ঢাকা ০৪:২৯ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ময়মনসিংহের ধোবাউড়ায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে ছুরিকাঘাতে হত্যা কৌশলের অজুহাতে বিএনপি কোনো গোপন বেশ ধারণ করেনি: তারেক রহমান ‘জনতার কাফেলা ‘হ্যাঁ’ ভোটের পক্ষে, নতুন বাংলাদেশের পক্ষে’ সিলেটে তিন বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত দুই, আহত ১০ বাংলাদেশের ভিসা পাননি আইসিসি প্রতিনিধি দলের ভারতীয় কর্মকর্তা সায়েন্সল্যাবে ‘অধ্যাদেশ মঞ্চ’ স্থাপন করে গণজমায়েতের ঘোষণা দেশে হিসাব কারচুপির মাধ্যমে বিপুল অঙ্কের অর্থ আত্মসাৎ ও পাচার হয়েছে :পররাষ্ট্র উপদেষ্টা গুমের শিকার পরিবারের সঙ্গে তারেক রহমানের মতবিনিময় বাংলাদেশে সংসদ নির্বাচন ও গণভোট প্রক্রিয়ায় নিরাপত্তা ঝুঁকি নেই: ইইউ পর্যবেক্ষণ মিশন আ.লীগ নিরাপদ আশ্রয়স্থল হিসেবে গণঅধিকারকে বেছে নেবে: নুর

ম্যাচ সেরা হয়েও মুস্তাফিজকে জয়ের কৃতিত্ব দিলেন রিয়াদ

আকাশ স্পোর্টস ডেস্ক:

টানা দুই ম্যাচ হেরে প্রচণ্ড চাপে ছিলেন মাশরাফিরা। আফগানিস্তানের বিপক্ষে গতকালও খারাপ অবস্থায় ছিল বাংলাদেশ। ৮৭ রানে ৫ উইকেটে পড়ে গিয়েছিল। তবে পঞ্চম উইকেটে ইমরুল ও মাহমুদউল্লাহ মিলে ১২৮ রান যোগ করে স্কোর নিয়ে যান ২৪৯ এ।

কিন্তু এই রান এক সময় নিরাপদ মনে হচ্ছিলো না। জয়ের জন্য শেষ পর্যন্ত সহজ সমীকরণ এসে যায় আফগানিস্তানের সামনে।শেষ ওভারে তাদের দরকার ছিল মাত্র ৮ রান। হাতে চার উইকেট। কিন্তু দুর্দান্ত বোলিং করে এক উইকেট নেওয়ার পাশাপাশি মাত্র ৪ রান দিয়ে দলকে নাটকীয় জয় উপহার দেন মুস্তাফিজ।

শেষ ওভারে কাটার বয়ের ম্যাজিকে দল জিতলেও পুরো ম্যাচে দারুণ অলরাউন্ড পারফরম্যান্স দেখান মাহমুদউল্লাহ রিয়াদ। ব্যাট হাতে ৮৯ বলে ৭২ রান করার পর একটি ভাইটাল উইকেট নিয়েছেন, দুর্দান্ত ক্যাচ ধরেছেন। জিতেছেন ম্যাচ সেরার পুরষ্কার।

নিজের এমন পারফরম্যান্স সত্বেও জয়ের আসল কৃতিত্ব দিলেন কাটার বয় মুস্তাফিজুর রহমানকে। ম্যাচ শেষে রিয়াদ বলেন,‘ লিটন আজ ভালো খেলেছে। দুটো রান আউট আমাদের বড় ক্ষতি করেছে। দ্রুত ৫ উইকেট পড়ে যায়। এরপর আমি ও ইমরুল ভালো পার্টনারশিপ গড়ি। কাজটা সহজ ছিল না। আবহাওয়া খুব গরম ছিল। আমি শুকিয়ে যাচ্ছিলাম। ইমরুল এই পজিশনে ব্যাট করে না। ও উপরের দিকে ব্যাট করে। ওর জন্যও কাজটা সহজ ছিল না। গত কয়েক দিন ওর উপর অনেক চাপ গেছে। তারপরেও সে অসাধারণ লড়াই করেছে। দারুণ ব্যাট করেছে।তবে আমি জয়ের আসল কৃতিত্ব দিতে চাই মুস্তাফিজকে। শেষ ওভারটা ও অসাধাণ করেছে।’

মাশরাফির প্রশংসা করে মাহমুদউল্লাহ বলেন,‘ খুব গুরুত্বপূর্ণ দুটি ব্রেক থ্রু করেছে। মাশরাফির দুই উইকেটে আমরা ম্যাচে ফিরি। তবে আমি পুরো দলকে কৃতিত্ব দিতে চাই। এটা ছিল দলগত প্রচেষ্টার ফল। হ্যাঁ, শান্ত আজও ভালো করতে পারেনি। কিন্তু ওর সময় দরকার।’

আফগানিস্তানকে হারানোর পর এখন ফাইনালের স্বপ্ন দেখছে বাংলাদেশ। ২৬ তারিখ পাকিস্তানকে হারাতে পারলে ভারতের সঙ্গে ফাইনাল খেলবে মাশরাফির দল। আবুধাবি পাকিস্তানের হোম গ্রাউন্ডের একটি। এই পাকিস্তানকে হারানো সহজ হবে না মনে করলেও, কাজটা আবার অসম্ভবও ভাবছেন না রিয়াদ।

বলছিলেন,‘ আমাদের হাতে দুটো দিন সময় আছে। এটা ভালো ব্যাপার। আমাদের ভুলগুলো, দুর্বল দিকগুলো এ সময় আলোচনা করে শুধরানোর সুযোগ পাব। ম্যাচটা সহজ না হলেও জয় অসম্ভবও নয়। আমরা ওই ম্যাচটার জন্য অপেক্ষা করছি।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ম্যাচ সেরা হয়েও মুস্তাফিজকে জয়ের কৃতিত্ব দিলেন রিয়াদ

আপডেট সময় ০১:২৭:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৪ সেপ্টেম্বর ২০১৮

আকাশ স্পোর্টস ডেস্ক:

টানা দুই ম্যাচ হেরে প্রচণ্ড চাপে ছিলেন মাশরাফিরা। আফগানিস্তানের বিপক্ষে গতকালও খারাপ অবস্থায় ছিল বাংলাদেশ। ৮৭ রানে ৫ উইকেটে পড়ে গিয়েছিল। তবে পঞ্চম উইকেটে ইমরুল ও মাহমুদউল্লাহ মিলে ১২৮ রান যোগ করে স্কোর নিয়ে যান ২৪৯ এ।

কিন্তু এই রান এক সময় নিরাপদ মনে হচ্ছিলো না। জয়ের জন্য শেষ পর্যন্ত সহজ সমীকরণ এসে যায় আফগানিস্তানের সামনে।শেষ ওভারে তাদের দরকার ছিল মাত্র ৮ রান। হাতে চার উইকেট। কিন্তু দুর্দান্ত বোলিং করে এক উইকেট নেওয়ার পাশাপাশি মাত্র ৪ রান দিয়ে দলকে নাটকীয় জয় উপহার দেন মুস্তাফিজ।

শেষ ওভারে কাটার বয়ের ম্যাজিকে দল জিতলেও পুরো ম্যাচে দারুণ অলরাউন্ড পারফরম্যান্স দেখান মাহমুদউল্লাহ রিয়াদ। ব্যাট হাতে ৮৯ বলে ৭২ রান করার পর একটি ভাইটাল উইকেট নিয়েছেন, দুর্দান্ত ক্যাচ ধরেছেন। জিতেছেন ম্যাচ সেরার পুরষ্কার।

নিজের এমন পারফরম্যান্স সত্বেও জয়ের আসল কৃতিত্ব দিলেন কাটার বয় মুস্তাফিজুর রহমানকে। ম্যাচ শেষে রিয়াদ বলেন,‘ লিটন আজ ভালো খেলেছে। দুটো রান আউট আমাদের বড় ক্ষতি করেছে। দ্রুত ৫ উইকেট পড়ে যায়। এরপর আমি ও ইমরুল ভালো পার্টনারশিপ গড়ি। কাজটা সহজ ছিল না। আবহাওয়া খুব গরম ছিল। আমি শুকিয়ে যাচ্ছিলাম। ইমরুল এই পজিশনে ব্যাট করে না। ও উপরের দিকে ব্যাট করে। ওর জন্যও কাজটা সহজ ছিল না। গত কয়েক দিন ওর উপর অনেক চাপ গেছে। তারপরেও সে অসাধারণ লড়াই করেছে। দারুণ ব্যাট করেছে।তবে আমি জয়ের আসল কৃতিত্ব দিতে চাই মুস্তাফিজকে। শেষ ওভারটা ও অসাধাণ করেছে।’

মাশরাফির প্রশংসা করে মাহমুদউল্লাহ বলেন,‘ খুব গুরুত্বপূর্ণ দুটি ব্রেক থ্রু করেছে। মাশরাফির দুই উইকেটে আমরা ম্যাচে ফিরি। তবে আমি পুরো দলকে কৃতিত্ব দিতে চাই। এটা ছিল দলগত প্রচেষ্টার ফল। হ্যাঁ, শান্ত আজও ভালো করতে পারেনি। কিন্তু ওর সময় দরকার।’

আফগানিস্তানকে হারানোর পর এখন ফাইনালের স্বপ্ন দেখছে বাংলাদেশ। ২৬ তারিখ পাকিস্তানকে হারাতে পারলে ভারতের সঙ্গে ফাইনাল খেলবে মাশরাফির দল। আবুধাবি পাকিস্তানের হোম গ্রাউন্ডের একটি। এই পাকিস্তানকে হারানো সহজ হবে না মনে করলেও, কাজটা আবার অসম্ভবও ভাবছেন না রিয়াদ।

বলছিলেন,‘ আমাদের হাতে দুটো দিন সময় আছে। এটা ভালো ব্যাপার। আমাদের ভুলগুলো, দুর্বল দিকগুলো এ সময় আলোচনা করে শুধরানোর সুযোগ পাব। ম্যাচটা সহজ না হলেও জয় অসম্ভবও নয়। আমরা ওই ম্যাচটার জন্য অপেক্ষা করছি।’