ঢাকা ০১:২৩ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার মৃত্যু নির্বাচনে ভুয়া তথ্য মোকাবিলায় জাতিসংঘের সহায়তা চাইলেন মুহাম্মদ ইউনূস থাইল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর ভেঙে পড়ল ক্রেন, নিহত ২২ জাস্টিস ফর হাদি, ইনশাআল্লাহ : মির্জা ফখরুল আলমগীর টাকা খেয়ে ভোট দিলে নেতা এসে রাস্তা খেয়ে ফেলবে: আখতার হোসেন সুষ্ঠু নির্বাচনে জার্মানির সহায়তা চাইলেন জামায়াত আমির জাতীয় পতাকা হাতে প্যারাস্যুট জাম্প, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশ বরেণ্য লোকসংগীতশিল্পী ও মুক্তিযুদ্ধের কণ্ঠযোদ্ধা মলয় কুমার মারা গেছেন ভবিষ্যৎ অর্থনীতির শক্ত ভিত্তি গড়ার দায়িত্ব সরকারের : আশিক মাহমুদ গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে বিএনপি : নজরুল ইসলাম খান

‘জরুরি ত্রাণ সহায়তা প্রয়োজন ১ কোটি ৭০ লাখ ইয়েমেনির’

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনের প্রায় এক কোটি ৭০ লাখ মানুষের জন্য জরুরি ত্রাণ সহায়তা প্রয়োজন। জাতিসংঘের মানবিক কল্যাণ এবং জরুরি ত্রাণবিষয়ক সমন্বয়কারী স্টিফেন ও’ব্রায়েন শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে এ তথ্য জানিয়েছেন।

জাতিসংঘ বলছে, এই ইয়েমেনিরা জানেন না যে, তারা কোথায় এবং কীভাবে খাবার পাবেন। এছাড়া দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে আছেন প্রায় ৭০ লাখ ইয়েমেনি। দেশটিতে এক কোটি ৬০ লাখ মানুষ পানির অভাবে ভুগছেন।

জাতিসংঘের এই কর্মকর্তা বলেন, ইয়েমেনের দুর্যোগ যুদ্ধরত পক্ষগুলোর কর্মকাণ্ড, তাদের শক্তিশালী সমর্থকদের ইচ্ছাকৃত নীতি এবং কৌশলের সরাসরি ফলাফল।

ও’ব্রায়েন বলেন, শুধুমাত্র ৪৫ শতাংশ স্বাস্থ্য সুবিধা আছে ইয়েমেনে। এছাড়া দেশটির স্বাস্থ্যকর্মী, শিক্ষকসহ প্রায় ১০ লাখ ২০ হাজার সরকারি কর্মকর্তা-কর্মচারী গত অক্টোবরের পর থেকে বেতন-ভাতা সামান্য পেয়েছেন অথবা পাননি।

তিনি বলেন, ‘এটা তার জন্য দুঃখজনক যে গত দুই বছরে সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও যুদ্ধবিধ্বস্ত এই দেশটিতে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি অর্জন করতে পারেননি।

জাতিসংঘের জ্যেষ্ঠ এই কর্মকর্তা বলেন, আন্তর্জাতিক মানবিক আইনকে উপেক্ষা করে ইয়েমেনের এই যুদ্ধ নিষ্ঠুর এবং নৃশংস হয়ে উঠছে। ২০১৬ সালের চেয়ে চলতি বছরে দেশটিতে বিমান হামলার পরিমাণ তিনগুণ বৃদ্ধি পেয়েছে।

কলেরার বিস্তারের ব্যাপারে তিনি বলেন, আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা এই মহামারি মোকাবেলায় কঠোর পরিশ্রম করছে; যা সমগ্র দেশে ছড়িয়ে পড়েছে এবং প্রায় পাঁচ লাখ ইয়েমেনি আক্রান্ত হয়েছে। এখন পর্যন্ত প্রায় দুই হাজার মানুষের মৃত্যু হয়েছে কলেরায়।

আন্তর্জাতিক মানবিক আইনের প্রতি শ্রদ্ধা জানাতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্যভূক্ত দেশগুলোকে যুদ্ধরত শক্তিগুলোর প্রতি চাপ প্রয়োগের আহ্বান জানান তিনি। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতনভাতা পরিশোধের ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন ও’ব্রায়েন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘জরুরি ত্রাণ সহায়তা প্রয়োজন ১ কোটি ৭০ লাখ ইয়েমেনির’

আপডেট সময় ০৬:৩৯:৪১ অপরাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০১৭

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনের প্রায় এক কোটি ৭০ লাখ মানুষের জন্য জরুরি ত্রাণ সহায়তা প্রয়োজন। জাতিসংঘের মানবিক কল্যাণ এবং জরুরি ত্রাণবিষয়ক সমন্বয়কারী স্টিফেন ও’ব্রায়েন শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে এ তথ্য জানিয়েছেন।

জাতিসংঘ বলছে, এই ইয়েমেনিরা জানেন না যে, তারা কোথায় এবং কীভাবে খাবার পাবেন। এছাড়া দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে আছেন প্রায় ৭০ লাখ ইয়েমেনি। দেশটিতে এক কোটি ৬০ লাখ মানুষ পানির অভাবে ভুগছেন।

জাতিসংঘের এই কর্মকর্তা বলেন, ইয়েমেনের দুর্যোগ যুদ্ধরত পক্ষগুলোর কর্মকাণ্ড, তাদের শক্তিশালী সমর্থকদের ইচ্ছাকৃত নীতি এবং কৌশলের সরাসরি ফলাফল।

ও’ব্রায়েন বলেন, শুধুমাত্র ৪৫ শতাংশ স্বাস্থ্য সুবিধা আছে ইয়েমেনে। এছাড়া দেশটির স্বাস্থ্যকর্মী, শিক্ষকসহ প্রায় ১০ লাখ ২০ হাজার সরকারি কর্মকর্তা-কর্মচারী গত অক্টোবরের পর থেকে বেতন-ভাতা সামান্য পেয়েছেন অথবা পাননি।

তিনি বলেন, ‘এটা তার জন্য দুঃখজনক যে গত দুই বছরে সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও যুদ্ধবিধ্বস্ত এই দেশটিতে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি অর্জন করতে পারেননি।

জাতিসংঘের জ্যেষ্ঠ এই কর্মকর্তা বলেন, আন্তর্জাতিক মানবিক আইনকে উপেক্ষা করে ইয়েমেনের এই যুদ্ধ নিষ্ঠুর এবং নৃশংস হয়ে উঠছে। ২০১৬ সালের চেয়ে চলতি বছরে দেশটিতে বিমান হামলার পরিমাণ তিনগুণ বৃদ্ধি পেয়েছে।

কলেরার বিস্তারের ব্যাপারে তিনি বলেন, আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা এই মহামারি মোকাবেলায় কঠোর পরিশ্রম করছে; যা সমগ্র দেশে ছড়িয়ে পড়েছে এবং প্রায় পাঁচ লাখ ইয়েমেনি আক্রান্ত হয়েছে। এখন পর্যন্ত প্রায় দুই হাজার মানুষের মৃত্যু হয়েছে কলেরায়।

আন্তর্জাতিক মানবিক আইনের প্রতি শ্রদ্ধা জানাতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্যভূক্ত দেশগুলোকে যুদ্ধরত শক্তিগুলোর প্রতি চাপ প্রয়োগের আহ্বান জানান তিনি। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতনভাতা পরিশোধের ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন ও’ব্রায়েন।