ঢাকা ০৬:০০ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোস্তাফিজকে বাদ দিয়ে বিশ্বকাপ দল গঠনের সুপারিশ আইসিসির আমরা মা-বোনদের নিরাপত্তার ব্যাপারে অত্যন্ত এটেন্টিভ : ডা. শফিকুর রহমান আন্তর্জাতিক আদালতে সাক্ষ্য দিতে যাচ্ছেন তিন রোহিঙ্গা নির্বাচনে ৫ লাখ ৫৫ হাজার আনসার-ভিডিপি দায়িত্ব পালন করবে: স্বরাষ্ট্র উপদেষ্টা কুড়িগ্রামের রৌমারী সীমান্তে গুলি ছুড়ে যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ ইরানি কর্তৃপক্ষকে ‘সর্বোচ্চ সংযম’ প্রদর্শনের আহ্বান জাতিসংঘ মহাসচিবের দাঁড়িপাল্লার পক্ষে না থাকলে মাহফিল শোনার দরকার নেই :জামায়াতের আমির মো. মিজানুর রহমান বনশ্রীতে স্কুলছাত্রী খুনের ঘটনায় রেস্তোরাঁ কর্মী মিলন গ্রেপ্তার নির্বাচন সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধারে সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ইরানে বিরুদ্ধে ‘কঠোর’ পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের

কালীগঞ্জে ‘অপারেশন পিঅ্যান্ডএম’ স্ট্রিকার লাগিয়ে প্রবাসীর বাড়িতে আগুন

অাকাশ জাতীয় ডেস্ক:

ঝিনাইদহের কালীগঞ্জে এক প্রবাসীর বাড়িতে ‘অপারেশন পিঅ্যান্ডএম’ স্ট্রিকার লাগিয়ে ভয়ঙ্কর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এ সময় আগুনে দুটি ঘর ও রান্নাঘর পুড়ে ছাই হয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে কালীগঞ্জ উপজেলার শিমলা-রোকনপুর ইউনিয়নের পাতবিলা গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

বাড়ির মালিক সৌদি প্রবাসী ফিরোজ আহমেদ। তিনি পাতবিলা গ্রামের মো. আইয়ুব হোসেনের ছেলে।

জানা যায়, দুর্বৃত্তরা বাড়িতে আগুন দেয়ার আগে ঘরের দেয়ালে ‘অপারেশন পিঅ্যান্ডএম’ লেখা একটি স্ট্রিকার রেখে গেছে। ঘটনার সময় বাড়িতে তার স্ত্রী জুলিয়া বেগম এবং ফারিয়া মাহমুদ ও রোজ নামে দুই মেয়ে ঘুমিয়ে ছিল। তবে কী কারণে এ আগুন সন্ত্রাসের ঘটনা ঘটেছে তা বলতে পারেননি বাড়ির সদস্যরা।

এ ঘটনার পর বাড়ির সদস্যরা ভিত হয়ে পড়েছেন। ঘটনার পর থেকে তারা স্বাভাবিক হতে পারছেন না।

এদিকে খবর পেয়ে রাতেই কালীগঞ্জ থানার ওসি ইউনুস আলী ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে বাড়ির সবাইকে উদ্ধার করেন।

প্রবাসী ফিরোজ আহমেদের ছোট ভাই হারুন অর রশিদ জানান, দেশে যেভাবে জঙ্গি অভিযান পরিচালিত হচ্ছে, ঠিক তেমনভাবে এ সন্ত্রাসী অভিযান চালানো হয়েছে। আমাদের সঙ্গে পারিবারিক ও সামাজিক কারও কোনো বিরোধ নেই।

ইউপি মেম্বর নাসির উদ্দীন জানান, দুর্বৃত্তরা রাত ২টার দিকে প্রথমে বাড়ির প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে। এর পর বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। তারপর বাড়ির পূর্বপাশের একটি রুমের জানালা দিয়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। পরে বাড়িতে থাকা সদস্যদের মোবাইলে সংবাদ পেয়ে আমরা পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দিই।

কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শামসুর রহমান জানান, সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে বাড়ির সব জানালা-দরজা বন্ধ পাই। একই সময় কালীগঞ্জ থানার পুলিশও ঘটনাস্থলে পৌঁছে।

এ সময় এলাকাবাসী জানান, বাড়ির ভেতরে ডাকাত সদস্যরা রয়েছেন। ফলে পুলিশের উপস্থিতিতে বাড়ির মেইনগেট ভেঙে বাড়িতে থাকা মা ও মেয়েদের উদ্ধার করা হয়।

তারা ডাকাতের ভয়ে একটি ঘরে লুকিয়ে ছিল। পরে আমাদের উপস্থিতি টের পেয়ে ঘরের দরজা খুলে দেন।

কালীগঞ্জ থানার ওসি ইউনুস আলী জানান, আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিস সদস্যদের সহযোগিতায় বাড়ির সবাইকে উদ্ধার করি। তবে কে বা কারা এবং কী কারণে এ হামলা করেছে, তা এখনই বলা যাচ্ছে না।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মোস্তাফিজকে বাদ দিয়ে বিশ্বকাপ দল গঠনের সুপারিশ আইসিসির

কালীগঞ্জে ‘অপারেশন পিঅ্যান্ডএম’ স্ট্রিকার লাগিয়ে প্রবাসীর বাড়িতে আগুন

আপডেট সময় ০৩:৪৬:০১ অপরাহ্ন, শুক্রবার, ২ নভেম্বর ২০১৮

অাকাশ জাতীয় ডেস্ক:

ঝিনাইদহের কালীগঞ্জে এক প্রবাসীর বাড়িতে ‘অপারেশন পিঅ্যান্ডএম’ স্ট্রিকার লাগিয়ে ভয়ঙ্কর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এ সময় আগুনে দুটি ঘর ও রান্নাঘর পুড়ে ছাই হয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে কালীগঞ্জ উপজেলার শিমলা-রোকনপুর ইউনিয়নের পাতবিলা গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

বাড়ির মালিক সৌদি প্রবাসী ফিরোজ আহমেদ। তিনি পাতবিলা গ্রামের মো. আইয়ুব হোসেনের ছেলে।

জানা যায়, দুর্বৃত্তরা বাড়িতে আগুন দেয়ার আগে ঘরের দেয়ালে ‘অপারেশন পিঅ্যান্ডএম’ লেখা একটি স্ট্রিকার রেখে গেছে। ঘটনার সময় বাড়িতে তার স্ত্রী জুলিয়া বেগম এবং ফারিয়া মাহমুদ ও রোজ নামে দুই মেয়ে ঘুমিয়ে ছিল। তবে কী কারণে এ আগুন সন্ত্রাসের ঘটনা ঘটেছে তা বলতে পারেননি বাড়ির সদস্যরা।

এ ঘটনার পর বাড়ির সদস্যরা ভিত হয়ে পড়েছেন। ঘটনার পর থেকে তারা স্বাভাবিক হতে পারছেন না।

এদিকে খবর পেয়ে রাতেই কালীগঞ্জ থানার ওসি ইউনুস আলী ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে বাড়ির সবাইকে উদ্ধার করেন।

প্রবাসী ফিরোজ আহমেদের ছোট ভাই হারুন অর রশিদ জানান, দেশে যেভাবে জঙ্গি অভিযান পরিচালিত হচ্ছে, ঠিক তেমনভাবে এ সন্ত্রাসী অভিযান চালানো হয়েছে। আমাদের সঙ্গে পারিবারিক ও সামাজিক কারও কোনো বিরোধ নেই।

ইউপি মেম্বর নাসির উদ্দীন জানান, দুর্বৃত্তরা রাত ২টার দিকে প্রথমে বাড়ির প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে। এর পর বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। তারপর বাড়ির পূর্বপাশের একটি রুমের জানালা দিয়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। পরে বাড়িতে থাকা সদস্যদের মোবাইলে সংবাদ পেয়ে আমরা পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দিই।

কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শামসুর রহমান জানান, সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে বাড়ির সব জানালা-দরজা বন্ধ পাই। একই সময় কালীগঞ্জ থানার পুলিশও ঘটনাস্থলে পৌঁছে।

এ সময় এলাকাবাসী জানান, বাড়ির ভেতরে ডাকাত সদস্যরা রয়েছেন। ফলে পুলিশের উপস্থিতিতে বাড়ির মেইনগেট ভেঙে বাড়িতে থাকা মা ও মেয়েদের উদ্ধার করা হয়।

তারা ডাকাতের ভয়ে একটি ঘরে লুকিয়ে ছিল। পরে আমাদের উপস্থিতি টের পেয়ে ঘরের দরজা খুলে দেন।

কালীগঞ্জ থানার ওসি ইউনুস আলী জানান, আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিস সদস্যদের সহযোগিতায় বাড়ির সবাইকে উদ্ধার করি। তবে কে বা কারা এবং কী কারণে এ হামলা করেছে, তা এখনই বলা যাচ্ছে না।