অাকাশ জাতীয় ডেস্ক:
কমলাপুর রেলওয়ে স্টেশনে মালবাহী একটি ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে।
বুধবার ভোর ৫টার দিকে বগি লাইনচ্যুত হয়।
এদিকে এ ঘটনার পর থেকে প্রতিটি ট্রেন ২-৩ ঘণ্টা পর্যন্ত দেরিতে আসছে ও ছেড়ে যাচ্ছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
তেজগাঁও রেলগেটের গেটম্যান মো. রেজাউল জানান, ভোর ৫টার দিকে রাজধানীর কমলাপুর থেকে ছেড়ে মালবাহী ট্রেনটি চট্টগ্রাম যাচ্ছিল। এ সময় হঠাৎ ট্রেনটির একটি বগি লাইনচ্যুত হয়। এ ছাড়া আরও তিনটি বগির চাকা রেললাইনের বাইরে চলে যায়।
তবে পরিস্থিতি মোকাবেলায় স্টেশন কর্তৃপক্ষ কমলাপুর থেকে তেজগাঁও স্টেশনের একটি লাইন দিয়ে ট্রেন চলাচল অব্যাহত রেখেছে। পাশাপাশি লাইনের সংস্কারকাজ চলছে। আশা করছি সংস্কার শেষে দ্রুত ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যাবে।
আকাশ নিউজ ডেস্ক 




















