অাকাশ স্পোর্টস ডেস্ক:
অনেকদিন হলো সবধরণের ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন পাকিস্তান ক্রিকেটের মহাতারকা শহীদ আফ্রিদি। এখন তার মূল কাজ সমাজসেবা। পাশাপাশি টুকটাক ক্রিকেট কোচিং করান। তবে নিজের ফাউন্ডেশন নিয়েই মূলতঃ ব্যস্ততা এখন পাকিস্তানি লিজেন্ডের। এই ফাউন্ডেশন গড়ে তুলতে নিয়মিত সহায়তা করে যাচ্ছেন ভারতীয় ক্রিকেটাররা। কিন্তু ঠিক কী কাজ করছে আফ্রিদি ফাউন্ডেশন?
কলকাতার একটি দৈনিককে দেওয়া সাক্ষাতকারে সাবেক পাকিস্তান অধিনায়ক জানিয়েছেন বিস্তারিত। আফ্রিদির ফাউন্ডেশনের প্রধান কাজটা হচ্ছে থর মরুভূমি অঞ্চলে। ওই সব দুর্গম অঞ্চলে এমন কিছু জায়গা আছে, যেখানে বাচ্চারা জন্মের ৩ মাসের মধ্যেই মারা যায়! কুসংস্কারের তীব্রতা, খাদ্য এবং চিকিৎসার অভাবে এমন করুণ পরিণতি বরণ করতে হয় শিশুদের। আফ্রিদরি ফাউন্ডেশন সেই সব দুর্গম জায়গায় চলে যাচ্ছে শিশুদের বাঁচাতে। ওখানে মা এবং শিশুদের জন্য হাসপাতাল তৈরি করেছেন আফ্রিদি। ক্রিকেটে ৪০০ ওভার বাউন্ডারি হাঁকানো এই ক্রিকেটারের স্বপ্ন, এক দিন এই মৃত্যুলীলা ঠিক শেষ হবে।
আকাশ নিউজ ডেস্ক 



















