অাকাশ জাতীয় ডেস্ক:
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তিকে খারাপ কার্যক্রম হিসেবে অভিহিত করে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, এর চেয়ে বরং উপবৃত্তিতে অর্থ দেয়া গেলে সেটা অনেক ভালো কাজ করে।
আজ মঙ্গলবার জাতীয় সংসদের অধিবেশনে এক সম্পূরক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। এ সময় স্পিকার শিরীন শারমিন চৌধুরীর অধিবেশনে সভাপতিত্ব করছিলেন।
ক্ষমতাসীন দলের নেতৃত্বাধীন জোট ১৪ দলের শরিক তরীকত ফেডারেশনের নজিবুল বশর মাইজভান্ডারীর সম্পূরক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, এমপিওভুক্তির জন্য নতুন অর্থবছরে বরাদ্দ দেওয়া হয়েছে। তবে এমপিওভুক্তি একটি খারাপ কার্যক্রম। এতে শুধু কিছু শিক্ষক ও কর্মচারীর বেতন দেওয়া হচ্ছে। শিক্ষার উন্নয়নের জন্য এটা কোনো ভালো কার্যক্রম নয়।
‘উপবৃত্তিতে অর্থ দেয়া গেলে সেটা অনেক ভালো কাজ করে। শিক্ষার উন্নয়নের জন্য যদি স্কুল ফিডিংয়ের ব্যবস্থা করা যায়, তা অনেক ভালো হবে।’ যোগ করেন মন্ত্রী।
এমপিওভুক্তি কার্যক্রমে যথেষ্ট জালিয়াতি ছিল উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, ‘শিক্ষামন্ত্রী তা অনেক কমাচ্ছেন। আমি আমার মতামত তুলে ধরেছি। সাংসদেরা এখন সেটা চিন্তা করে দেখবেন।’
সরকারি দলের সাংসদ নজরুল ইসলামের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, বিশ্বব্যাংকের অর্থায়নে গত নয় বছরে বাংলাদেশে মোট ৬৪টি প্রকল্প নেয়া হয়েছে। এর মধ্যে ১৯টি প্রকল্প শেষ হয়েছে এবং ৪৫টি চলমান।
আকাশ নিউজ ডেস্ক 



















