অাকাশ জাতীয় ডেস্ক:
রাজধানীর উত্তরায় আওয়ামী লীগের পক্ষে নির্বাচনী গণসংযোগ করেছেন দলটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এবং আহম্মদ হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য সাহারা খাতুন, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক খান এবং যুগ্ম-সাধারণ সম্পাদক হাবিব হাসান।
এছাড়া এসএম তোফাজ্জল হোসেন নাজিম উদ্দিন আলমসহ শত শত নেতাকর্মী স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণ করেন। এ সময় উত্তরা হাউজ বিল্ডং থেকে রাজলক্ষ্মী পর্যন্ত বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও স্থানীয়দের কাছে দলের নির্বাচনী প্রতীক নৌকায় ভোট চেয়ে তারা নির্বাচনী লিফলেট বিলি করেন।
আকাশ নিউজ ডেস্ক 





















