অাকাশ জাতীয় ডেস্ক:
রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) আসন্ন নির্বাচনে জীবন দিয়ে হলেও ভোট ‘রক্ষা’ করার ঘোষণা দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু। তিনি বলেন, ‘একটি ভোটও ডাকাতি হতে দেব না, জীবন দিয়ে হলেও আমরা আমাদের ভোট রক্ষা করব।’
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আয়োজিত এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে নেতাকর্মীদের উদ্দেশে মিনু এসব কথা বলেন। শনিবার দুপুরে রাজশাহী মহানগর বিএনপির দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
মিনু বলেন, ৩০ জুলাই নির্বাচনের মাধ্যমে আমরা প্রমাণ করে দেব রাজশাহীর মাটি বিএনপির ঘাঁটি। আমরা আমাদের জীবন দিয়ে হলেও ভোট রক্ষা করব এবং বীরের বেশে বিজয় নিশ্চিত করব। মনে রাখতে হবে, বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনের অংশ হিসেবে আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করছি।
সভায় সভাপতিত্ব করেন মহানগর বিএনপির সভাপতি ও সিটি নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল।
তিনি বলেন, ভোটের দিন সব নেতাকর্মী নিজ নিজ ভোটকেন্দ্রে দাঁড়িয়ে থাকবেন, দেখি কে ভোট ডাকাতি করতে আসে। আমরা এবার আওয়ামী লীগের চরিত্র রাজশাহীর মানুষের কাছে উন্মোচিত করতে চাই। মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক মিলনের পরিচালনায় সভায় আরও বক্তব্য দেন- বিএনপির রাজশাহী বিভাগের সহসাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত, মহানগর বিএনপির দফতর সম্পাদক নাজমুল হক ডিকেন, মহানগর যুবদল সভাপতি আবুল কালাম আজাদ সুইট প্রমুখ।
আকাশ নিউজ ডেস্ক 



















