ঢাকা ০৭:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অবিলম্বে মার্কিন নাগরিকদের ইরান ত্যাগের নির্দেশ প্রতারণা করে অর্থ আদায়, ৫১ হাজার সিমসহ ৫ চীনা নাগরিক গ্রেপ্তার সংসদে আর নৃত্যগীত হবে না, মানুষের উন্নয়নের কথা বলা হবে: সালাহউদ্দিন আলোচনার মাধ্যমে সমাধান খুঁজতে বাংলাদেশকে অনুরোধ আইসিসির, অনড় বিসিবি বিএনপি নেতার মৃত্যু, অভিযানে অংশ নেওয়া সব সেনা সদস্যকে প্রত্যাহার রাজধানীর তিন পয়েন্ট অবরোধের ঘোষণা সাত কলেজের শিক্ষার্থীদের জনগণের বিশ্বাস অর্জনের দায়িত্ব রাজনীতিবিদদেরই : আমীর খসরু আটকের পর ডাবলুর মৃত্যু, সেনাপ্রধানের হস্তক্ষেপ চান বিএনপি মহাসচিব পে স্কেল বাস্তবায়ন পে কমিশনের প্রতিবেদনের ওপর নির্ভর করছে :অর্থ উপদেষ্টা প্রবাসীদের সুসংবাদ দিলেন উপদেষ্টা আসিফ নজরুল

গোল করলেই স্টেডিয়ামে বিবস্ত্র হবেন এই মডেল

সুপার মডেল নিশু কাউটি

আকাশ স্পোর্টস ডেস্ক:

ট্রফি পেতে হবে এমন কোনো কথা নেই! এমনকি বিশ্বকাপ ছিনিয়ে নেয়ারও দরকার নেই। শুধু করতে হবে একটা গোল! আর তা করলেই প্রকাশ্যে নিজের পোশাক খুলে ফেলবেন তিনি।

তার নাম নিশু কাউটি। পেরুর সুপার মডেল। দেশের ফুটবল দলের সবারই বান্ধবী তিনি। দলকে তাতাতে তার খোলাখুলি প্রস্তাব। গোল কর আর আমার বুক দেখ! তবে পেরুর মডেল হওয়াতে দলের সমর্থন হলেও নেইমারকে ভালোবাসেন নিশু! তার সঙ্গে একাধিক ছবিও রয়েছে তার।

বিশ্বকাপের সময়ে এমন ঘটনা কিংবা প্রস্তাব নতুন কিছু নয়! ২০১৪ ব্রাজিল বিশ্বকাপের সময় হল্যান্ডের এক পর্নঅভিনেত্রী ঘোষণা করেছিলেন, দেশ চ্যাম্পিয়ন হলে প্রত্যেক ফুটবলারের রাত কাটাবেন তিনি।

শুধু তাই নয়, ভারতীয় দলের জন্য পোশাক খোলা থেকে আরও নানারকম প্রস্তাব ছুড়ে দিয়েছিলেন পুনম পাণ্ডে।

তবে নিশুর ছোট একটা দাবি, তার কোনো বিশ্বকাপের দরকার নেই। এমনকি সেমিফাইনালে যাওয়ারও প্রয়োজন নেই। গ্রুপ পর্ব টপকাতেও হবে না। চাই শুধু গোল। পেরুর যে কেউ গোল করলেই হবে। আর তা হলেই তিনি হাওয়ায় ওড়াবেন পোশাক।

নিজের ঘোষণা বাস্তবায়ন করতে ডেনমার্কের বিরুদ্ধে গ্যালারিতে ছিলেন তিনি। তবে পোশাক খোলার অবকাশ পাননি নিশু। পেনাল্টি পেয়েও তা মহাশূন্যে উড়িয়ে দিয়েছেন কুয়েভা। পেরুও হেরেছে প্রথম ম্যাচে।

অবশ্য আরও অন্তত দুই ম্যাচ পাচ্ছেন তিনি। ফ্রান্স ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গ্রুপের শেষ দুই ম্যাচ খেলবে পেরু। এই দুই ম্যাচেও ফুটবলারদের অনুপ্রেরণা দিতে নিশু গ্যালারিতে থাকবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অবিলম্বে মার্কিন নাগরিকদের ইরান ত্যাগের নির্দেশ

গোল করলেই স্টেডিয়ামে বিবস্ত্র হবেন এই মডেল

আপডেট সময় ০৫:১৭:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৮ জুন ২০১৮

আকাশ স্পোর্টস ডেস্ক:

ট্রফি পেতে হবে এমন কোনো কথা নেই! এমনকি বিশ্বকাপ ছিনিয়ে নেয়ারও দরকার নেই। শুধু করতে হবে একটা গোল! আর তা করলেই প্রকাশ্যে নিজের পোশাক খুলে ফেলবেন তিনি।

তার নাম নিশু কাউটি। পেরুর সুপার মডেল। দেশের ফুটবল দলের সবারই বান্ধবী তিনি। দলকে তাতাতে তার খোলাখুলি প্রস্তাব। গোল কর আর আমার বুক দেখ! তবে পেরুর মডেল হওয়াতে দলের সমর্থন হলেও নেইমারকে ভালোবাসেন নিশু! তার সঙ্গে একাধিক ছবিও রয়েছে তার।

বিশ্বকাপের সময়ে এমন ঘটনা কিংবা প্রস্তাব নতুন কিছু নয়! ২০১৪ ব্রাজিল বিশ্বকাপের সময় হল্যান্ডের এক পর্নঅভিনেত্রী ঘোষণা করেছিলেন, দেশ চ্যাম্পিয়ন হলে প্রত্যেক ফুটবলারের রাত কাটাবেন তিনি।

শুধু তাই নয়, ভারতীয় দলের জন্য পোশাক খোলা থেকে আরও নানারকম প্রস্তাব ছুড়ে দিয়েছিলেন পুনম পাণ্ডে।

তবে নিশুর ছোট একটা দাবি, তার কোনো বিশ্বকাপের দরকার নেই। এমনকি সেমিফাইনালে যাওয়ারও প্রয়োজন নেই। গ্রুপ পর্ব টপকাতেও হবে না। চাই শুধু গোল। পেরুর যে কেউ গোল করলেই হবে। আর তা হলেই তিনি হাওয়ায় ওড়াবেন পোশাক।

নিজের ঘোষণা বাস্তবায়ন করতে ডেনমার্কের বিরুদ্ধে গ্যালারিতে ছিলেন তিনি। তবে পোশাক খোলার অবকাশ পাননি নিশু। পেনাল্টি পেয়েও তা মহাশূন্যে উড়িয়ে দিয়েছেন কুয়েভা। পেরুও হেরেছে প্রথম ম্যাচে।

অবশ্য আরও অন্তত দুই ম্যাচ পাচ্ছেন তিনি। ফ্রান্স ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গ্রুপের শেষ দুই ম্যাচ খেলবে পেরু। এই দুই ম্যাচেও ফুটবলারদের অনুপ্রেরণা দিতে নিশু গ্যালারিতে থাকবেন।