অাকাশ জাতীয় ডেস্ক:
ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। ৩০ জুন, ২০১৮ সমাপ্ত হিসাব বছরে এ ডিভিডেন্ড ঘোষণা করে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানির ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ২ অক্টোবর নির্ধারণ করা হয়েছে। এছাড়া কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৩ অক্টোবর সকাল ১০টায় চট্টগ্রামের ইস্ট পতেঙ্গা বিমানবন্দর সড়কের শাহীন গলফ ক্লাব কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে।
ডিএসই`র ওয়েবসাইট সূত্রে জানা যায়, ২০১৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিটির অনুমোদিত মূলধন ৩০০ কোটি টাকা। কোম্পানিটির পরিশোধিত মূলধন ১৬৬ কোটি ২৮ লাখ ১০ হাজার টাকা।
আকাশ নিউজ ডেস্ক 
























