ঢাকা ০৫:১২ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ময়মনসিংহের ধোবাউড়ায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে ছুরিকাঘাতে হত্যা কৌশলের অজুহাতে বিএনপি কোনো গোপন বেশ ধারণ করেনি: তারেক রহমান ‘জনতার কাফেলা ‘হ্যাঁ’ ভোটের পক্ষে, নতুন বাংলাদেশের পক্ষে’ সিলেটে তিন বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত দুই, আহত ১০ বাংলাদেশের ভিসা পাননি আইসিসি প্রতিনিধি দলের ভারতীয় কর্মকর্তা সায়েন্সল্যাবে ‘অধ্যাদেশ মঞ্চ’ স্থাপন করে গণজমায়েতের ঘোষণা দেশে হিসাব কারচুপির মাধ্যমে বিপুল অঙ্কের অর্থ আত্মসাৎ ও পাচার হয়েছে :পররাষ্ট্র উপদেষ্টা গুমের শিকার পরিবারের সঙ্গে তারেক রহমানের মতবিনিময় বাংলাদেশে সংসদ নির্বাচন ও গণভোট প্রক্রিয়ায় নিরাপত্তা ঝুঁকি নেই: ইইউ পর্যবেক্ষণ মিশন আ.লীগ নিরাপদ আশ্রয়স্থল হিসেবে গণঅধিকারকে বেছে নেবে: নুর

শুভ-মিমের ‘সাপলুডু’

আকাশ বিনোদন ডেস্ক:

আবারও রূপালী পর্দায় জুটি বাঁধতে চলেছেন আরিফিন শুভ ও বিদ্যা সিনহা সাহা মিম। রবিবার সন্ধ্যায় নতুন ছবি ‘সাপালুডু’র জন্য চুক্তিবদ্ধ হয়েছেন ‘ঢাকা অ্যাটাক’ খ্যাত অভিনেতা শুভ। এই ছবিতেই তিনি নায়িকা মিমের সঙ্গে দ্বিতীয়বারের মতো স্ত্রিন শেয়ার করবেন। গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন নায়ক শুভ নিজেই।

‘সাপলুডু’ পরিচালনা করবেন গোলাম সোহরাব দোদুল। চিত্রনাট্যও লিখেছেন তিনি। তবে ছবির কোনো বিষয়েই আপাতত মুখ খুলতে চাননি পরিচালক। ১৫ সেপ্টেম্বরের পর ছবিটির বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে তিনি জানান। শুধু জানিয়েছেন, শুভ, মিম, জাহিদ হাসান, তারিক আনাম খান, সালাউদ্দিন লাভলুসহ আরও অনেকে অভিনয় করবেন ‘সাপলুডু’-তে। ছবিটি নিয়ে তিনি বেশ আশাবাদী।

পরিচালক কিছু না জানালেও নায়ক শুভ জানালেন, ‘ছবিটি অ্যাকশন থ্রিলার ধাঁচের। এটির গল্প দারুণ পছন্দ হয়েছে। এমন একটি গল্পের জন্যই অপেক্ষা করছিলাম। এর আগে অ্যাকশন থ্রিলার ‘ঢাকা অ্যাটাক’ এবং ‘মুসাফির’ ছবিতে কাজ করে দর্শকদের দারুণ প্রশংসা পেয়েছি। দর্শকের কথা মাথায় রেখে তাই আবারও এ ধরনের গল্পে কাজ করতে রাজি হয়েছি।’

শুভ আরও জানান, ‘সাপলুডু’র গল্পের বিস্তার ও প্রযোজকের পরিকল্পনার কথায় আমার মনে হয়েছে, বাংলাদেশের সবচেয়ে বড় পরিসরে অ্যাকশন থ্রিলার গল্পের ছবি হতে যাচ্ছে এটি। আগামী অক্টোবর থেকে ছবিটির শুটিং শুরু হওয়ার কথা। ঢাকা, বান্দরবান, রাঙামাটি ও কক্সবাজারের লোকেশনগুলোতে এর শুটিং হবে।’

আরিফিন শুভ অভিনীত শেষ ছবি কলকাতার ‘আহা রে’। রঞ্জন ঘোষ পরিচালিত এ ছবিতে শুভর নায়িকা ঋতুপর্ণা ঘোষ। এবার ‘সাপলুডু’ ছবিতে বিদ্যা সিনহা মিমের বিপরীতে চুক্তিবদ্ধ হলেন। মিম-শুভ জুটির এটি দ্বিতীয় ছবি। এর আগে ২০১৪ সালে ‘তারকাঁটা’ ছবিতে জুটি বেঁধেছিলেন তারা। সে ছবিতে শুভর বোনের ভূমিকায় ছিলেন চিত্রনায়িকা মৌসুমী।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শুভ-মিমের ‘সাপলুডু’

আপডেট সময় ০৫:০০:৩৮ অপরাহ্ন, সোমবার, ৩ সেপ্টেম্বর ২০১৮

আকাশ বিনোদন ডেস্ক:

আবারও রূপালী পর্দায় জুটি বাঁধতে চলেছেন আরিফিন শুভ ও বিদ্যা সিনহা সাহা মিম। রবিবার সন্ধ্যায় নতুন ছবি ‘সাপালুডু’র জন্য চুক্তিবদ্ধ হয়েছেন ‘ঢাকা অ্যাটাক’ খ্যাত অভিনেতা শুভ। এই ছবিতেই তিনি নায়িকা মিমের সঙ্গে দ্বিতীয়বারের মতো স্ত্রিন শেয়ার করবেন। গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন নায়ক শুভ নিজেই।

‘সাপলুডু’ পরিচালনা করবেন গোলাম সোহরাব দোদুল। চিত্রনাট্যও লিখেছেন তিনি। তবে ছবির কোনো বিষয়েই আপাতত মুখ খুলতে চাননি পরিচালক। ১৫ সেপ্টেম্বরের পর ছবিটির বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে তিনি জানান। শুধু জানিয়েছেন, শুভ, মিম, জাহিদ হাসান, তারিক আনাম খান, সালাউদ্দিন লাভলুসহ আরও অনেকে অভিনয় করবেন ‘সাপলুডু’-তে। ছবিটি নিয়ে তিনি বেশ আশাবাদী।

পরিচালক কিছু না জানালেও নায়ক শুভ জানালেন, ‘ছবিটি অ্যাকশন থ্রিলার ধাঁচের। এটির গল্প দারুণ পছন্দ হয়েছে। এমন একটি গল্পের জন্যই অপেক্ষা করছিলাম। এর আগে অ্যাকশন থ্রিলার ‘ঢাকা অ্যাটাক’ এবং ‘মুসাফির’ ছবিতে কাজ করে দর্শকদের দারুণ প্রশংসা পেয়েছি। দর্শকের কথা মাথায় রেখে তাই আবারও এ ধরনের গল্পে কাজ করতে রাজি হয়েছি।’

শুভ আরও জানান, ‘সাপলুডু’র গল্পের বিস্তার ও প্রযোজকের পরিকল্পনার কথায় আমার মনে হয়েছে, বাংলাদেশের সবচেয়ে বড় পরিসরে অ্যাকশন থ্রিলার গল্পের ছবি হতে যাচ্ছে এটি। আগামী অক্টোবর থেকে ছবিটির শুটিং শুরু হওয়ার কথা। ঢাকা, বান্দরবান, রাঙামাটি ও কক্সবাজারের লোকেশনগুলোতে এর শুটিং হবে।’

আরিফিন শুভ অভিনীত শেষ ছবি কলকাতার ‘আহা রে’। রঞ্জন ঘোষ পরিচালিত এ ছবিতে শুভর নায়িকা ঋতুপর্ণা ঘোষ। এবার ‘সাপলুডু’ ছবিতে বিদ্যা সিনহা মিমের বিপরীতে চুক্তিবদ্ধ হলেন। মিম-শুভ জুটির এটি দ্বিতীয় ছবি। এর আগে ২০১৪ সালে ‘তারকাঁটা’ ছবিতে জুটি বেঁধেছিলেন তারা। সে ছবিতে শুভর বোনের ভূমিকায় ছিলেন চিত্রনায়িকা মৌসুমী।