অাকাশ জাতীয় ডেস্ক:
মানসিক ভারসাম্য হারিয়ে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন এক নারী। শুক্রবার দুপুর ২টায় জেট এয়ারওয়েজের একটি বিমানে তিনি দেশে পৌঁছান। বিমানবন্দরে রুপালির মা উপস্থিত ছিলেন।
জানা যায়, মুম্বাই বিমানবন্দরে ট্রানজিট নেওয়ার সময় আক্তারুজ্জমান নামে এক বাংলাদেশি চিকিৎসক ও্ই নারীকে ঘোরাঘুরি করতে দেখেন। পরে তিনি ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের সঙ্গে যোগাযোগ করেন।
চিকিৎসক আক্তারুজ্জামান বলেন, কে বা কারা এই নারীকে সৌদি আরব থেকে বিমানে উঠিয়েছে কেউ বলতে পারছেন না। যাই হোক ঘটনা জানার পর আমরা বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেক্সকে জানাই। তারাও মেয়েটির পাশে ছিল।
ব্র্যাকের তত্ত্বাবধানে আগামীকাল ও্ই নারীকে জাতীয় মানসিক হাসপাতালে নেয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি। ব্র্যাক সূত্রে জানা যায়, গত তিন মাসে এই নারীসহ মানসিক ভারসাম্য হারিয়ে দেশে ফিরলেন সাত নারী। আর মোট দেশে ফিরলেন প্রায় চারশ জন।
আকাশ নিউজ ডেস্ক 

























