অাকাশ জাতীয় ডেস্ক:
রাজধানীর পান্থপথ স্কয়ার হাসপাতালের সামনের সড়কে অ্যাম্বুলেন্স চাপায় শিল্পী আক্তার নামে ৩০ বছর বয়সী একজন গৃহকর্মী নিহত হয়েছেন। সোমবার ভোরে এ ঘটনা ঘটে। দুর্ঘটনার পর অ্যাম্বুলেন্সটি আটক করেছে পুলিশ। এছাড়া মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রেখেছে।
নিহত শিল্পীর ভাতিজা রাসেল ঢাকাটাইমসকে বলেন, সকাল সাড়ে ছয়টার দিকে গৃহকর্মী শিল্পী বাসা থেকে বের হয়ে কাজে যাচ্ছিলেন। রাস্তা পার হওয়ার সময় একটি অ্যাম্বুলেন্স চাপা দিলে তিনি গুরুতর আহত হন। আশপাশের লোকজন দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সাড়ে নয়টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত শিল্পী ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার হাজলপাড়া গ্রামের নেকাব্বর আলীর স্ত্রী। পশ্চিম রাজাবাজার ঢালি বাড়ি এলাকায় থাকতেন তিনি।
শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গনেশ গোপাল বিশ্বাস দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, দুর্ঘটনার পর অ্যাম্বুলেন্সটি আটক করা হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 




















