ঢাকা ০৩:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সালমাদের বিজয়ে মাশরাফি-তামিমদের বাঁধ ভাঙা উল্লাস, ভিডিও

আকাশ স্পোর্টস ডেস্ক:

এশিয়া কাপে ইতিহাস গড়লো বাংলাদেশের মেয়েরা। ফাইনালে ছয়বারের চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে প্রথমবারের মতো শিরোপার স্বাদ পায় বাঘিনীরা। আর এই জয়ে পুরো বাংলাদেশের সঙ্গে উচ্ছ্বসিত বাংলাদেশ পুরুষ ক্রিকেট দলের ড্রেসিং রুম। মেয়েদের ম্যাচ জয়ের উত্তেজনায় মেতে উঠে মাশরাফি-তামিমরা। পুরুষ ক্রিকেটারদের আগে মেয়েরাই সেরা সাফল্য এনে দেয় বাংলাদেশকে।

ম্যাচ শেষে বাংলাদেশ পুরুষ দলের ওপেনার তামিম ইকবাল সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন। ভিডিওতে দেখা যায় ড্রেসিং রুমে টাইগাররা সবাই মিলে ভারতের বিপক্ষে বাংলার মেয়েদের জয়ের উল্লাসে মেতে উঠেন। টান টান উত্তেজনাময় ম্যাচে বাংলাদেশের এমন জয় নেচে-গেয়েই উদযাপন করলেন মাশরাফি-তামিমরা।

প্রথমবারের মত কোনো বহুজাতিক টুর্নামেন্টে জয় পেয়েছে বাংলাদেশ। ছেলেরা যেটা পারেনি সেটা করে দেখিয়েছে লাল-সবুজের মেয়েরা। এশিয়া কাপে এবারই প্রথম ফাইনালে উঠে সালমারা। তাদের হাত ধরেই ক্রিকেটে প্রথমবারের মতো বহুজাতিক কোনো টুর্নামেন্টে শিরোপা আসে বাংলাদেশের ঘরে।

কুয়ালালামপুরে এশিয়া কাপের ফাইনালে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশি মেয়েদের আঁটসাঁট বোলিংয়ে নয় উইকেটে ১১২ রান তোলে ভারত। জবাবে উত্তেজনা বজায় রেখে শেষ বলে (তিন উইকেট হাতে রেখে) অবিস্মরণীয় জয় তুলে নেয় বাংলাদেশ।

শেষ ওভারে জয়ের জন্য বাংলাদেশের দরকার ছিল নয় রান। উইকেটে ছিলেন রুমানা আহমেদ ও সানজিদা ইসলাম। প্রথম বলে সিঙ্গেল নিয়ে সানজিদা ইসলাম স্ট্রাইক দেন রুমানা আহমেদকে। দ্বিতীয় বলে রুমানা আহমেদ বাউন্ডারি মারেন। তৃতীয় বলে সিঙ্গেল নেন তিনি। চতুর্থ বলে কৃষ্ণামূর্তির হাতে ক্যাচ দিয়ে ফেরেন সানজিদা। পঞ্চম বলে রুমানা দ্বিতীয় রান নিতে গিয়ে রানআউট হন।

শেষ বলে দরকার ছিল দুই রান। তখন স্ট্রাইকে জাহানারা আলম। অপর প্রান্তে অধিনায়ক সালমা খাতুন। শেষ বলে মাথা ঠান্ডা রেখে তারা দুজন দুইবারের জন্য প্রান্ত বদল করে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সালমাদের বিজয়ে মাশরাফি-তামিমদের বাঁধ ভাঙা উল্লাস, ভিডিও

আপডেট সময় ০৩:৫৫:২৯ অপরাহ্ন, রবিবার, ১০ জুন ২০১৮

আকাশ স্পোর্টস ডেস্ক:

এশিয়া কাপে ইতিহাস গড়লো বাংলাদেশের মেয়েরা। ফাইনালে ছয়বারের চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে প্রথমবারের মতো শিরোপার স্বাদ পায় বাঘিনীরা। আর এই জয়ে পুরো বাংলাদেশের সঙ্গে উচ্ছ্বসিত বাংলাদেশ পুরুষ ক্রিকেট দলের ড্রেসিং রুম। মেয়েদের ম্যাচ জয়ের উত্তেজনায় মেতে উঠে মাশরাফি-তামিমরা। পুরুষ ক্রিকেটারদের আগে মেয়েরাই সেরা সাফল্য এনে দেয় বাংলাদেশকে।

ম্যাচ শেষে বাংলাদেশ পুরুষ দলের ওপেনার তামিম ইকবাল সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন। ভিডিওতে দেখা যায় ড্রেসিং রুমে টাইগাররা সবাই মিলে ভারতের বিপক্ষে বাংলার মেয়েদের জয়ের উল্লাসে মেতে উঠেন। টান টান উত্তেজনাময় ম্যাচে বাংলাদেশের এমন জয় নেচে-গেয়েই উদযাপন করলেন মাশরাফি-তামিমরা।

প্রথমবারের মত কোনো বহুজাতিক টুর্নামেন্টে জয় পেয়েছে বাংলাদেশ। ছেলেরা যেটা পারেনি সেটা করে দেখিয়েছে লাল-সবুজের মেয়েরা। এশিয়া কাপে এবারই প্রথম ফাইনালে উঠে সালমারা। তাদের হাত ধরেই ক্রিকেটে প্রথমবারের মতো বহুজাতিক কোনো টুর্নামেন্টে শিরোপা আসে বাংলাদেশের ঘরে।

কুয়ালালামপুরে এশিয়া কাপের ফাইনালে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশি মেয়েদের আঁটসাঁট বোলিংয়ে নয় উইকেটে ১১২ রান তোলে ভারত। জবাবে উত্তেজনা বজায় রেখে শেষ বলে (তিন উইকেট হাতে রেখে) অবিস্মরণীয় জয় তুলে নেয় বাংলাদেশ।

শেষ ওভারে জয়ের জন্য বাংলাদেশের দরকার ছিল নয় রান। উইকেটে ছিলেন রুমানা আহমেদ ও সানজিদা ইসলাম। প্রথম বলে সিঙ্গেল নিয়ে সানজিদা ইসলাম স্ট্রাইক দেন রুমানা আহমেদকে। দ্বিতীয় বলে রুমানা আহমেদ বাউন্ডারি মারেন। তৃতীয় বলে সিঙ্গেল নেন তিনি। চতুর্থ বলে কৃষ্ণামূর্তির হাতে ক্যাচ দিয়ে ফেরেন সানজিদা। পঞ্চম বলে রুমানা দ্বিতীয় রান নিতে গিয়ে রানআউট হন।

শেষ বলে দরকার ছিল দুই রান। তখন স্ট্রাইকে জাহানারা আলম। অপর প্রান্তে অধিনায়ক সালমা খাতুন। শেষ বলে মাথা ঠান্ডা রেখে তারা দুজন দুইবারের জন্য প্রান্ত বদল করে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন।