আকাশ স্পোর্টস ডেস্ক:
দৃষ্টিটা পড়েছিল মডরিচ আর সালাহর ওপর। কেননা সেরা তিনেই ঠাঁই হয়নি লিওনেল মেসির।
সেরা তিনে থাকলেও অনুষ্ঠানে আসেননি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
মডরিচ ও সালাহর মধ্যে কে কাকে কাটিয়ে গোলটা দেন এটিই শুধু দেখার ছিল।
সোমবার লন্ডনে ‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে সেটিই দেখল ফুটবলবিশ্ব। রাত ২টায় ফিফার টুইটে ২০১৮ সালের ফিফা বর্ষসেরা ফুটবলার হিসেবে যার নাম উঠল তিনি হলেন লুকা মডরিচ। ১১ বছর পর ফুটবল বিশ্ব দেখল এক ভিন্ন চিত্র। ১০ বছর পর সিংহাসন হারালেন মেসি-রোনাল্ডো।
গত এক দশকে ফিফার বর্ষসেরা ও ব্যালন ডি’অর- সবই জিতে নিয়েছিলেন এ দুই তারকার কোনো একজন।
আগস্ট মাসের শেষ দিকে রোনাল্ডো ও সালাহকে হারিয়ে উয়েফার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতে নিয়েছিলেন ক্রোয়েট অধিনায়ক লুকা মডরিচ।
এবার ক্যারিয়ারে প্রথমবার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতলেন লুকা মডরিচ।
রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়নস লিগ জেতানোর পেছনে গত তিনবারই নেপথ্যে ভূমিকা রেখেছেন মডরিচ।
প্রতিবারই বর্ষসেরা মিডফিল্ডারের তালিকায় স্থান করে নিলেও এর আগে বর্ষসেরাদের সংক্ষিপ্ত তালিকায় জায়গা হয়নি তার।
মেসি-রোনাল্ডোর রাজত্বে এবারের বিশ্বকাপ ছড়ি ঘুরিয়েছেন মডরিচ। বিশ্বকাপে ক্রোয়েশিয়াকে প্রথমবার শুধু ফাইনালেই তোলেননি, জিতেছেন বিশ্বকাপের সেরা ফুটবলারের পুরস্কার।
রাশিয়া বিশ্বকাপে ধারাবাহিকভাবে দারুণ খেলে দুটি গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে একটি গোলও করান তিনি।
এসব নিরীক্ষণেই ১০ বছর পর মেসি-রোনাল্ডোকে ছাড়িয়ে লুকা মডরিচ পেলেন সেরা ফুটবলারের পুরস্কার।
প্রসঙ্গত ১৯৯১ সাল থেকে বর্ষসেরা ফুটবলার পুরস্কার দিয়ে আসছে ফিফা। ২০১০ সাল থেকে ফ্রান্স ফুটবলের ব্যালন ডি’অরের সঙ্গে মিলে এ পুরস্কারের নাম হয় ফিফা-ব্যালন ডি’অর।
ছয় বছর একসঙ্গে পথচলার পর ২০১৬ সাল থেকে আবার ফুটবলের সবচেয়ে বড় দুটি ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অর ও ফিফা অ্যাওয়ার্ডের পথ দুদিকে বেঁকে যায়।
বর্ষসেরা ফুটবলার নির্বাচনে ভোটিং প্রক্রিয়ায় সবার অংশগ্রহণের সুযোগ থাকায় ফিফার ‘দ্য বেস্ট’ অ্যাওয়ার্ডই এখন তর্কসাপেক্ষে ফুটবলের সবচেয়ে বড় পুরস্কার।
আকাশ নিউজ ডেস্ক 























