অাকাশ জাতীয় ডেস্ক:
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, জনগণের এখন আন্দোলনে আগ্রহ নেই, জনগণ নির্বাচন দেখতে চায়। তিনি আরও বলেন, বেগম জিয়ার ভুয়া জন্মদিন পালন থেকে বিএনপিকে বিরত থাকতে হবে।
রোববার বিকেলে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবসকে সামনে রেখে বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ে আয়োজিত স্বাধীনতা চিকিৎসক ফোরামের আলোচনা সভায় দেয়া বক্তব্যে তিনি একথা বলেন। এসময় তিনি বলেন, বিএনপি সংলাপ চায়না, তাদের রাজনীতি সংঘাতের রাজনীতি।
নির্বাচনে দলীয় প্রার্থীদের মনোনয়ন প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের জনমত জরিপে যিনি এগিয়ে থাকবেন, শেখ হাসিনা তাকেই মনোনয়ন দেবেন। প্রতি ছয় মাসে একটা করে জরিপ হয়। এগুলোর সব একসঙ্গে আমলনামা জমা হবে। কাজেই নমিনেশন নিয়ে অসুস্থ প্রতিযোগিতা কেউ করবেন না। তবে সুস্থ প্রতিযোগিতা করলে প্রতিদ্বন্দ্বী হতে অসুবিধা কোথায়? বেশিদিন না, অক্টোবরেই নমিনেশন দেয়া হবে। সিদ্ধান্ত হয়ে যাবে।’
কোটা সংস্কারের প্রজ্ঞাপন জারি করার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে ওবায়দুল কাদের জানান, ‘একটা কথা বলি, শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা। ধামক দিয়ে তার থেকে কিছু আদায় করা যাবে না। বঙ্গবন্ধুকন্যার সৎসাহস অনেক বেশি। আল্টিমেটাম দিয়ে তার থেকে কোনো কিছু আদায় করা যাবে না। তবে কোটা আন্দোলন যারা করে, তাদেরকে আমি সুখবর দিতে চাই। কিছুদিন ধৈর্য ধরতে অসুবিধা কী? ব্যালেন্সড কোটা সিস্টেম চালু করার জন্য কিছুটা সময় লাগছে। তথ্য-উপাত্ত আসতে কিছুটা সময় লাগছে। কমিটি হয়েছে, আলাপ আলোচনা চলছে, অনেকদূর এগিয়ে গেছে।’
এরপর বিএনপি প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘১৫ আগস্ট বিএনপি বেগম জিয়ার জন্মদিন পালন না করে খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিল করবে। এর অর্থ কি এটা- ১৫ আগস্ট যে বেগম জিয়ার ভুয়া জন্মদিবস, এটা নিয়ে ক্ষমা চেয়ে, দুঃখ প্রকাশ করে এর থেকে সরে আসছেন? তিনি জন্মদিবস ১৫ আগস্ট পালন করবেন না। কীভাবে পালন করবেন, সেটা তার ব্যাপার। কিন্তু ভুয়া জন্মদিন থেকে তারা মোটেই সরছেন না। কাজেই এই ১৫ই আগস্ট বঙ্গবন্ধুর শাহাদৎ দিবসে ভুয়া জন্মদিবস যারা পালন করে, বাংলাদেশের রাজনীতি এই ছদ্মবেশী, বিধ্বংসী দলের সঙ্গে আমাদের কর্ম সম্পর্ক থাকার সুযোগ কোথায়?’
তিনি আরও বলেন, ‘বেগম জিয়ার তো ৫ টা জন্মদিবস। কোনটা সঠিক, বিএনপিকে আগে সেটা ক্লিয়ার করতে হবে। তারপর সঙ্গে কথা বলা যায় কিনা- সেটা দেখা যাবে। কেউ কেউ আবার সংলাপের গন্ধ পাচ্ছে। আমি বলেছি বিএনপি’র সঙ্গে আমাদের অনানুষ্ঠানিক যোগাযোগ হচ্ছে। তাও ফখরুল সাবে শর্ত দিয়েছেন, আমি ফোন করলে তিনি ফিরতি কল করবেন। এটাই আমি বলেছি, শর্ত দিয়ে কথা হয় না।’
আকাশ নিউজ ডেস্ক 



















