অাকাশ জাতীয় ডেস্ক:
একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাভারের আমিনবাজারে ব্যাপক গণসংযোগ করেছেন কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ঢাকা-২ (সাভার-কেরানীগঞ্জ) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী শাহিন আহমেদ।
বৃহস্পতিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি সাভারের আমিনবাজার ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডসহ বিভিন্ন গ্রামের বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করে বর্তমান আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেন।
গণসংযোগকালে তিনি আরও বলেন, আমি দুবারের কেরানীগঞ্জ উপজেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হয়েছি এবং ব্যাপক উন্নয়ন কাজ করেছি তাই আগামীতেও আওয়ামী লীগের সব উন্নয়ন ধারাকে অব্যাহত রাখতে আমি আগামী সংসদ নির্বাচনে ঢাকা-২ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশা করছি।
এ সময় তিনি আওয়ামী লীগের উন্নয়ন ধারা বজায় রাখতে সবাইকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেয়ার আহ্বান জানান। গণসংযোগকালে স্থানীয় আওয়ামী লীগ নেতা রাকিব আহমেদসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আকাশ নিউজ ডেস্ক 




















