আকাশ স্পোর্টস ডেস্ক:
দারুণ ছন্দে থাকা লিভারপুলকে লিগ কাপ থেকে বিদায় করে দিয়েছে চেলসি। প্রতিযোগিতার সফলতম ক্লাবটিকে তাদেরই মাঠে হারিয়ে চতুর্থ রাউন্ডে উঠেছে ব্লুজরা। বুধবার রাতে অ্যানফিল্ডে তৃতীয় রাউন্ডের ম্যাচে ২-১ গোলে জিতেছে চেলসি।
৫৮ মিনিটে ইংলিশ ফরোয়ার্ড ড্যানিয়েল স্টুরিজের গোলে এগিয়ে যায় লিভারপুল। কিন্তু শেষ দিকে ছয় মিনিটের ব্যবধানে দুই গোল খেয়ে বসে অলরেডরা। ৭৯ মিনিটে এমেরসন পালমিয়েরির গোলে সমতায় ফেরে চেলসি।
আর ৮৫ মিনিটে দারুণ এক গোলে জয় নিশ্চিত করেন বদলি নামা বেলজিয়ামের ফরোয়ার্ড ইডেন হ্যাজার্ড। আরেক ম্যাচে ব্রেন্টফোর্ডকে ৩-১ গোলে হারিয়েছে আর্সেনাল।
আর ওয়াটফোর্ডের সঙ্গে ২-২ গোলে ড্রয়ের পর টাইব্রেকারে ৪-২ গোলে জিতে পরের রাউন্ডে উঠেছে টটেনহ্যাম।
আকাশ নিউজ ডেস্ক 

























