ঢাকা ০২:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ১৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বেলকে দিয়ে হ্যাজার্ডকে চায় রিয়াল

আকাশ স্পোর্টস ডেস্ক:

একজন গোলমেশিন খুঁজছে রিয়াল মাদ্রিদ। তাদের রাডারে অনেকে থাকলেও প্রধান টার্গেট এখন ইডেন হ্যাজার্ড। স্প্যানিশ পত্রিকা ‘ওকে দারিও’ জানাচ্ছে, বেলজিয়াম তারকাকে দলে পেতে চেলসির জন্য গ্যারেথ বেলকে ছেড়ে দিতে রাজি রিয়াল।

হ্যাজার্ড নিজমুখে একাধিকবার জানিয়েছেন, রিয়াল তার ‘স্বপ্নের ক্লাব’। দিনকয়েক আগেও এ কথা বলেছেন। কিন্তু তিনি এও জানিয়েছেন, এই জানুয়ারিতে অন্তত চেলসি ছাড়ছেন না। হ্যাজার্ডকে দলে নিলে যে অনেক বেশি বেতন দিতে হবে, সেটা ভালো করেই জানে রিয়াল। তাই আর্থিক ভারসাম্যের জন্য হ্যাজার্ড চুক্তিতে বেলকে ‘বিনিময়’ হিসেবে ব্যবহার করতে চায় স্প্যানিশ জায়ান্টরা।

যদিও গোল ডটকম জানাচ্ছে, চেলসির সঙ্গে ২০২২ পর্যন্ত চুক্তি থাকা হ্যাজার্ডকে দলে টানতে বহু কাঠখড় পোড়াতে হবে রিয়াল মাদ্রিদকে। হ্যাজার্ডের সঙ্গে রিয়াল পাখির চোখ করেছে ইংল্যান্ড স্ট্রাইকার রাহিম স্টার্লিংকেও। দু’দিন আগে স্পেনের বিপক্ষে জোড়া গোল করার পর ম্যানচেস্টার সিটি তারকার দিকে চোখ একটু বেশি বড় করেই তাকাচ্ছে রিয়াল।

ব্রিটিশ দৈনিক ডেইলি মেইল জানাচ্ছে, স্টার্লিংকে পেতে ১০০ মিলিয়ন ইউরো খরচ করতে হবে রিয়ালকে। এই দু’জনের সঙ্গে রিয়ালকে জড়িয়ে নাম ভাসছে মোহামেদ সালাহ’রও। শুধু রিয়াল নয়, লিভারপুলের মিসরীয় তারকার দিকে নাকি চোখ রাখছে বার্সেলোনাও।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বেলকে দিয়ে হ্যাজার্ডকে চায় রিয়াল

আপডেট সময় ১০:০০:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ অক্টোবর ২০১৮

আকাশ স্পোর্টস ডেস্ক:

একজন গোলমেশিন খুঁজছে রিয়াল মাদ্রিদ। তাদের রাডারে অনেকে থাকলেও প্রধান টার্গেট এখন ইডেন হ্যাজার্ড। স্প্যানিশ পত্রিকা ‘ওকে দারিও’ জানাচ্ছে, বেলজিয়াম তারকাকে দলে পেতে চেলসির জন্য গ্যারেথ বেলকে ছেড়ে দিতে রাজি রিয়াল।

হ্যাজার্ড নিজমুখে একাধিকবার জানিয়েছেন, রিয়াল তার ‘স্বপ্নের ক্লাব’। দিনকয়েক আগেও এ কথা বলেছেন। কিন্তু তিনি এও জানিয়েছেন, এই জানুয়ারিতে অন্তত চেলসি ছাড়ছেন না। হ্যাজার্ডকে দলে নিলে যে অনেক বেশি বেতন দিতে হবে, সেটা ভালো করেই জানে রিয়াল। তাই আর্থিক ভারসাম্যের জন্য হ্যাজার্ড চুক্তিতে বেলকে ‘বিনিময়’ হিসেবে ব্যবহার করতে চায় স্প্যানিশ জায়ান্টরা।

যদিও গোল ডটকম জানাচ্ছে, চেলসির সঙ্গে ২০২২ পর্যন্ত চুক্তি থাকা হ্যাজার্ডকে দলে টানতে বহু কাঠখড় পোড়াতে হবে রিয়াল মাদ্রিদকে। হ্যাজার্ডের সঙ্গে রিয়াল পাখির চোখ করেছে ইংল্যান্ড স্ট্রাইকার রাহিম স্টার্লিংকেও। দু’দিন আগে স্পেনের বিপক্ষে জোড়া গোল করার পর ম্যানচেস্টার সিটি তারকার দিকে চোখ একটু বেশি বড় করেই তাকাচ্ছে রিয়াল।

ব্রিটিশ দৈনিক ডেইলি মেইল জানাচ্ছে, স্টার্লিংকে পেতে ১০০ মিলিয়ন ইউরো খরচ করতে হবে রিয়ালকে। এই দু’জনের সঙ্গে রিয়ালকে জড়িয়ে নাম ভাসছে মোহামেদ সালাহ’রও। শুধু রিয়াল নয়, লিভারপুলের মিসরীয় তারকার দিকে নাকি চোখ রাখছে বার্সেলোনাও।