ঢাকা ০৭:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ১৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্বাচন সুষ্ঠু হওয়া উচিত, এতেই সবার মঙ্গল: মান্না প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে নিয়ে নাসীরুদ্দীনের ক্রমাগত মিথ্যাচার ভাইরাল হওয়ার কৌশল: মাহদী আমিন আমাদের ব্যবহার করতে চেয়েছিল, বের হয়েছি ইসলামের কল্যাণে: রেজাউল করীম ‘যারা দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছে, তারা বেঈমান’:আজহারুল ইসলাম ১২ ফেব্রুয়ারি রাজনীতির চেহারা পাল্টে দিতে পারে: রুমিন ফারহানা তারেক রহমানের ওপর বিশ্বাসে করে দেখেন ইনশাআল্লাহ বাংলাদেশ ঠকবে না: পার্থ নির্বাচনে দায়িত্বে থাকা কর্মকর্তারা গণভোটের পক্ষে–বিপক্ষে যাবেন না: ইসি আনোয়ারুল রাষ্ট্র পরিচালানার জন্য অভিজ্ঞতার দরকার আছে: নজরুল ইসলাম একটি দল ‘স্বৈরাচারী ভাষায়’ বিএনপির বিরুদ্ধে মিথ্যাচার করছে: তারেক রহমান নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে: আইজিপি

ব্যবসা ভারত পাবে, চীন কেন পাচ্ছে না: জাফরুল্লাহ

অাকাশ জাতীয় ডেস্ক:

বাংলাদেশে সব ব্যবসা ভারতীয়রা পাচ্ছে অভিযোগ করে চীনারা কেন পাচ্ছে না, সেই প্রশ্ন তুলেছেন বিএনপিপন্থী বুদ্ধিজীবী জাফরুল্লাহ চৌধুরী। তার দাবি, এমন চলতে থাকলে বাংলাদেশ সিকিমের মতো একদিন ভারতে বিলীন হয়ে যাবে।

সোমবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনায় এসব কথা বলেন সাবেক চীনপন্থী বাম নেতা। ‘কোটা সংস্কার আন্দোলনে নিপীড়িত শিক্ষার্থীদের প্রতি সংহতি প্রকাশ এবং আমাদের করনীয়’ শীর্ষক এই আলোচনার আয়োজন করে ‘নাগরিক ঐক্য’।

আলোচনায় অংশ নিয়ে জাফরুল্লাহ কথা বলেন ভারত নিয়েই। তার মতে, ভারত এই দেশ থেকে সব কিছু নিয়ে যাচ্ছে। এমনকি গত ৮ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভবনে হামলার জন্যও তিনি ভারতীয় গোয়েন্দা সংস্থাকে দায়ী করেন।

গণস্বাস্থ্যকেন্দ্রের প্রতিষ্ঠাতা বলেন, ‘প্রধানমন্ত্রী ভারতে গেলেন, তাদের আবার উপহার দিয়ে এসেছেন। ৮.২২ টাকা ইউনিটে বিদ্যুৎ কিনে আনলেন। যেখানে এস আলমের বিদ্যুৎ ৬.৫০ টাকায়, আবার সেই বিদ্যুৎ বেচা হয় ৪.৫০ টাকা দরে। সেটাও আবার বিনা টেন্ডারে নেয়া হবে।’

‘ব্যবসা সব ভারত পাবে, চীন কিছুই পাবে না। এভাবে চলতে থাকলে আমাদের অবস্থা সিকিমের মতো হবে।’

জাফরুল্লাহ বলেন, ‘ভারতের বৈদেশিক মুদ্রার ১২ বিলিয়নের ১০ বিলিয়নেই আমাদের বাংলাদেশ থেকে নিয়ে যায়। ভারতীয়রা পাঁচ লাখ কাজ করে আমাদের দেশে, আর আমাদের ৮০ লাখ বাঙালী বাইরে কাজ করে ১৪ বিলিয়ন পাঠায়।’

দেশে উন্নয়ন ভুল পথে হচ্ছে দাবি করে বিএনপিপন্থী এই বুদ্ধিজীবী বলেন, ‘এটা করে মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধুকে অপমান করা হচ্ছে।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভবনে হামলায় ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’ এর সংশ্লিষ্টতা দেখছেন চীনপন্থী সাবেক বাম নেতা। বলেন, “যে স্টাইলে হামলা করা হয়েছে তা ভারতীয় ‘র’ করে থাকে। ওই হামলার সময় সেখানে চার জন পুলিশ ছিল কিন্তু হামলাকারীদের ধরা হয় নাই।”

“কারা করে এই হামলা? ‘র’ করে, ভারতে এভাবে হামলা করা হয়, সিআইএ যেভাবে হামলা করে সেই স্ট্যাইলে হামলা করা হয়েছে ভিসির বাড়িতে”-আবার বলেন জাফরুল্লাহ।

সংবিধানে কেবল পশ্চাদপদ নৃগোষ্ঠির জন্য কোটার কথা বলা আছে উল্লেখ করে এই বুদ্ধিজীবী বলেন, ‘কোটা পদ্ধতিতে মেধাশূন্য করে দিতে চক্রান্ত আছে কি না তা খতিয়ে দেখতে হবে।’

‘মূল কথা হলো সকল প্রকার বৈষমে্রর অবসান ঘটাতে আন্দোলনের বিকল্প নাই।’

কোটা সংস্কার নিয়ে মিথ্যাচার করা হচ্ছে- এমন অভিযোগ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল বলেন, ‘যারা আক্রান্ত তাদের ধরে জেলে পুরা হচ্ছে। সরকারি হাসপাতাল চলে জনগণের টাকায়, সেখানে আন্দোলনকারীদের চিকিৎসা হয় না। এটা করা তো ফৌজদারী অপরাধ।’

কোটা আন্দোলনকারীদের ওপর হামলাকারীদের গ্রেপ্তার না করার নিন্দা জানিয়ে বিএনপিপন্থী এই বু্দ্ধিজীবী বলেন, ‘আক্রমণের বিভিন্ন দিক আছে, কিন্তু এ রকম বর্বর হামলা, হাতুরি দিয়ে পেটানোর শাস্তি যাবজ্জীবন। কিন্তু তাদের না ধরে উল্টো আক্র্রান্তকে ধরা হচ্ছে।’

‘পুলিশ বলে অভিযোগ করে না, এ বিষয়ে তো বি না ওয়ারেন্টে ধরা উচিত পুলিশের। আক্রান্ত হচ্ছে তাদেরকে ধরছে পুলিশ।’

‘সরকার নিয়ন্ত্রিত মিডিয়াও আন্দোলনকারী ছাত্রদের বিপক্ষে দাঁড়ায়, তবে কী করার আছে?’

কুষ্টিয়ায় মাহমুদুর রহমানের ওপর হামলার নিন্দা জানিয়ে আসিফ বলেন, ‘এ দেশে ন্যূনতম মানবাধিকার আছে কি না। তার ওপর হামলাকারীদের বিচার হয় নাই, ভিন্নমতের লোকের ওপর হামলা হলে কি তার বিচার হবে না?’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নির্বাচন সুষ্ঠু হওয়া উচিত, এতেই সবার মঙ্গল: মান্না

ব্যবসা ভারত পাবে, চীন কেন পাচ্ছে না: জাফরুল্লাহ

আপডেট সময় ০৯:০৭:০২ অপরাহ্ন, সোমবার, ২৩ জুলাই ২০১৮

অাকাশ জাতীয় ডেস্ক:

বাংলাদেশে সব ব্যবসা ভারতীয়রা পাচ্ছে অভিযোগ করে চীনারা কেন পাচ্ছে না, সেই প্রশ্ন তুলেছেন বিএনপিপন্থী বুদ্ধিজীবী জাফরুল্লাহ চৌধুরী। তার দাবি, এমন চলতে থাকলে বাংলাদেশ সিকিমের মতো একদিন ভারতে বিলীন হয়ে যাবে।

সোমবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনায় এসব কথা বলেন সাবেক চীনপন্থী বাম নেতা। ‘কোটা সংস্কার আন্দোলনে নিপীড়িত শিক্ষার্থীদের প্রতি সংহতি প্রকাশ এবং আমাদের করনীয়’ শীর্ষক এই আলোচনার আয়োজন করে ‘নাগরিক ঐক্য’।

আলোচনায় অংশ নিয়ে জাফরুল্লাহ কথা বলেন ভারত নিয়েই। তার মতে, ভারত এই দেশ থেকে সব কিছু নিয়ে যাচ্ছে। এমনকি গত ৮ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভবনে হামলার জন্যও তিনি ভারতীয় গোয়েন্দা সংস্থাকে দায়ী করেন।

গণস্বাস্থ্যকেন্দ্রের প্রতিষ্ঠাতা বলেন, ‘প্রধানমন্ত্রী ভারতে গেলেন, তাদের আবার উপহার দিয়ে এসেছেন। ৮.২২ টাকা ইউনিটে বিদ্যুৎ কিনে আনলেন। যেখানে এস আলমের বিদ্যুৎ ৬.৫০ টাকায়, আবার সেই বিদ্যুৎ বেচা হয় ৪.৫০ টাকা দরে। সেটাও আবার বিনা টেন্ডারে নেয়া হবে।’

‘ব্যবসা সব ভারত পাবে, চীন কিছুই পাবে না। এভাবে চলতে থাকলে আমাদের অবস্থা সিকিমের মতো হবে।’

জাফরুল্লাহ বলেন, ‘ভারতের বৈদেশিক মুদ্রার ১২ বিলিয়নের ১০ বিলিয়নেই আমাদের বাংলাদেশ থেকে নিয়ে যায়। ভারতীয়রা পাঁচ লাখ কাজ করে আমাদের দেশে, আর আমাদের ৮০ লাখ বাঙালী বাইরে কাজ করে ১৪ বিলিয়ন পাঠায়।’

দেশে উন্নয়ন ভুল পথে হচ্ছে দাবি করে বিএনপিপন্থী এই বুদ্ধিজীবী বলেন, ‘এটা করে মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধুকে অপমান করা হচ্ছে।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভবনে হামলায় ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’ এর সংশ্লিষ্টতা দেখছেন চীনপন্থী সাবেক বাম নেতা। বলেন, “যে স্টাইলে হামলা করা হয়েছে তা ভারতীয় ‘র’ করে থাকে। ওই হামলার সময় সেখানে চার জন পুলিশ ছিল কিন্তু হামলাকারীদের ধরা হয় নাই।”

“কারা করে এই হামলা? ‘র’ করে, ভারতে এভাবে হামলা করা হয়, সিআইএ যেভাবে হামলা করে সেই স্ট্যাইলে হামলা করা হয়েছে ভিসির বাড়িতে”-আবার বলেন জাফরুল্লাহ।

সংবিধানে কেবল পশ্চাদপদ নৃগোষ্ঠির জন্য কোটার কথা বলা আছে উল্লেখ করে এই বুদ্ধিজীবী বলেন, ‘কোটা পদ্ধতিতে মেধাশূন্য করে দিতে চক্রান্ত আছে কি না তা খতিয়ে দেখতে হবে।’

‘মূল কথা হলো সকল প্রকার বৈষমে্রর অবসান ঘটাতে আন্দোলনের বিকল্প নাই।’

কোটা সংস্কার নিয়ে মিথ্যাচার করা হচ্ছে- এমন অভিযোগ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল বলেন, ‘যারা আক্রান্ত তাদের ধরে জেলে পুরা হচ্ছে। সরকারি হাসপাতাল চলে জনগণের টাকায়, সেখানে আন্দোলনকারীদের চিকিৎসা হয় না। এটা করা তো ফৌজদারী অপরাধ।’

কোটা আন্দোলনকারীদের ওপর হামলাকারীদের গ্রেপ্তার না করার নিন্দা জানিয়ে বিএনপিপন্থী এই বু্দ্ধিজীবী বলেন, ‘আক্রমণের বিভিন্ন দিক আছে, কিন্তু এ রকম বর্বর হামলা, হাতুরি দিয়ে পেটানোর শাস্তি যাবজ্জীবন। কিন্তু তাদের না ধরে উল্টো আক্র্রান্তকে ধরা হচ্ছে।’

‘পুলিশ বলে অভিযোগ করে না, এ বিষয়ে তো বি না ওয়ারেন্টে ধরা উচিত পুলিশের। আক্রান্ত হচ্ছে তাদেরকে ধরছে পুলিশ।’

‘সরকার নিয়ন্ত্রিত মিডিয়াও আন্দোলনকারী ছাত্রদের বিপক্ষে দাঁড়ায়, তবে কী করার আছে?’

কুষ্টিয়ায় মাহমুদুর রহমানের ওপর হামলার নিন্দা জানিয়ে আসিফ বলেন, ‘এ দেশে ন্যূনতম মানবাধিকার আছে কি না। তার ওপর হামলাকারীদের বিচার হয় নাই, ভিন্নমতের লোকের ওপর হামলা হলে কি তার বিচার হবে না?’