আকাশ স্পোর্টস ডেস্ক:
চোটের কাছে হার মানতে হয়েছে সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে।
আঙুলে চোট নিয়ে হাসপাতালের বিছানায় শুয়েই রোহিতশর্মাদের হাতে শিরোপা দিতে দেখেছেন তিনি।
এমন না পাওয়ার দিনে তাকে শুনতে হলো আরেকটি দুঃসংবাদ। শুধু এশিয়া কাপই নয় প্রায় তিন মাস বল ছুঁতে পারবেন না তিনি।
সে রেশ কাটতে না কাটতেই সাকিবের এমন দুঃসময়ে ভেসে এলো আরেকটি দুঃসংবাদ।
সেটা হলো আইসিসি ওয়ানডে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে রশিদ খানের কাছে শীর্ষস্থান হারিয়েছেন সাকিব আল হাসান।
আইসিসি আজ অলরাউন্ডারদের নতুন র্যাঙ্কিং প্রকাশ করেছে। সেখানে ছয় ধাপ লাফিয়ে ৩৫৩ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে উঠে গেছেন আফগান ঘূর্ণি জাদুকর রশিদ খান।
আর ৩৪১ রেটিং পয়েন্ট নিয়ে এক ধাপ নিচে নেমেছেন সাকিব আল হাসান।
ক্যারিয়ারের সুসময়টা দারুণভাবেই পার করছেন আফগান ক্রিকেটার রশিদ খান। দেশের হয়ে প্রথম ক্রিকেটার হিসেবে আইসিসির ওয়ানডে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান দখল করলেন তিনি।
মূলত এশিয়া কাপের দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে সাকিবকে টপকে গেছেন রশিদ খান। সুপার ফোরে বাংলাদেশের বিপক্ষে অপরাজিত ৫৭ রানের ঝকঝকে ইনিংস রয়েছে তার।
এছাড়াও রয়েছে টুর্নামেন্টে সর্বোচ্চ ১০ উইকেট নেওয়া রেকর্ড।
সে তুলনায় ইঞ্জুরি আক্রান্ত সাকিব আল হাসান নিজেকে মেলে ধরতে পারেন নি। ভাঙা আঙুল নিয়ে ৪ ম্যাচে ৭ উইকেট নিলেও ব্যাট হাতে অনুজ্জ্বল ছিলেন সাকিব।
তবে দুঃসংবাদের মাঝেও যে খবরটি তৃপ্তি দিতে পারে সাকিবসহ বাংলাদেশের ক্রিড়ামোদীদের। সেটা হলো- ওয়ানডে ও টি-টোয়েন্টিতে শীর্ষ অলরাউন্ডারের স্থান হারালেও টেস্টে শীর্ষস্থানীয় অলরাউন্ডারের আসনটা এখনো সাকিবের দখলেই আছে।
আকাশ নিউজ ডেস্ক 

























