ঢাকা ০৫:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ১৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্বাচন সুষ্ঠু হওয়া উচিত, এতেই সবার মঙ্গল: মান্না প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে নিয়ে নাসীরুদ্দীনের ক্রমাগত মিথ্যাচার ভাইরাল হওয়ার কৌশল: মাহদী আমিন আমাদের ব্যবহার করতে চেয়েছিল, বের হয়েছি ইসলামের কল্যাণে: রেজাউল করীম ‘যারা দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছে, তারা বেঈমান’:আজহারুল ইসলাম ১২ ফেব্রুয়ারি রাজনীতির চেহারা পাল্টে দিতে পারে: রুমিন ফারহানা তারেক রহমানের ওপর বিশ্বাসে করে দেখেন ইনশাআল্লাহ বাংলাদেশ ঠকবে না: পার্থ নির্বাচনে দায়িত্বে থাকা কর্মকর্তারা গণভোটের পক্ষে–বিপক্ষে যাবেন না: ইসি আনোয়ারুল রাষ্ট্র পরিচালানার জন্য অভিজ্ঞতার দরকার আছে: নজরুল ইসলাম একটি দল ‘স্বৈরাচারী ভাষায়’ বিএনপির বিরুদ্ধে মিথ্যাচার করছে: তারেক রহমান নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে: আইজিপি

ভোট পেছানোর বিষয়ে সিদ্ধান্ত আজ

অাকাশ জাতীয় ডেস্ক:

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট আগামী ২৩ ডিসেম্বর হবে নাকি পেছাবে, সেই সিদ্ধান্ত আজ জানাবে নির্বাচন কমিশন। বিএনপি এবং তার জোটের শরিকরা ভোটে আসার সিদ্ধান্ত নেয়ার পাশাপাশি নির্বাচন কমিশনে ভোট পেছানোর আবেদন করেছে। আবেদন করেছে যুক্তফ্রন্টও।

রবিবার ইসিতে দেয়া এক চিঠিতে বিএনপি তাদের পাশাপাশি ২০ দল, জাতীয় ঐক্যফ্রন্ট ও ২০ দলের ভোটে আসার সিদ্ধান্ত জানিয়ে বলে, ‘তড়িঘড়ি করে যে তফসিল ঘোষণা করা হয়েছে তা গ্রহণযোগ্য নয়। এত সংক্ষিপ্ত সময়ের মধ্যে সব দলের পক্ষে মনোনয়নপত্র দাখিল করা সম্ভব নয়।’

গত ৮ নভেম্বর ঘোষিত তফসিল অনুযায়ী, ভোটে অংশ নিতে হলে মনোনয়নপত্র জমা দিতে হবে ১৯ নভেম্বরের মধ্যে। তফসিলের তিন দিন পর ভোটে আসার সিদ্ধান্ত নেয়া বিএনপি ও তার শরিকদের প্রার্থী বাছাইয়ে খুব বেশি সময় নেই।

আওয়ামী লীগ অবশ্য জানিয়েছে, নির্বাচন কমিশন ভোট পেছালে তাদের আপত্তি থাকবে না। তা ছাড়া সংবিধানে অনুযায়ী ২৮ জানুয়ারি পর্যন্ত ভোট নেয়ার সুযোগ আছে।

যুক্তফ্রন্টের চেয়ারম্যান এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীও মনোনয়নপত্র জমা, যাচাই-বাছাই, প্রত্যাহার ও ভোট এক সপ্তাহ পেছানোর সুপারিশ করেন। এতে বলা হয়, ‘ঘোষিত তফসিল অনুযায়ী স্বল্পসময়ে প্রার্থীদের মনোনয়নপত্র প্রহণ, যাচাই-বাছাই, সাক্ষাৎকার নেয়া কঠিন হবে।’

রবিবার প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা সাংবাদিকদের বলেন, ‘আমরা সব রাজনৈতিক দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন চেয়েছিলাম। আপনাদের মাধ্যমে জানতে পেরেছি, সব রাজনৈতিক দল নির্বাচনে অংশ নেয়ার বিষয়ে সম্মতি জানিয়েছে। তাদের কেউ কেউ নির্বাচন পেছানোর বিষয়ে ইসিতে চিঠিও দিয়েছে। তাই সোমবার বসে নির্বাচন পেছানো যায় কি না সে বিষয়ে সিদ্ধান্ত নিয়ে জানাব।’

এদিকে আগামী নির্বাচনে প্রার্থী হতে ইচ্ছুক যারা নির্বাচনী প্রচারসামগ্রী টানিয়েছেন, সেগুলো বুধবারের মধ্যে অপসারণের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। ব্যক্তি মালিকানাধীন স্থাপনায় প্রচার সামগ্রী লাগানো থাকলে তা সংশ্লিষ্ট মালিককে নিজ উদ্যাগে ও নিজ খরচে অপসারণ করতে হবে। অপসারণ না করলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

এছাড়া নির্বাচনে যেসব ইভিএম ব্যবহার করা হবে, সেগুলো আজ সোমবার প্রদর্শনের ব্যবস্থা রেখেছে নির্বাচন কমিশন। আগাগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই মেলা হবে। ইসি রাজনৈতিক দলগুলোকে সেখানে আমন্ত্রণ জানিয়েছে। দলগুলো তাদের কারিগরি দিয়ে ইভিএম পরীক্ষা করতে পারবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নির্বাচন সুষ্ঠু হওয়া উচিত, এতেই সবার মঙ্গল: মান্না

ভোট পেছানোর বিষয়ে সিদ্ধান্ত আজ

আপডেট সময় ১২:০৫:৩৬ অপরাহ্ন, সোমবার, ১২ নভেম্বর ২০১৮

অাকাশ জাতীয় ডেস্ক:

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট আগামী ২৩ ডিসেম্বর হবে নাকি পেছাবে, সেই সিদ্ধান্ত আজ জানাবে নির্বাচন কমিশন। বিএনপি এবং তার জোটের শরিকরা ভোটে আসার সিদ্ধান্ত নেয়ার পাশাপাশি নির্বাচন কমিশনে ভোট পেছানোর আবেদন করেছে। আবেদন করেছে যুক্তফ্রন্টও।

রবিবার ইসিতে দেয়া এক চিঠিতে বিএনপি তাদের পাশাপাশি ২০ দল, জাতীয় ঐক্যফ্রন্ট ও ২০ দলের ভোটে আসার সিদ্ধান্ত জানিয়ে বলে, ‘তড়িঘড়ি করে যে তফসিল ঘোষণা করা হয়েছে তা গ্রহণযোগ্য নয়। এত সংক্ষিপ্ত সময়ের মধ্যে সব দলের পক্ষে মনোনয়নপত্র দাখিল করা সম্ভব নয়।’

গত ৮ নভেম্বর ঘোষিত তফসিল অনুযায়ী, ভোটে অংশ নিতে হলে মনোনয়নপত্র জমা দিতে হবে ১৯ নভেম্বরের মধ্যে। তফসিলের তিন দিন পর ভোটে আসার সিদ্ধান্ত নেয়া বিএনপি ও তার শরিকদের প্রার্থী বাছাইয়ে খুব বেশি সময় নেই।

আওয়ামী লীগ অবশ্য জানিয়েছে, নির্বাচন কমিশন ভোট পেছালে তাদের আপত্তি থাকবে না। তা ছাড়া সংবিধানে অনুযায়ী ২৮ জানুয়ারি পর্যন্ত ভোট নেয়ার সুযোগ আছে।

যুক্তফ্রন্টের চেয়ারম্যান এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীও মনোনয়নপত্র জমা, যাচাই-বাছাই, প্রত্যাহার ও ভোট এক সপ্তাহ পেছানোর সুপারিশ করেন। এতে বলা হয়, ‘ঘোষিত তফসিল অনুযায়ী স্বল্পসময়ে প্রার্থীদের মনোনয়নপত্র প্রহণ, যাচাই-বাছাই, সাক্ষাৎকার নেয়া কঠিন হবে।’

রবিবার প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা সাংবাদিকদের বলেন, ‘আমরা সব রাজনৈতিক দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন চেয়েছিলাম। আপনাদের মাধ্যমে জানতে পেরেছি, সব রাজনৈতিক দল নির্বাচনে অংশ নেয়ার বিষয়ে সম্মতি জানিয়েছে। তাদের কেউ কেউ নির্বাচন পেছানোর বিষয়ে ইসিতে চিঠিও দিয়েছে। তাই সোমবার বসে নির্বাচন পেছানো যায় কি না সে বিষয়ে সিদ্ধান্ত নিয়ে জানাব।’

এদিকে আগামী নির্বাচনে প্রার্থী হতে ইচ্ছুক যারা নির্বাচনী প্রচারসামগ্রী টানিয়েছেন, সেগুলো বুধবারের মধ্যে অপসারণের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। ব্যক্তি মালিকানাধীন স্থাপনায় প্রচার সামগ্রী লাগানো থাকলে তা সংশ্লিষ্ট মালিককে নিজ উদ্যাগে ও নিজ খরচে অপসারণ করতে হবে। অপসারণ না করলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

এছাড়া নির্বাচনে যেসব ইভিএম ব্যবহার করা হবে, সেগুলো আজ সোমবার প্রদর্শনের ব্যবস্থা রেখেছে নির্বাচন কমিশন। আগাগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই মেলা হবে। ইসি রাজনৈতিক দলগুলোকে সেখানে আমন্ত্রণ জানিয়েছে। দলগুলো তাদের কারিগরি দিয়ে ইভিএম পরীক্ষা করতে পারবে।