অাকাশ জাতীয় ডেস্ক:
রাজধানীর রমনা পার্কের লেকে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার দুপুরে এ ঘটনা ঘটে। নিহতরা হলো- কাকরাইল উইলস্ লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান বিভাগের নবম শ্রেণির শিক্ষার্থী আদনান (১৫) ও মাহফুজ (১৫)।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোসল করতে নেমে দুই শিক্ষার্থী ডুবে গেলে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। বিকেল সোয়া ৪টার দিকে তাদের মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসাইন বলেন, তারা তিনজন ক্লাস না করে দুপুরে রমনা উদ্যানে ঘুরতে আসে। এক পর্যায়ে মাহফুজ ও আদনান গোসল করতে নামে। মাহফুজ সাঁতার জানলেও আদনান জানতো না। কিন্তু মাহফুজের কাঁধে চড়ে আদনান সাঁতরাতে যায়। তখন দু’জনেই পানিতে ডুবে যায়। বেলা ২টা ৫৭ মিনিটে জরুরি সেবা ‘৯৯৯’ থেকে দুই শিক্ষার্থীর নিখোঁজের সংবাদ দেয়া হয়। এর এক মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ও ডুবুরি দল ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। তবে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়।
আকাশ নিউজ ডেস্ক 

























