অাকাশ জাতীয় ডেস্ক:
সিলেট-২ আসনের এমপি ও কেন্দ্রীয় জাতীয় পার্টির যুগ্ম-মহাসচিব ইয়াহইয়া চৌধুরী এহিয়া বলেছেন, আগামী নির্বাচনে মহাজোট থাকলেও তিনি প্রার্থী থাকবেন। আর জোট না হলেও এককভাবে লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচন করবেন।
তিনি বৃহস্পতিবার রাতে সিলেটের বিশ্বনাথ উপজেলার উত্তর দৌলতপুর গ্রামের প্রবাসী হাজী হরমুজ আলীর বাড়িতে ‘দৌলতপুর ইউনিয়ন’ জাতীয় পার্টির সম্মেলন ও সোলার প্যানেল বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন।
জাতীয় পার্টি নেতা আনোয়ার হোসেন ধন মিয়ার সভাপতিত্বে ও নাজিম উদ্দিন চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী তৌফিকুল ইসলাম, জেলা জাতীয় পার্টির সদস্য এসএম আরশ আলী বাবলু প্রমুখ।
আকাশ নিউজ ডেস্ক 




















