অাকাশ জাতীয় ডেস্ক:
আলোকচিত্রী আনোয়ার হোসেনকে কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ শ্রদ্ধা জানিয়েছে সর্বস্তরের মানুষ।
সোমবার বেলা ১১টার আগে তার মরদেহ শহীদ মিনারে আনা হয়।
এসময় সর্বস্তরের মানুষ তাকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে।
এ সময় আনোয়ার হোসেনের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
জনসাধারণের শ্রদ্ধার পর তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।
এসময় ঢাকার জেলা প্রশাসকের পক্ষে উপস্থিত ছিলেন ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম।
বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে।
আনোয়ার হোসেন গত ২৮ নভেম্বর ফ্রান্স থেকে বাংলাদেশে আসেন।
১ ডিসেম্বর সকালে রাজধানীর পান্থপথের একটি হোটেলতার মরদেহ উদ্ধার করা হয়।
আনোয়ার হোসেন বাংলাদেশের আন্তর্জাতিকমানের একজন আলোকচিত্রী। তিনি ১৯৪৮ সালের ৬ অক্টোবর ঢাকায় জন্মগ্রহণ করেন।
১৯৬৭ খ্রিস্টাব্দে মাত্র দুই ডলার ( ৩০ টাকা) দিয়ে কেনা প্রথম ক্যামেরা দিয়ে তার আলোকচিত্রী জীবনের শুরু। পরবর্তীতে ২০ বছর আলোকচিত্রের মাধ্যমে বাংলাদেশকে আবিষ্কারের চেষ্টা করেছেন।
সূর্যদীঘল বাড়ি (১৯৭৯), এমিলের গোয়েন্দা বাহিনী (১৯৮০), পুরস্কার (১৯৮৩), অন্য জীবন (১৯৯৫) ও লালসালু (২০০১) সিনেমায় শ্রেষ্ট চিত্রগ্রাহক হিসেবে জাতীয় পুরস্কার পেয়েছেন।
আকাশ নিউজ ডেস্ক 




















