আকাশ বিনোদন ডেস্ক:
বাংলাদেশের সঙ্গিতাঙ্গনের কিংবদন্তি আইয়ুব বাচ্চুর মৃত্যুতে শোকের ছায়া বিরাজ করছে ভারতের শিল্পাঙ্গনে। বৃহস্পতিবার সকালে রাজধানীর স্কয়ার হাসপাতালে মারা যান তিনি।
এদিকে দুর্গোৎসবের মাঝে ভারতে যখন আনন্দ, মজা, খাওয়াদাওয়া, আড্ডায় মেতে উঠেছে সবাই- ঠিক তখনই সবার চোখে এখন শোক।
আইয়ুব বাচ্চুর মৃত্যুতে শোকাহত হয়েছে টালিউডপাড়া। একে একে অনেক সেলিব্রিটিই তাদের দুঃখপ্রকাশ করেছেন সামাজিকমাধ্যমে।
অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায়ের বড় হয়ে ওঠা আয়ুব বাচ্চুর গান শুনে। তিনি লিখেছেন, আমাদের বড় হয়ে ওঠার রাতজাগা ছোট ছোট কষ্টগুলোর সঙ্গে আপনি জড়িয়ে ছিলেন। ভালো থাকবেন আইয়ুব ভাই।
সঙ্গীতশিল্পী অনুপম রায় লিখেছেন, বাচ্চু ভাইয়ের এভাবে হঠাৎ করে চলে যাওয়াটা মেনে নেয়া কঠিন। বাংলা গান চিরদিন মনে রাখবে এই চমৎকার গুণী মানুষটিকে।
পরিচালক সৌকর্য্য ঘোষাল এবং অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ও সামাজিকমাধ্যমে শোকপ্রকাশ করেছেন।
আকাশ নিউজ ডেস্ক 























