অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
সিরিয়ায় সরকার বিরোধীদের নিয়ন্ত্রণে থাকা দেশের দক্ষিণাঞ্চলে ব্যাপক মোবা হামলা চালিয়েছে রাশিয়া। এ হামলায় মৃত বা ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। একটি পর্যবেক্ষণকারী সংস্থার বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে এএফপি।
সিরিয়ার দক্ষিণাঞ্চলে বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় এই হামলা চালানো হয় বলে একটি পর্যবেক্ষণকারী সংগঠন একথা জানিয়েছে। প্রায় এক বছর আগে অস্ত্রবিরতির পর এই প্রথমবারের মতো রাশিয়া হামলা চালালো।
সিরিয়ায় প্রায় ৭ বছর ধরে চলমান যুদ্ধে শেষ পর্যন্ত জয়ী হতে যাচ্ছেন আসাদ সরকার। রাজধানী দামেস্কের নিরাপত্তা নিশ্চিত করার পর এবার দক্ষিণাঞ্চলীয় প্রদেশ দারা ও স্বইদা বিদ্রোহীদের কবল থেকে নিজের নিয়ন্ত্রণে নিতে চাইছেন আসাদ বাহিনী।
রোববার ওই হামলার আগে গত কয়েক সপ্তাহ ধরে আশপাশ এলাকায় সৈন্য সমাবেশ বৃদ্ধি করেছে আসাদ সরকার। এরপর বিদ্রোহীদের আত্মসমর্পণ করার জন্য ঘোষণা করা হয়।
আকাশ নিউজ ডেস্ক 



















