অাকাশ জাতীয় ডেস্ক:
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন (এলজিআরডি) ও সমবায়মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, মৃত বঙ্গবন্ধু জীবিত বঙ্গবন্ধুর চেয়ে বহুগুণ শক্তিশালী। বৃহস্পতিবার রাজধানীর কাকরাইলে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর মিলনায়তনে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস’ উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ড কোন বিচ্ছিন্ন ঘটনা নয় উল্লেখ করে তিনি বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পূর্বে স্বাধীনতা বিরোধী চক্র সুপরিকল্পিত পরিবেশ সৃষ্টি করেছিল। যারা বঙ্গবন্ধু হত্যার ষড়যন্ত্র করেছিল তারা আজও ষড়যন্ত্র অব্যাহত রেখেছে।
স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত সচিব ইকরামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মো. মসিউর রহমান রাঙ্গাঁ।
পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের ভারপ্রাপ্ত সচিব মাফরূহা সুলতানাসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও সংশ্লিষ্ট সংস্থা ও দফতর প্রধানরা এ সময় উপস্থিত ছিলেন।
আকাশ নিউজ ডেস্ক 




















