অাকাশ জাতীয় ডেস্ক:
ব্যাংকক থেকে আসা থাই এয়ারওয়েজের একটি বিমান হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে চাকা ফেটে দুর্ঘটনার কবলে পড়েছে। মঙ্গলবার ১২টা ২০ মিনিটের দিকে টিজি-ত্রি টু ওয়ান ফ্লাইটটি অবতরণের সময় রানওয়েতে দুর্ঘটনায় পড়ে।
এ ঘটনায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এ কারণে বিমান ওঠানামা বন্ধ আছে।
আমর্ড পুলিশ ব্যাটালিয়নের বিমানবন্দরের ডিউটি অফিসার তারিক আহমেদ দৈনিক আকাশকে জানান, দুপুর ১২টার ২০ মিনিটে থাইল্যান্ডের ব্যাংকক থেকে আসা বিমানটি শাহজালালে অবতরণ করে। ওই সময়ে বিমানটির সামনের চাকা ফেটে যায়। বিমানের চাকা ফেটে যাওয়ার কারণে অন্যান্য বিমান ওঠানামা বন্ধ রয়েছে।
দুর্ঘটনার পর যাত্রীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। বিমানটি সরিয়ে নেওয়ার পর রানওয়ে খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন বিমানবন্দরের এক কর্মকর্তা।
এ ব্যাপারে জানতে বেসামরিক বিমান চলাচল পরিবহন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিনের সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি দৈনিক আকাশকে বলেন, এ বিষয়ে আমি তেমন কিছুই জানি না। আমি মন্ত্রীর সঙ্গে একটি বৈঠকে রয়েছি।
আকাশ নিউজ ডেস্ক 

























