অাকাশ জাতীয় ডেস্ক:
সাভারের আশুলিয়ায় একটি আধাপাকা বাড়ির পানির ট্যাংকের দেয়াল ধসে মা-ছেলে নিহত হয়েছেন। আহত হয়েছেন ওই পরিবারের এক সদস্য। তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।
সোমবার ভোরে আশুলিয়ার বাংলাবাজার এলাকার নুরুল হকের বাড়িতে এই ঘটনা ঘটে। নিহতরা হলো- সেলিনা আক্তার (৩৫) ও তার শিশু সন্তান সিয়াম (১০)। আহত অপরজন টুটুল (২০)।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হুমায়ন কবির জানান, ভোরে পানির ট্যাংকের দেয়াল ধসে পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নুরুল হকের মালিকানাধীন ভাড়া বাড়ির একটি কক্ষ ধসেপড়া অবস্থায় দেখতে পান তারা। পরে ধসে পড়া স্তুপের নিচ থেকে সেলিনা নামে এক নারী ও তার শিশু ছেলে সিয়ামকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। আহত অবস্থায় উদ্ধার করা হয় নিহত নারীর ভাই টুটুলকে। তাকে নিকটস্থ নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।
আশুলিয়া থানার উপপরিদর্শক আবুল কালাম আজাদ জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালে মর্গে নেয়ার প্রস্তুতি চলছে।
আকাশ নিউজ ডেস্ক 
























