ঢাকা ০৮:১৪ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কালি নয়, জুলাই জাতীয় সনদ ‘রক্ত ও প্রাণের বিনিময়ে’ লেখা হয়েছে : আলী রীয়াজ প্রার্থিতা প্রত্যাহার করলেন লুৎফুজ্জামান বাবরের স্ত্রী ওসমানী মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলা, চলছে কর্মবিরতি নির্বাচন ব্যর্থ হলে শুধু সরকার নয়, পুরো দেশবাসীকেই এর ভয়াবহ খেসারত দিতে হবে : দুদু আন্দোলনের সুফল একটি দলের ঘরে নেওয়ার চেষ্টা বিফলে যাবে : ডা. জাহিদ ঢাকাকে হারিয়ে প্লে-অফ নিশ্চিত করল রংপুর রাইডার্স খালেদা জিয়ার আদর্শই হবে আগামীর চালিকাশক্তি : খন্দকার মোশাররফ হাসনাত আব্দুল্লাহর আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিল ময়মনসিংহের ধোবাউড়ায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে ছুরিকাঘাতে হত্যা কৌশলের অজুহাতে বিএনপি কোনো গোপন বেশ ধারণ করেনি: তারেক রহমান

জেসুসের হ্যাটট্রিক : বিফলে রোনাল্ডোর গোল

আকাশ স্পোর্টস ডেস্ক:

চ্যাম্পিয়ন্স লিগে জুভেন্টাসের হয়ে প্রথম গোল করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। কিন্তু জিতল তার সাবেক দল ম্যানচেস্টার ইউনাইটেড।

ম্যানইউর ২-১ গোলের জয়ে শেষ ষোলোতে যেতে জুভেন্টাসের অপেক্ষা বাড়িয়ে দিল।

বুধবার তুরিনে ৬৫ মিনিটে রোনাল্ডোর দুর্দান্ত ভলিতে

এগিয়ে গিয়েছিল জুভেন্টাস। কিন্তু স্বাগতিকদের

মাঠে ৪১,৪৭০ দর্শককে স্তম্ভিত করে ৮৬ মিনিটে ম্যানইউকে ম্যাচে ফেরান হুয়ান মাতা। আর লিওনার্দো বোনুচ্চির

আত্মঘাতী গোলে অতিথিরা জয় পেয়ে যায়।

এদিকে করিম বেনজেমার জোড়া গোলে রিয়াল মাদ্রিদ ৫-০ গোলে উড়িয়ে দেয় ভিক্টোরিয়া প্লজেনকে। সান্তিয়াগো সোলারির অধীনে এটি রিয়ালের টানা তৃতীয় জয়।

শেষ ষোলোতে পৌঁছতে রিয়ালের আর মাত্র একটি জয় দরকার। রিয়ালের অপর তিন গোল কাসেমিরো, গ্যারেথ বেল ও টনি ক্রুুসের।

‘চ্যাম্পিয়ন্স লিগে ৫-০ গোলের জয়ে আপনাকে খুশি হতেই হবে’, প্লজেনের মাঠে ম্যাচ শেষে উচ্ছ্বাস ঝরে পড়ে সোলারির কণ্ঠে।

চ্যাম্পিয়ন্স লিগে গত পরশু বায়ার্ন মিউনিখ ২-০ গোলে জয়ী হয় এইকে এথেন্সের বিপক্ষে। দুটি গোলই করেন বায়ার্ন মিউনিখের পোলিশ ফরোয়ার্ড রবার্তো লেওয়ানডোস্কি। দিনের সবচেয়ে বড় জয় ম্যানচেস্টার সিটির। তারা ৬-০ গোলে বিধ্বস্ত করে শাখতার দনেৎস্ককে।

সিটির বড় জয়ে মুখ্য অবদান ব্রাজিলীয় ফরোয়ার্ড জেসুসের হ্যাটট্রিক। অপর তিনটি গোল সিলভা, স্টার্লিং ও মাহরেজের। ম্যানসিটি ও রিয়ালের বড় জয়ের রাতে ভ্যালেন্সিয়া ৩-১ গোলে ইয়াং বয়েজকে হরায়। রোমা ২-১ গোলে জয়ী হয় সিএসকেএ মস্কোর বিপক্ষে। লিঁও ও হফেনহেইম ড্র করে ২-২ গোলে।

একনজরে ফল

বায়ার্ন মিউনিখ ২ : ০ এইকে এথেন্স

লিঁও ২ : ২ হফেনহেইম

ম্যানসিটি ৬ : ০ শাখতার দনেৎস্ক

রোমা ২ : ১ সিএসকেএ মস্কো

রিয়াল মাদ্রিদ ৫ : ০ প্লজেন

ভ্যালেন্সিয়া ৩ : ১ ইয়াং বয়েজ

ম্যানইউ ২ : ১ জুভেন্টাস

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সালমানের পর বিষ্ণোই গ্যাংয়ের টার্গেটে আরেক জনপ্রিয় সংগীতশিল্পী

জেসুসের হ্যাটট্রিক : বিফলে রোনাল্ডোর গোল

আপডেট সময় ১১:৪৬:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৯ নভেম্বর ২০১৮

আকাশ স্পোর্টস ডেস্ক:

চ্যাম্পিয়ন্স লিগে জুভেন্টাসের হয়ে প্রথম গোল করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। কিন্তু জিতল তার সাবেক দল ম্যানচেস্টার ইউনাইটেড।

ম্যানইউর ২-১ গোলের জয়ে শেষ ষোলোতে যেতে জুভেন্টাসের অপেক্ষা বাড়িয়ে দিল।

বুধবার তুরিনে ৬৫ মিনিটে রোনাল্ডোর দুর্দান্ত ভলিতে

এগিয়ে গিয়েছিল জুভেন্টাস। কিন্তু স্বাগতিকদের

মাঠে ৪১,৪৭০ দর্শককে স্তম্ভিত করে ৮৬ মিনিটে ম্যানইউকে ম্যাচে ফেরান হুয়ান মাতা। আর লিওনার্দো বোনুচ্চির

আত্মঘাতী গোলে অতিথিরা জয় পেয়ে যায়।

এদিকে করিম বেনজেমার জোড়া গোলে রিয়াল মাদ্রিদ ৫-০ গোলে উড়িয়ে দেয় ভিক্টোরিয়া প্লজেনকে। সান্তিয়াগো সোলারির অধীনে এটি রিয়ালের টানা তৃতীয় জয়।

শেষ ষোলোতে পৌঁছতে রিয়ালের আর মাত্র একটি জয় দরকার। রিয়ালের অপর তিন গোল কাসেমিরো, গ্যারেথ বেল ও টনি ক্রুুসের।

‘চ্যাম্পিয়ন্স লিগে ৫-০ গোলের জয়ে আপনাকে খুশি হতেই হবে’, প্লজেনের মাঠে ম্যাচ শেষে উচ্ছ্বাস ঝরে পড়ে সোলারির কণ্ঠে।

চ্যাম্পিয়ন্স লিগে গত পরশু বায়ার্ন মিউনিখ ২-০ গোলে জয়ী হয় এইকে এথেন্সের বিপক্ষে। দুটি গোলই করেন বায়ার্ন মিউনিখের পোলিশ ফরোয়ার্ড রবার্তো লেওয়ানডোস্কি। দিনের সবচেয়ে বড় জয় ম্যানচেস্টার সিটির। তারা ৬-০ গোলে বিধ্বস্ত করে শাখতার দনেৎস্ককে।

সিটির বড় জয়ে মুখ্য অবদান ব্রাজিলীয় ফরোয়ার্ড জেসুসের হ্যাটট্রিক। অপর তিনটি গোল সিলভা, স্টার্লিং ও মাহরেজের। ম্যানসিটি ও রিয়ালের বড় জয়ের রাতে ভ্যালেন্সিয়া ৩-১ গোলে ইয়াং বয়েজকে হরায়। রোমা ২-১ গোলে জয়ী হয় সিএসকেএ মস্কোর বিপক্ষে। লিঁও ও হফেনহেইম ড্র করে ২-২ গোলে।

একনজরে ফল

বায়ার্ন মিউনিখ ২ : ০ এইকে এথেন্স

লিঁও ২ : ২ হফেনহেইম

ম্যানসিটি ৬ : ০ শাখতার দনেৎস্ক

রোমা ২ : ১ সিএসকেএ মস্কো

রিয়াল মাদ্রিদ ৫ : ০ প্লজেন

ভ্যালেন্সিয়া ৩ : ১ ইয়াং বয়েজ

ম্যানইউ ২ : ১ জুভেন্টাস