিটে দেপোর্তিভো লা করুনার ডিফেন্ডার ফ্যাবিয়ানের মুখে হাত দিয়ে ধাক্কা মারায় প্রথম হলুদ কার্ড দেখেন রামোস। এরপর ম্যাচের শেষ দিকে একটি বল নিজের নিয়ন্ত্রণে নিতে গিয়ে হেডের জন্য লাফিয়ে ওঠের রামোস। একই সঙ্গে লাফিয়ে ওঠেন দেপোর্তিভোর বোরজা ভ্যালে। এ সময় রামোসের আঘাতে মাটিতে লুটিয়ে পড়েন ভ্যালে। এতে রামোসকে রেফারি আরেকবার হলুদ কার্ড দেখালে মাঠ ছাড়তে হয় তাকে।

স্প্যানিশ লা-লিগায় এই নিযে তিনি ১৮ বারের মতো লালকার্ড দেখলেন। গত মৌসুমে রামোস দুইবার লালাকর্ড দেখেন। এর সর্বশেষটি ছিল এপ্রিল চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে। আর এবার নতুন মৌসুমের প্রথম ম্যাচেই এমন ঘটনার শিকার হলেন তিনি।

লা লিগার ইতিহাসে রামোস ছাড়া সর্বোচ্চ ১৮ বার লালকার্ড দেখার ঘটনা আছে আরো দু’জনের। তারা হলেন পাবলো আলফারো ও জাভি আগুয়াদো। তারা দু’জনই জারাগোজার হয়ে এই নেতিবাচক রেকর্ড গড়েন। আলফারো ২০০৭ ও আগুয়াদো ২০০৩ সালে অবসরে যান। মজার কথা হলো, ১৮ কার্ড দেখা এই তিন খেলোয়াড়ই স্পেনের এবং সেন্টার ডিফেন্ডার।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘ধর্মের নামে ব্যবসা করে যারা নির্বাচনে জিততে চায়, তারা এ দেশে আর কখনো গ্রহণযোগ্যতা পাবে না’:ফারুক

রামোসের লালকার্ড-রেকর্ড

আপডেট সময় ০৫:১০:১৪ অপরাহ্ন, সোমবার, ২১ অগাস্ট ২০১৭

অাকাশ স্পোর্টস ডেস্ক:

লালকার্ড দেখায় নেতিবাচক এক রেকর্ড গড়লেন সার্জিও রামোস। স্প্যানিশ লা-লিগায় সর্বোচ্চ ১৮ বার লালকার্ড দেখার রেকর্ড এখন রিয়াল মাদ্রিদের অধিনায়কের। রোববার লা-লিগায় নতদুন মৌসুমে নিজেদের প্রথম ম্যাচেই লালকার্ড দেখে মাঠ ছাড়েন তিনি।

ম্যাচের ৫৩ মিনিটে দেপোর্তিভো লা করুনার ডিফেন্ডার ফ্যাবিয়ানের মুখে হাত দিয়ে ধাক্কা মারায় প্রথম হলুদ কার্ড দেখেন রামোস। এরপর ম্যাচের শেষ দিকে একটি বল নিজের নিয়ন্ত্রণে নিতে গিয়ে হেডের জন্য লাফিয়ে ওঠের রামোস। একই সঙ্গে লাফিয়ে ওঠেন দেপোর্তিভোর বোরজা ভ্যালে। এ সময় রামোসের আঘাতে মাটিতে লুটিয়ে পড়েন ভ্যালে। এতে রামোসকে রেফারি আরেকবার হলুদ কার্ড দেখালে মাঠ ছাড়তে হয় তাকে।

স্প্যানিশ লা-লিগায় এই নিযে তিনি ১৮ বারের মতো লালকার্ড দেখলেন। গত মৌসুমে রামোস দুইবার লালাকর্ড দেখেন। এর সর্বশেষটি ছিল এপ্রিল চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে। আর এবার নতুন মৌসুমের প্রথম ম্যাচেই এমন ঘটনার শিকার হলেন তিনি।

লা লিগার ইতিহাসে রামোস ছাড়া সর্বোচ্চ ১৮ বার লালকার্ড দেখার ঘটনা আছে আরো দু’জনের। তারা হলেন পাবলো আলফারো ও জাভি আগুয়াদো। তারা দু’জনই জারাগোজার হয়ে এই নেতিবাচক রেকর্ড গড়েন। আলফারো ২০০৭ ও আগুয়াদো ২০০৩ সালে অবসরে যান। মজার কথা হলো, ১৮ কার্ড দেখা এই তিন খেলোয়াড়ই স্পেনের এবং সেন্টার ডিফেন্ডার।