অাকাশ জাতীয় ডেস্ক:
লন্ডনে চিকিৎসাধীন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করে দেশে ফিরেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে তিনি হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
৩ জুন চিকিৎসার জন্য স্ত্রী রাহাত আরা বেগমকে নিয়ে বাংলাদেশ বিমানের একটি ফ্ল্যাইটে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে যান। সেখানের বামরুনগ্রাদ হাসপাতালে হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ভিসুটের অধীনে তিনি চিকিৎসা নেন। এরপর তিনি শনিবার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করার জন্য লন্ডনে যান।
সর্বশেষ ২০১৬ সালের ২৮ এপ্রিল চিকিৎসার জন্য মির্জা ফখরুল ব্যাংকক গিয়েছিলেন।
আকাশ নিউজ ডেস্ক 



















