অাকাশ জাতীয় ডেস্ক:
বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকারের বিরুদ্ধে রাজপথে বের হতে পারি না। এটা যখন ভাবি নিজেই নিজেকে ধিক্কার দেই। রোববার নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে এক আলোচনা ও দোয়া মাহফিলে তিনি একথা বলেন।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর ৪৯তম জন্মদিন উপলক্ষে জাতীয়তাবাদী মহিলা দল এ কর্মসূচির আয়োজন করে।
রিজভী বলেন, ‘আজ সারা জাতি অবরুদ্ধ। কচিকচি বাচ্চাদের যেভাবে রক্তাক্ত করা হয়েছে, তাদের রক্তমাখা কেডস ও শার্ট দেখলে কার না হৃদয় ভেঙে যাবে! অথচ এসব অপকর্মও করেছে এই পাষণ্ড সরকার।’
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী হামলাকারীর দেখতে যান। কিন্তু, যারা আক্রান্ত, সেই স্কুলপড়ুয়া বাচ্চাদের দেখতে যান না। এমন নিষ্ঠুর দেশে আমরা এখনো বাস করছি।’
আক্ষেপ করে রিজভী বলেন, ‘আমরা এখনো কেন ঘর থেকে বের হতে পারি না? কেন আমরা এই অবৈধ সরকারের বিরুদ্ধে রাজপথের ইট, কাঠ, কংক্রিটের ধুলা উড়িয়ে দাঁড়াতে পারি না? সেটা ভাবলে নিজেই নিজেকে ধিক্কার দেই।’
তিনি বলেন, ‘খালেদা জিয়া গুলশানের অফিসে অবরুদ্ধ থাকা অবস্থায় ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যু সংবাদ শুনেছেন। তখন তিনি শেখ হাসিনার রক্তচক্ষুর কাছে মাথা নত করেননি। ভয়কে উড়িয়ে দিয়েছেন। তিনি নির্ভীক, এটাই তার বৈশিষ্ট্য।’
রিজভী বলেন, ‘আজ খালেদা জিয়া কারাগারে, তাকে মুক্ত করতে হবে। কারণ, তার মুক্তির মাধ্যমে একজন ব্যক্তির মুক্তি হবে না, গোটা দেশ ও জনগণ মুক্তি পাবেন।’
অনুষ্ঠানে কোকোর স্মৃতিচারণা করে তিনি বলেন, ‘আরাফাত রহমান কোকো নীরবে-নিভৃতে চলাফেরা করতেন। সবার সঙ্গে আন্তরিক ছিলেন। কিছু বললে বিনয়ের সঙ্গে কথা বলতেন। তিনি রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না। এই ছেলেটিকে পৃথিবী থেকে চলে যাওয়ার কথা নয়। মায়ের ওপর জুলুম দেখে তিনি পৃথিবী থেকে চলে গেছেন।’
দোয়া মাহফিলে মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক নূরে আরা সাফা, ঢাকা মহানগর উত্তর মহিলা দলের সভানেত্রী পিয়ারা মোস্তফা, ঢাকা মহানগর দক্ষিণের সভানেত্রী রাজিয়া আলিম, সাবেক এমপি রওশনারা ফরিদ প্রমুখ।
এ সময় রিজভী কর্মসূচি ঘোষণা করেন। আগামী ১৫ আগস্ট খালেদা জিয়ার কারা ও রোগমুক্তি কামনায় জেলা ও উপজেলায় দোয়া মাহফিল হবে।
এছাড়া ঈদের দিন সকাল সাড়ে ১১টায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির সিনিয়র নেতারা জিয়াউর রহমানের মাজার জিয়ারত করবেন।
আকাশ নিউজ ডেস্ক 



















