অাকাশ জাতীয় ডেস্ক:
রাজধানীর গুলিস্তানে যাত্রীবাহী বাস ও কাভার্ডভ্যানের সংঘর্ষে সাতজন আহত হয়েছেন।
শুক্রবার সকাল সোয়া ৬টার দিকে জিরো পয়েন্টের সামনে এ দুর্ঘটনা ঘটে।
আহত ব্যক্তিদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তারা হলেন আলামিন (২৫), শামসুল হক (৫২), রফিক (৪০), পরীবানু (৪০), কামাল (২০), ইসমাইল (৪০), সজল (২৫)
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ক্যাম্প ইনচার্জ এসআই বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, আহতরা সবাই ৭ নম্বর বাসের যাত্রী ছিলেন। বাসটি সায়েদাবাদ থেকে গাবতলী যাচ্ছিল। জিরো পয়েন্টের সামনে একটি কাভার্ডভ্যানের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়।
আকাশ নিউজ ডেস্ক 

























