অাকাশ জাতীয় ডেস্ক:
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বিএনপির কয়েকজন নেতাকর্মী ও পুলিশ আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১টার দিকে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাঁধে। এ সময় পুলিশ বিএনপি নেতাকর্মীদের লক্ষ্য করে টিয়ার গ্যাস ছোড়ে। আর বিএনপির নেতাকর্মী পুলিশকে লক্ষ্য করে ছোড়ে ইটপাটকেল।
পুলিশ বিএনপির নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দিলে তারা পুলিশের গাড়ি ভাঙচুর ও সড়কে দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে দেন।
ছবিতে দেখুন পুলিশের সঙ্গে নেতাকর্মীদের সংঘর্ষ-
আগুনে জ্বলছে পুলিশের গাড়ি।
সংঘর্ষ সময় টিয়াশেল ছাড়ছে পুলিশ।
পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ।
সংঘর্ষ সময় পুলিশের গাড়িতে আগুন দেয় বিএনপি নেতাকর্মীরা।
পুলিশের গাড়ি ভাঙচুর করছে বিএনপি নেতাকর্মীরা।
আগুন দেয়া গাড়িতে কাগজ ছুড়ছেন এক বিএনপি কর্মী।
গাড়িতে আগুন দেয়ার পর বিএনপি কর্মীদের মিছিল।
আকাশ নিউজ ডেস্ক 



















