অাকাশ জাতীয় ডেস্ক:
রাজধানীর শান্তিনগরে ট্রপিক্যাল রাজিয়া শপিং কমপ্লেক্সে আগুন লেগেছে। ফায়ার সার্ভিস ধারণা করছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
শনিবার বিকাল ৫টার দিকে ওই ভবনটির কোনো একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। ঘটনার পর থেকে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট আগুন নেভানোর কাজ করছে।
প্রত্যক্ষদর্শী প্রদ্যুত বরণ চৌধুরী জানান, ভবনের ভেতর থেকে এখন পর্যন্ত তিনজনকে উদ্ধার করা হয়েছে।
ফায়ার সার্ভিসের পরিদর্শক আতাউর রহমান জানান, আগুন নেভানোর কাজে ফায়ার সার্ভিস কাজ করছে। আগুন নিয়ন্ত্রণে রয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 




















