ঢাকা ০৭:১৭ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে রিট অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতেই অন-অ্যারাইভাল ভিসা বন্ধ : পররাষ্ট্র উপদেষ্টা মবোক্রেসি সব জায়গায় চলে না, আমি ঢাকায় ভেসে আসি নাই : মির্জা আব্বাস রাজনৈতিক পরিবর্তনে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের সম্ভাবনা তৈরি হয়েছে : ড্যান মজিনা জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে বিএনপি : সালাহউদ্দিন ‘অনিবার্য কারণে’ জামায়াতসহ ১১ দলের আসন সমঝোতার সংবাদ সম্মেলন স্থগিত যে দল ইসরাইলের টাকায় চলে সেই দলে আমি থাকতে পারি না: রেজা কিবরিয়া নির্বাচনে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারবে না, সবাই সহযোগিতা করলে শান্তিপূর্ণভাবে হয়ে যাবে: স্বরাষ্ট্র উপদেষ্টা ‘সবাইকেই তো দেখলাম, এবার জামায়াতকে দেখব’,বক্তব্যের অন্তর্নিহিত গোমর ফাঁস করলেন হামিম গোপালগঞ্জে মা-বাবাকে জীবন্ত কবর দেওয়ার চেষ্টা, দুই ছেলে গ্রেফতার

কালীগঞ্জে ‘অপারেশন পিঅ্যান্ডএম’ স্ট্রিকার লাগিয়ে প্রবাসীর বাড়িতে আগুন

অাকাশ জাতীয় ডেস্ক:

ঝিনাইদহের কালীগঞ্জে এক প্রবাসীর বাড়িতে ‘অপারেশন পিঅ্যান্ডএম’ স্ট্রিকার লাগিয়ে ভয়ঙ্কর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এ সময় আগুনে দুটি ঘর ও রান্নাঘর পুড়ে ছাই হয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে কালীগঞ্জ উপজেলার শিমলা-রোকনপুর ইউনিয়নের পাতবিলা গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

বাড়ির মালিক সৌদি প্রবাসী ফিরোজ আহমেদ। তিনি পাতবিলা গ্রামের মো. আইয়ুব হোসেনের ছেলে।

জানা যায়, দুর্বৃত্তরা বাড়িতে আগুন দেয়ার আগে ঘরের দেয়ালে ‘অপারেশন পিঅ্যান্ডএম’ লেখা একটি স্ট্রিকার রেখে গেছে। ঘটনার সময় বাড়িতে তার স্ত্রী জুলিয়া বেগম এবং ফারিয়া মাহমুদ ও রোজ নামে দুই মেয়ে ঘুমিয়ে ছিল। তবে কী কারণে এ আগুন সন্ত্রাসের ঘটনা ঘটেছে তা বলতে পারেননি বাড়ির সদস্যরা।

এ ঘটনার পর বাড়ির সদস্যরা ভিত হয়ে পড়েছেন। ঘটনার পর থেকে তারা স্বাভাবিক হতে পারছেন না।

এদিকে খবর পেয়ে রাতেই কালীগঞ্জ থানার ওসি ইউনুস আলী ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে বাড়ির সবাইকে উদ্ধার করেন।

প্রবাসী ফিরোজ আহমেদের ছোট ভাই হারুন অর রশিদ জানান, দেশে যেভাবে জঙ্গি অভিযান পরিচালিত হচ্ছে, ঠিক তেমনভাবে এ সন্ত্রাসী অভিযান চালানো হয়েছে। আমাদের সঙ্গে পারিবারিক ও সামাজিক কারও কোনো বিরোধ নেই।

ইউপি মেম্বর নাসির উদ্দীন জানান, দুর্বৃত্তরা রাত ২টার দিকে প্রথমে বাড়ির প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে। এর পর বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। তারপর বাড়ির পূর্বপাশের একটি রুমের জানালা দিয়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। পরে বাড়িতে থাকা সদস্যদের মোবাইলে সংবাদ পেয়ে আমরা পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দিই।

কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শামসুর রহমান জানান, সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে বাড়ির সব জানালা-দরজা বন্ধ পাই। একই সময় কালীগঞ্জ থানার পুলিশও ঘটনাস্থলে পৌঁছে।

এ সময় এলাকাবাসী জানান, বাড়ির ভেতরে ডাকাত সদস্যরা রয়েছেন। ফলে পুলিশের উপস্থিতিতে বাড়ির মেইনগেট ভেঙে বাড়িতে থাকা মা ও মেয়েদের উদ্ধার করা হয়।

তারা ডাকাতের ভয়ে একটি ঘরে লুকিয়ে ছিল। পরে আমাদের উপস্থিতি টের পেয়ে ঘরের দরজা খুলে দেন।

কালীগঞ্জ থানার ওসি ইউনুস আলী জানান, আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিস সদস্যদের সহযোগিতায় বাড়ির সবাইকে উদ্ধার করি। তবে কে বা কারা এবং কী কারণে এ হামলা করেছে, তা এখনই বলা যাচ্ছে না।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কালীগঞ্জে ‘অপারেশন পিঅ্যান্ডএম’ স্ট্রিকার লাগিয়ে প্রবাসীর বাড়িতে আগুন

আপডেট সময় ০৩:৪৬:০১ অপরাহ্ন, শুক্রবার, ২ নভেম্বর ২০১৮

অাকাশ জাতীয় ডেস্ক:

ঝিনাইদহের কালীগঞ্জে এক প্রবাসীর বাড়িতে ‘অপারেশন পিঅ্যান্ডএম’ স্ট্রিকার লাগিয়ে ভয়ঙ্কর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এ সময় আগুনে দুটি ঘর ও রান্নাঘর পুড়ে ছাই হয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে কালীগঞ্জ উপজেলার শিমলা-রোকনপুর ইউনিয়নের পাতবিলা গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

বাড়ির মালিক সৌদি প্রবাসী ফিরোজ আহমেদ। তিনি পাতবিলা গ্রামের মো. আইয়ুব হোসেনের ছেলে।

জানা যায়, দুর্বৃত্তরা বাড়িতে আগুন দেয়ার আগে ঘরের দেয়ালে ‘অপারেশন পিঅ্যান্ডএম’ লেখা একটি স্ট্রিকার রেখে গেছে। ঘটনার সময় বাড়িতে তার স্ত্রী জুলিয়া বেগম এবং ফারিয়া মাহমুদ ও রোজ নামে দুই মেয়ে ঘুমিয়ে ছিল। তবে কী কারণে এ আগুন সন্ত্রাসের ঘটনা ঘটেছে তা বলতে পারেননি বাড়ির সদস্যরা।

এ ঘটনার পর বাড়ির সদস্যরা ভিত হয়ে পড়েছেন। ঘটনার পর থেকে তারা স্বাভাবিক হতে পারছেন না।

এদিকে খবর পেয়ে রাতেই কালীগঞ্জ থানার ওসি ইউনুস আলী ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে বাড়ির সবাইকে উদ্ধার করেন।

প্রবাসী ফিরোজ আহমেদের ছোট ভাই হারুন অর রশিদ জানান, দেশে যেভাবে জঙ্গি অভিযান পরিচালিত হচ্ছে, ঠিক তেমনভাবে এ সন্ত্রাসী অভিযান চালানো হয়েছে। আমাদের সঙ্গে পারিবারিক ও সামাজিক কারও কোনো বিরোধ নেই।

ইউপি মেম্বর নাসির উদ্দীন জানান, দুর্বৃত্তরা রাত ২টার দিকে প্রথমে বাড়ির প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে। এর পর বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। তারপর বাড়ির পূর্বপাশের একটি রুমের জানালা দিয়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। পরে বাড়িতে থাকা সদস্যদের মোবাইলে সংবাদ পেয়ে আমরা পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দিই।

কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শামসুর রহমান জানান, সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে বাড়ির সব জানালা-দরজা বন্ধ পাই। একই সময় কালীগঞ্জ থানার পুলিশও ঘটনাস্থলে পৌঁছে।

এ সময় এলাকাবাসী জানান, বাড়ির ভেতরে ডাকাত সদস্যরা রয়েছেন। ফলে পুলিশের উপস্থিতিতে বাড়ির মেইনগেট ভেঙে বাড়িতে থাকা মা ও মেয়েদের উদ্ধার করা হয়।

তারা ডাকাতের ভয়ে একটি ঘরে লুকিয়ে ছিল। পরে আমাদের উপস্থিতি টের পেয়ে ঘরের দরজা খুলে দেন।

কালীগঞ্জ থানার ওসি ইউনুস আলী জানান, আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিস সদস্যদের সহযোগিতায় বাড়ির সবাইকে উদ্ধার করি। তবে কে বা কারা এবং কী কারণে এ হামলা করেছে, তা এখনই বলা যাচ্ছে না।