আকাশ স্পোর্টস ডেস্ক:
সীমিত ওভার ক্রিকেটে চমক লাগানো আয়ারল্যান্ড নিজেদের ঘরের মাঠে টেস্ট অভিষেক ম্যাচ খেলছে। ঐতিহাসিক এ টেস্টের প্রথম ইনিংসে আব্বাস-আমিরদের বিরুদ্ধে মাত্র ১৩০ রানে অলআউট হয়ে যায় আইরিশরা।
ক্রিকেটের সংক্ষিপ্ত ফর্মেটে অসাধারণ খেলার সুবাদে আইরিশদের টেস্ট খেলার অনুমতি দেয় অাইসিসি। দীর্ঘ অপেক্ষার পর পাকিস্তানের বিপক্ষে নিজেদের ঐতিহাসিক অভিষেক টেস্টে খেলতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে আয়ারল্যান্ড ক্রিকেট দল।
ঘরের মাঠে ডাবলিনে পাকিস্তানের বিপক্ষে নিজেদের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ১৩০ রানেই গুটিয়ে যায় টেস্ট ক্রিকেটের নবীন দলটি।
প্রথম ইনিংসে পাকিস্তানের করা ৩১০ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে মাত্র ৭ রানে ৪ উইকেটে হারিয়ে কার্যত ম্যাচ থেকে ছিটকে যায় আইরিশরা। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে যায় আয়ারল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ৪০ রান করেন কেভিন ওব্রায়েন।
এছাড়া ৩৩ রান করেন উইলসন। দুই অঙ্কোর রান করতে পারেননি ছয়জন ব্যাটসম্যান। পাকিস্তানের হয়ে ৪ উইকেট নেন মোহাম্মদ আব্বাস। এছাড়া তিন উইকেট নেন শাদাব খান। দুটি উইকেট নেন মোহম্মদ আমির।
শনিবার ম্যালাহাইডের দ্য ভিলেজে টসে জিতে সফরকারী পাকিস্তানকে আগে ব্যাটিংয়ে পাঠান আইরিশ অধিনায়ক উইলিয়াম পোর্টারফিল্ড।
টসে হেরে আগে ব্যাট করে ৯ উইকেটে ৩১০ রান নিয়ে ইনিংস ঘোষণা করে পাকিস্তান। দলের হয়ে ফাহিম আশরাফ ৮৩, আসাদ শফিক ৬২, এবং শাদাব খান করেন ৫৫ রান। আয়ারল্যান্ডের হয়ে মারটাঘ নেন ৪ উইকেট। ৩ উইকেট শিকার করেন থম্পসন। ২ উইকেট নেন বয়েড র্যাঙ্কিন।
সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান ১ম ইনিংস: ৯৬ ওভারে ৩১০/৯ (ফাহিম ৮৩, শফিক ৬২, শাদাব ৫৫;মারটাঘ ৪/৪৫, থম্পসন ৩/৬২)।
আয়ারল্যান্ড ১ম ইনিংস: ৪৭.২ ওভারে ১৩০/১০ (ওব্রায়েন ৪০, থম্পসন ৩৩*; আব্বাস ৪/৪৪, শাদাব ৩/৩১)।
আকাশ নিউজ ডেস্ক 

























